ꨄ𝓇.𝒯𝒶𝒿༺꧂

ꨄ𝓇.𝒯𝒶𝒿༺꧂ There is no one except Allah and Muhammad (SM) is the last prophet & Messenger
(2)

We Provide All Kinds of computer, laptop Networking Accessories Sales-Services & Home Services
as laptop & Desktop keyboard, Battery, Display, Ram, Hdd/Ssd(M.2+Nvme), UPS Battery,Monitor etc.

"আকাশে মিসাইল, জমিতে ফায়ারওয়ার্ক—আর ওদিকে আমেরিকান ট্যাক্সপেয়ারের পকেট খালি।"
18/06/2025

"আকাশে মিসাইল, জমিতে ফায়ারওয়ার্ক—আর ওদিকে আমেরিকান ট্যাক্সপেয়ারের পকেট খালি।"

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ...
17/06/2025

অনেকেই হয়তো ভাবছেন, ইরান এতো এতো মিসাইল ছোড়ার পরেও কেন ইসরাইলের এতো কম ক্ষতি হচ্ছে।
যখন ইরান ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮ টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়।

তার কারণগুলো—

১.যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসফাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে:

ইরাকে অবস্থানরত আমেরিকান সেনা বাহিনী,

সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান (যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়),

এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো।

২.যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়,
তাহলে তাকে থামাতে আসে—

জর্ডানের বিমানবাহিনী,

জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি,

এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান।

৩.এই সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও,
তাকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা:

Arrow-3: ২০০০ কিলোমিটার দূরে থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

Arrow-2: যদি তা ব্যর্থ হয়, তাহলে এই সিস্টেম ১৫০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে।

৪.এরপর রয়েছে David’s Sling,
যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে।

৫.সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে,
তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে Iron Dome,
যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে।

এখন প্রশ্ন হতে পারে?

পৃথিবীর আর কোনো দেশের ক্ষেপণাস্ত্র কি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়?

এবং মনে রাখতে হবে, ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা নিজেরাই তৈরি করেছে,
কিন্তু এগুলোকে প্রতিহত করতে যে সব প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে, সেগুলো বিভিন্ন উন্নত বিশ্বের দেশগুলোর সর্বোচ্চ প্রযুক্তির ফসল।

হে আল্লাহ, ইরানকে গায়েবি সাহায্য দান করো।
আমিন,ছুম্মা আমিন। ~ সংগৃহীত

------------
সমসাময়িক ইস্যুতে বাংলাদেশপন্থী ও সাম্রাজ্যবাদের বিপরীতে নিরপেক্ষ বিশ্লেষণ, ভূ-রাজনৈতিক এবং অনুসন্ধানী খবরাখবর পেতে চোখ রাখুন Sajid Abdullah এ।

😔
17/06/2025

😔

💥মো*/ সা/*দ হেডকোয়ার্টার 🥱
17/06/2025

💥মো*/ সা/*দ হেডকোয়ার্টার 🥱

"২২টি আরব ও ইসলামি দেশ একযোগে এক বিবৃতি দিয়ে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।"
17/06/2025

"২২টি আরব ও ইসলামি দেশ একযোগে এক বিবৃতি দিয়ে ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।"

"আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি ও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের কাছে ভাল মানের স্কাইট্র্যাকার ও অন্যান্য প্রতি...
17/06/2025

"আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি ও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের কাছে ভাল মানের স্কাইট্র্যাকার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, এবং সেগুলোর পরিমাণও কম ছিল না, কিন্তু সেগুলো আমেরিকান তৈরি, পরিকল্পিত ও নির্মিত “জিনিস”-এর সঙ্গে তুলনাই চলে না। ভালো কাজ কেউই আমেরিকার মতো করতে পারে না—ভালো পুরনো ইউএসএ!"

-ডোনাল্ড জে. ট্রাম্প

"আমরা ঠিক জানি তথাকথিত “সুপ্রিম লিডার”(আয়াতুল্লাহ খোমেনি-ইরান) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপ...
17/06/2025

"আমরা ঠিক জানি তথাকথিত “সুপ্রিম লিডার”(আয়াতুল্লাহ খোমেনি-ইরান) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদে আছেন - আমরা এখনই তাকে হত্যা করব না (মেরে ফেলব না!), অন্তত এই মুহূর্তে নয়। কিন্তু আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সেনাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!"

ডোনাল্ড জে. ট্রাম্প

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেনঢাকা, ১৭ জুন:...
17/06/2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

ঢাকা, ১৭ জুন: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার নতুন নিযুক্ত হাইকমিশনার সুসান রাইল তার সঙ্গে স্টেট গেস্ট হাউজ যমুনায় সাক্ষাৎ করেন।

“ভিসা আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে,” বলেন হাইকমিশনার, যিনি আরও জানান, বর্তমানে ৬৫,০০০-এর বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং এর পাশাপাশি প্রায় ১৪,০০০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।

সাক্ষাৎকালে তারা তত্ত্বাবধায়ক সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচন প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

“অব্যবস্থাপনার সময়ের পর আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি,” বলেন অধ্যাপক ইউনূস, যিনি তার সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের উপর – এগুলোই একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করা যায়। আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা করব।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও বক্তব্য রাখেন।

“বহু বছর পর, বিশেষ করে প্রথমবারের ভোটারদের সামনে একটি বাস্তব সুযোগ এসেছে স্বাধীনভাবে ভোট দেওয়ার। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর এবং আশাব্যঞ্জক মুহূর্ত হবে,” বলেন অধ্যাপক ইউনূস।

নির্বাচনী সহায়তা প্রসঙ্গে, হাইকমিশনার রাইল জানান, অস্ট্রেলিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং প্রক্রিয়াগত সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, “আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়েছে, এবং এটি গত পাঁচ বছরে বার্ষিক গড়ে ১৬.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের অবদান অস্ট্রেলিয়ায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস-এর আওতায় গঠিত ৩,০০০ জনের বেশি বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীর একটি শক্তিশালী নেটওয়ার্ক বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে।”

উত্তরে অধ্যাপক ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্কলারশিপ সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আশ্রিত ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

হাইকমিশনার রাইল বলেন, “সম্প্রতি অস্ট্রেলিয়া তার প্রধান অংশীদারদের মাধ্যমে অতিরিক্ত ৯.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে, এবং এর মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার মোট সহায়তা দাঁড়িয়েছে ৫৫৩.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।”

তিনি আরও বলেন, “মিয়ানমারে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, সম্মানজনক এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

বাংলাদেশে তার নতুন নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাইকমিশনার রাইল বলেন, “এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং গতিশীল রাজনৈতিক পরিবেশের প্রশংসা করে আসছি।”

সাক্ষাতে এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।

09/06/2025

যেভাবে পৃথিবী ইসলামের দিকে ধাবিত হবে!
উন্নত প্রযুক্তিই AI হবে তার অন্যতম দৃষ্টান্ত।

Address

College Gate, Tongi Gazipur
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꨄ𝓇.𝒯𝒶𝒿༺꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share