Meghna television

Meghna television Join us to receive updated news and bulletins and contact us to advertise your organization. সামাজিক চিন্তায় উদ্বুদ্ধ

18/02/2025

এই পেজে আপনি পাবেন ব্যক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন বিষয় শেখার উপায়। আপনার শেখার যাত্রাকে সহজ ও আনন্দময় করতে আমি প্রতিনিয়ত চেষ্টা করি। চলুন, একসঙ্গে নতুন কিছু শিখি এবং সামনে এগিয়ে যাই!

স্লোগান: শেখার মাঝেই সফলতার চাবিকাঠি!

18/02/2025

“প্রজনন মৌসুমে মা কাঁকড়া রক্ষা করা না গেলে, পুরো সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।”

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/02/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

18/02/2025

বিল গেটস, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, একবার এক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন: "আপনার চেয়েও কি কেউ ধনী আছে?"

বিল গেটস উত্তর দিলেন, "হ্যাঁ, একজন আছেন।"

অনেক বছর আগের কথা। আমি তখন চাকরি থেকে বরখাস্ত হয়ে নিউ ইয়র্ক সিটি বিমানবন্দরে গেলাম। সেখানে দাঁড়িয়ে পত্রিকার শিরোনাম পড়ছিলাম। মনে হল একটা পত্রিকা কিনব, কিন্তু আমার কাছে খুচরো পয়সা ছিল না।

তখন একজন কৃষ্ণাঙ্গ ছেলে আমাকে একটা পত্রিকা দিয়ে বলল, "বিনামূল্যে নিয়ে যান।" আমি বললাম, আমার কাছে কোনো টাকা নেই। সে বলল, "কিছু যায় আসে না, আমি আপনাকে এটা এমনিই দিচ্ছি।"

তিন মাস পর, আমি আবার সেখানে গেলাম। একই ঘটনা ঘটল। ছেলেটি আবার আমাকে বিনামূল্যে একটা পত্রিকা দিল। আমি নিতে অস্বীকার করলাম, কিন্তু সে বলল, “আমি এটা আজকের লাভের থেকে দিচ্ছি।”

উনিশ বছর কেটে গেল। আমি ধনী হয়ে গেলাম। আমি সেই ছেলেটাকে খুঁজে বের করতে চাইলাম। দেড় মাস খোঁজার পর আমি তাকে খুঁজে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, “তুমি কি আমাকে চিনতে পারো?”

সে বলল, “হ্যাঁ, আপনি বিখ্যাত বিল গেটস।”

আমি বললাম, "বহু বছর আগে তুমি আমাকে দুবার বিনামূল্যে পত্রিকা দিয়েছিলে। আজ আমি সেই উপকারের প্রতিদান দিতে চাই। তোমার যা প্রয়োজন, আমি দিতে প্রস্তুত।"

ছেলেটি বলল, "আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন না।"

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “কেন?”

সে উত্তর দিল, “আমি যখন গরিব ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম। কিন্তু এখন আপনি ধনী হয়ে আমাকে সাহায্য করতে চান। তাহলে আপনি কীভাবে সেই ঋণ পরিশোধ করবেন?”

তখন আমি বুঝতে পারলাম, ছেলেটি আমার চেয়েও ধনী।

বিল গেটস বললেন, "দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই। সাহায্য করার মানসিকতা সময়, মর্যাদা, ধনী বা দরিদ্রতা দেখে না।"

অন্যকে সাহায্য করার মধ্যেই আমাদের সুখ খুঁজে পাওয়া উচিত।

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
18/02/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণে-ই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিক ভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবন-কে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে-ই একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্ট-ও করে দিতে পারে।
একজন নারী চাইলে-ই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার নারী চাইলে-ই তাকে অ-সম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব-ও করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার নারী চাইলে সেই সংসারকে ধ্বংস করে-ও দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে-পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নারী নষ্ট করতে-ও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজ-কে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক আমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলে-ই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে! তোমাকে জানাই সেলুট।

02/04/2024

২৫ মার্চ কালরাতের যে গণহত্যার স্ক্রিপ্ট একে ছিলো পাকিস্তানি বাহিনী , সেই অপারেশন সার্চলাইটে সবার উপরে তোমাদের নাম ছিলো! তোমাদের ধর্মাবলম্বীদের সমর্থনে-ই দেশের স্বাধীনতার লড়াইয়ের শুরুটা হইছিল তোমাদের রক্তগঙায়, সেই রক্তে স্নাত বাঙালী পাল্টা লডাইয়ে নেমেছিলো সেইরাতে রিকয়েলেস রাইফেলে বিধ্বস্ত, মেশিনগানে ঝাঝরা শাখারীবাজার থেকে জগন্নাথ হল স্বাক্ষী এই দেশের প্রতিরোধ লড়াইয়ে প্রথম শহীদ তোমাদের নারী পুরুষ শিশুরা ! প্রথম আব্রু হারাইছে তোমাদের নারীরা! স্বাক্ষী রমনার সেই কালীবাড়ি, স্বাক্ষী গোটা দেশ! স্বাক্ষী আছে ইতিহাস! সেইসময় কি তুমি প্রাণভয়ে পালিয়েছিলা ??? একবার-ও-কি লড়ো নাই ??? সিলেটে মুক্তির নেতৃত্ব দেওয়া সিআর দত্ত-কে তোমরা চেনো না ??? ভুলে গেছো লড়তে লড়তে মরে যাওয়া জগতজ্যোতির কথা ??? ব্রাহ্মণবাড়ীয়ার আশুতোষের কথা ??? তোমরা হয়তো ভুলে-ই গেছো বরিশালের করুনার কথা ??? তখন সবাই শরণার্থী হয় নাই, অনেকে-ই রুখে দাড়ীয়েছে এই মাতৃভূমি জন্য এবং অদম্য শক্তি দিয়ে তারা লড়ছে ! দেশটা তোমার আমার মাতৃভূমি তাকি ভুলে গেছো ! পালানো কি এতটা-ই সহজ ??? কিন্তু প্রতিরোধ না করলে মাতৃভূমি-টা তোমার থাকলো না !! অপমানিত হবে এই দেশের মুক্তির জন্য জীবন দেওয়া ক্ষুদিরাম সূর্য্যসেন প্রীতিলতারা অপমান অবজ্ঞা কত লাঞ্ছনা গঞ্জনা সয়ে ছিলো তাই-তো তারা আমাদের মহান ইতিহাসের সুপ্ত মর্যাদায় আশীর্বাদ ! বাংলার মাটি যদি তোমার ভিটা হয়, সেই মাটিতে-ই চিতায় শোয়ার জন্য প্রস্তত হও ! লড়ে যাও নিজের অস্তিত্ব-ও তোমার স্বাধীনতার জন্য, তুমি না লড়লে ভয় পাবে না সাম্প্রদায়িক অপশক্তি ! একবার সাহস করে প্রতিরোধ গড়ে তোলো, দেখবা পাশে কতো মানুষ! সত্যিকারের মানুষ…
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রতিবাদ মানুষ হয়ে তুমি তা কিভাবে সজ্জ করো ??? একবার-ও-কি নিজেকে প্রশ্ন করে দেখেছো তুমি কতটা মেরুদন্ডহীন অন্যের চাপিয়ে দেয়া অসৎ উদ্দেশ্যে প্রণোদিত ???



আশির দশকের দিকে হবে বর্তমান বলিউডের বাদশাহ শাহরুখ খান কলকাতার রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।
02/04/2024

আশির দশকের দিকে হবে বর্তমান বলিউডের বাদশাহ শাহরুখ খান কলকাতার রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

27/11/2023

02/11/2023

#অভিমান

30/10/2023



খুব পছন্দের মানুষ ও
নানান কারণে মন থেকে উঠে যায় এমন ভাবে উঠে যায়
মানুষটা পছন্দের মানুষ ছিলো এটা ভাবতেও বিরক্ত লাগে
#ফহিন্নির পুতেরা যখন বেপারোয়া হয়ে সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিভোর হয় 🥲🥲🥲🥲

28/10/2023


Must Watch New Funny Video😅 Top New Comedy Video🤣 2023 Part 108 By Top Comedy

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meghna television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share