Salma

Salma Assalamu alaikum.. welcome in our page

🌺🌺 আমার বাবাইটা ❤️❤️
27/11/2024

🌺🌺 আমার বাবাইটা ❤️❤️

27/11/2024

আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী ( সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন : কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতা-মাতাকে লা’নত করা। জিজ্ঞেস করা হলো : হে আল্লাহ্‌র রসূল ! আপন পিতা-মাতাকে কোন লোক কীভাবে লা’নত করতে পারে ? তিনি বললেনঃসে অন্যের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়।[ মুসলিম ১/৩৮, হাঃ ৯০, আহমাদ ৬৫৪০ ] আধুনিক প্রকাশনী- ৫৫৪০, ইসলামিক ফাউন্ডেশন - ৫৪৩৫)


সহিহ বুখারী, হাদিস নং ৫৯৭৩

25/08/2024

বন্যাবাশীদের পাশে না দাঁড়িয়ে এই সংকটে যারাই আন্দোলন করবে তারা দেশ ও দশের শত্রু।

25/08/2024

বৃষ্টি দেখলে আগে ভাল্লাগতো,
আর এখন বৃষ্টি দেখলে ভয়ে গলা শুকিয়ে আসে,
যদি আবার বন্যার পানি বেড়ে যায়😥

24/08/2024

দেখুন বন্যার্ত মানুষের কষ্ট,
যে যেভাবে পারেন সাহায্য করেন আর যদি সেটা না করতে পারেন,
অন্তত দোয়া করেন

17/07/2024

We want Justice








#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪


15/06/2024
07/06/2024

কোন জায়গাটা থামতে হবে, কোন জায়গাটা কন্টিনিউ করতে হবে, আর কোন জায়গা থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিতে হবে .......
বুঝে ওঠার আগেই জীবনের অনেক মূল্যবান সময় শেষ হয়ে যায় 🖤

05/06/2024

ভাই-বোনরা যখন বড় হয়ে যায় তখন যার যার ঘর সংসার হয়ে যায়,
আর তখনই একে অন্যের জন্য মেহমান হয়ে যায়।
আর আমরা ভুলে যাই একসাথে বেড়ে উঠা শৈশব টাকে।
এই সম্পর্ক গুলোকে যত্ন নিয়ে সময় দিলে, হাজারো মাইল দূরে থেকেও মনে হবে একসাথে।

16/11/2023

খুব বেশি সৎ থাকলে, অল্প মানুষ সততার মূল্যায়ন করলেও বেশির ভাগ লোকের কাছে অপছন্দের মানুষ হয়ে থাকতে হয়।
শুধু খাঁটি সোনা দিয়ে অলংকার হয় না। তাতে খাঁদ মিশিয়ে সুন্দর অলংকার গড়তে হয়। তেমনি , জীবনও সততার আবরণে ঢাকা থাকলে , জীবনে দুঃখ- কষ্ট এবং অনাকাঙিক্ষত ঘটনা জীবনে লেগেই থাকে। কি ঘরে? কি বাইরে!! সংসার এবং পেশাগত জীবনে যে যত মিথ্যে মিশিয়ে কৌশলে চলতে পারবে , সে তত বেশি সুখী এবং সফল হবে। তাই বোধ করি মিথ্যের ছোঁয়া ছাড়া জীবন সুখের এবং সুন্দর হয় না।
একটা মিথ্যা ঢাকতে হলে, এগারোটা মিথ্যা বলতে হয়। এতো মিথ্যা বলার সামর্থ্য আমার নেই😢 । তাই সহজ উপায় আমার কাছে সত্যি বলাটা। কিন্তু ...আমাকে আবারও, আমাকেই বলতে হয়..." সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় তোর পক্ষে না।"

তানিয়া সুলতানা....

Address

Dhaka

Telephone

+8801731988800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salma:

Share