Unique Stories

Unique Stories Welcome to the facebook official pages Unique Stories.

অসুস্থতা বোধ করায় বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে, আল্লাহ মজলুম নেত্রীকে এ জাতির জন্যে নেক হায়াত দান করুন, আম...
23/07/2025

অসুস্থতা বোধ করায় বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে, আল্লাহ মজলুম নেত্রীকে এ জাতির জন্যে নেক হায়াত দান করুন, আমীন

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, 'ওরাও তো আমার সন্তান। ওদের একা র...
23/07/2025

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, 'ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি'

মনসুর হেলাল, নি-হ-ত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতিই প্রয়োজন।>>প্রথমে আমার মনে হয়েছিল আমিরে জামায়াত এই সময় হাসপাতাল না যাওয়াই উচিত ছিল...
21/07/2025

এটা যদি রাজনীতি হয় তবে সেই রাজনীতিই প্রয়োজন।>>প্রথমে আমার মনে হয়েছিল আমিরে জামায়াত এই সময় হাসপাতাল না যাওয়াই উচিত ছিলো।
কিন্তু বাস্তবে উনি অনেক ডাক্তার এবং টাকা নিয়ে ওখানে গেছেন যাতে ডাক্তার ও ঔষধের অভাবে চিকিৎসায় কমতি না হয়।
এরকম পরিস্থিতিতে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার প্রয়োজন পড়ে। আর এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতাল যদি রোগীর চিকিৎসা দেন, ঔষধ দেন তবে সেই বিল পরে কে পরিশোধ করবে, রোগীর পরিবারের কি সামর্থ্য আছে?
সেই জন্য টাকা ও উনার সাথে ছিলো।

জাযাকাল্লাহ প্রিয় রাহবার।,,

একজন বাবা তার আদরের দুই সন্তানকে খুঁজে না পেয়ে এভাবেই মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘট...
21/07/2025

একজন বাবা তার আদরের দুই সন্তানকে খুঁজে না পেয়ে এভাবেই মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরা মাইলস্টোন-এর বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনার রা প্লিজ এগিয়ে আসবেন। আল্লাহ সহায় হোন...
21/07/2025

উত্তরা মাইলস্টোন-এর বিমান দুর্ঘটনায় প্রচুর পরিমাণে ব্লাড ডোনার লাগতে পারে। ডোনার রা প্লিজ এগিয়ে আসবেন। আল্লাহ সহায় হোন।

💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না।

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল!চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা, জোয়ার টলমল।রব্বানা লাকাল হামদ্।সোহরাওয়ার্দী উদ্যানে আজ যেন ম...
19/07/2025

কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বল!
চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা, জোয়ার টলমল।
রব্বানা লাকাল হামদ্।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ যেন মানব সাগর বয়ে গেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের কিছু ঝলকমাত্র উপরের ছবিগুলিতে ফুটে উঠেছে। তবে প্রকৃত চিত্র আরও বিস্তৃত — শুধুমাত্র উদ্যানে নয়, টিএসসি, রমনা পার্ক, মগবাজার, কাকরাইল, ফার্মগেট, মোহাম্মদপুর, পল্টন এবং কারওয়ান বাজার এলাকার প্রতিটি রাস্তাজুড়ে ছিল মানুষের ঢল। রাস্তায় যতদূর চোখ যায়, শুধুই মানুষের মাথা। যেন ঢাকায় এক নতুন ইতিহাস রচিত হল।

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে। উনি মা...
19/07/2025

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে।

উনি মানলেন না, আবারও বক্তব্য শুরু করলেন। কিন্তু এবারও— জমিনে পড়ে গেলেন।

থামলেন কী? না। বসে বসে বক্তব্য দেওয়া শুরু করলেন। ডাক্তার, নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে, বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে। তিনি মানলেন না।

বক্তব্য দিলেন ঐ অবস্থায়ই, বসে। নিজেকে শিশু-তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন।

কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন। বললেন, কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলিনা।

সভাস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল। বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমীরে জামাতের।

আমীরে জামাত বললেন— আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।
©

চেনা যায়? কত বড় বক্তা, যারা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, সে জামাতের সমাবেশে একদিন আগে এসে রাতে মাঠেই শুয়ে ...
19/07/2025

চেনা যায়? কত বড় বক্তা, যারা ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে, সে জামাতের সমাবেশে একদিন আগে এসে রাতে মাঠেই শুয়ে পড়েছে।

এখানে বড়-ছোট, নেতা-কর্মী , সেলিব্রিটি-রিক্সাওয়ালা , উচ্চবিত্ত-নিম্নবিত্ত সবাই এক কাতারে।
কর্মীদের রাস্তায় রেখে নেতা ফাইভস্টার হোটেলে রাত্রিযাপন করবেন এখানে তা হবে না।

18/07/2025

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে ১ দিন আগেই খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মী জড়ো হচ্ছেন।

16/07/2025

গোপালগঞ্জে টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে -এই মুহূর্তে সেনাবাহিনী ব্যাটিং করতেছে,,ব্যাটিং শব্দ ওমা ওমা ওমা।।

নেতাকর্মীদের উদ্দেশ্য জরুরী বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম  ডা.শফিকুর রহমান। জরুরী বার্তায় তিনি বলেন-১: ...
15/07/2025

নেতাকর্মীদের উদ্দেশ্য জরুরী বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা.শফিকুর রহমান।

জরুরী বার্তায় তিনি বলেন-
১: বি এন পি' বা অন্য কোন দলের সাথে কোন সংঘাতে যাওয়া যাবে না।
২:অনলাইনে উস্কানিমূলক কোন কথা লেখা। বা কারো লেখায় কোন কমেন্টস করা যাবে না।
৩:প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখতে হবে।

৪:বিএনপি বা অন্য কোন দলের কর্মকান্ডের জন্য কোন প্রকার মিছিল মিটিং করা যাবে না।
৫: কোন ধরনের ভাঙচুর বা মানুষের
জান-মালের ক্ষতি হয়,এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না এবং আমাদের জনশক্তিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কোন ধরনের ফাঁদে পা দেয়া যাবে না।

না হক গালিগালাজ ও কুৎসার পরিবর্তে নিকৃষ্ট শব্দের ব্যবহার করা মুমিনের কাজ নয়।

তোমরা হয়তো যাইবা ভুলে       খুনি হাসিনার ইতিহাস;সে মায়ে রাখবো মনে      যে ছুইছে পোলার লাশ!
08/07/2025

তোমরা হয়তো যাইবা ভুলে
খুনি হাসিনার ইতিহাস;
সে মায়ে রাখবো মনে
যে ছুইছে পোলার লাশ!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Unique Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Stories:

Share