খেলাঘর খেলার খবর

খেলাঘর খেলার খবর নিয়মিত দেশ-বিদেশের সকল খেলার সংবাদ পড়ুন এখানে । ক্রিকেট, ফুটবল সহ যে কোন খেলা ।

অবশেষে বিদেশি স্পনসরের স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতকাল আনুষ্ঠানিকভাবে তিন বছরের জন্য আইএমজিকে ম...
02/09/2025

অবশেষে বিদেশি স্পনসরের স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতকাল আনুষ্ঠানিকভাবে তিন বছরের জন্য আইএমজিকে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

এখন থেকে ব্রডকাস্ট রাইটস বিক্রি, স্পনসরশিপ রাইটস, প্রোডাকশন হাউজ নির্বাচন, কমেন্ট্রি প্যানেল চূড়ান্তকরণসহ প্রায় সব ধরনের মার্কেটিং কার্যক্রমের দায়িত্বে থাকবে আইএমজি। এমনকি দল চূড়ান্ত করার ক্ষেত্রেও বিসিবি আইএমজির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

আগস্টের প্রথম মিটিংয়েই মৌখিক অনুমোদন পেয়েছিল কোম্পানিটি, তবে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হলো গতকাল। ইতোমধ্যেই ম্যানেজমেন্ট কোম্পানিটি নানা কাজ গুছিয়ে নিতে শুরু করেছে।

আইএমজির হাত ধরে বড় বড় আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলগুলো আবারও বিপিএলের সম্প্রচার রাইটস কিনতে আগ্রহী হবে। পাশাপাশি আইএমজির সঙ্গে ভালো সম্পর্ক থাকা নামী স্পনসররাও, যারা আগে চাইলেও বিপিএলে আসতে পারেনি, এবার যুক্ত হওয়ার সুযোগ পাবে।

২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে উঠছে ছক্কার বন্যা। সেই তালিকার শীর্ষে আছেন টাইগার ও...
02/09/2025

২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাট থেকে উঠছে ছক্কার বন্যা। সেই তালিকার শীর্ষে আছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। টেস্ট ফরম্যাট না খেললেও শুধু টি-২০ আর ওয়ানডে খেলেই আছেন সবার উপরে। তানজিদ তামিমের মতো কেবল দুই ফরম্যাটে খেলেই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন।

✅ ২০২৫ সালে সবচেয়ে বেশি ছক্কার তালিকা (টি-২০ + ওয়ানডে + টেস্ট মিলিয়ে):

1️⃣ তানজিদ হাসান – ২৬ ছক্কা (১৮ ইনিংসে)
2️⃣ পারভেজ ইমন – ২৫ ছক্কা (১৫ ইনিংসে)
3️⃣ জাকের আলি – ২২ ছক্কা (২০ ইনিংসে)
4️⃣ লিটন দাস – ১৭ ছক্কা (১৯ ইনিংসে)
5️⃣ তাওহীদ হৃদয় – ১১ ছক্কা (১৬ ইনিংসে)
6️⃣ তানজিম সাকিব - ৯ ছক্কা

২০২৫ টি-টোয়েন্টিতে আলো ছড়াচ্ছেন তানজিদ হাসান তামিম🔹 ম্যাচ: ১৩ | ইনিংস: ১৩ | অপরাজিত: ২🔹 মোট রান: ৩৯৩🔹 ব্যাটিং গড়: ৩৫.৭২ ...
02/09/2025

২০২৫ টি-টোয়েন্টিতে আলো ছড়াচ্ছেন তানজিদ হাসান তামিম

🔹 ম্যাচ: ১৩ | ইনিংস: ১৩ | অপরাজিত: ২
🔹 মোট রান: ৩৯৩
🔹 ব্যাটিং গড়: ৩৫.৭২ | স্ট্রাইক রেট: ১৪৫.৫৫
🔹 ফিফটি: ৩ | সর্বোচ্চ: ৭৩*
🔹 বাউন্ডারি: ৩২ চার, ২৩ ছক্কা

🌟 একদিকে ধারাবাহিকতা, অন্যদিকে ঝড়ো ব্যাটিং— দুটোই একসাথে উপহার দিচ্ছেন তামিম! 🏏✨

অস্ট্রেলিয়ার গতিময় পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 🏏🙌📌 ৬৫ ম্যাচে ৭৯ উইকেট 🎯📌 ইকোনমি রেট ...
02/09/2025

অস্ট্রেলিয়ার গতিময় পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 🏏🙌

📌 ৬৫ ম্যাচে ৭৯ উইকেট 🎯
📌 ইকোনমি রেট মাত্র ৭.৭৪ 💥

👉 সামনে থেকে টেস্ট ও ওয়ানডেতে বেশি মনোযোগ দেবেন এই কিংবদন্তি গতি তারকা 🦘✨

টি-২০ ক্রিকেটে শেষ হয়ে গেল এক অসাধারণ অধ্যায়! 💛

আমি যে ধরনের ব্যাটার, আমার জন্য হার্ড হিটিং করা একটু কঠিন। আমি চেষ্টা করছি। - তানজিদ হাসান তামিম
01/09/2025

আমি যে ধরনের ব্যাটার, আমার জন্য হার্ড হিটিং করা একটু কঠিন। আমি চেষ্টা করছি। - তানজিদ হাসান তামিম

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টানা তিন সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা।শ্রীলঙ্কার ...
01/09/2025

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টানা তিন সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা।

শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয় দিয়ে শুরু হয়েছিলো এই যাত্রা। এরপর ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়ে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ।

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হলো তৃতীয় সিরিজ জয়। প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ছিল একই আধিপত্য—৪১ বল হাতে রেখে ৯ উইকেটে নেদারল্যান্ডসকে হারায় লিটন বাহিনী।

লিটন দাসের নেতৃত্বে টানা তিন সিরিজ জয় বাংলাদেশের টি-২০ ক্রিকেটে আত্মবিশ্বাস ও সাফল্যের নতুন অধ্যায় রচনা করলো।

দ্বিতীয় টি২০ তে দুর্দান্ত বোলিং করে জিতে নিলেন ম্যান অব দ্যা ম্যাচের খেতাব ও ১ লাখ ২১ হাজার টাকার পুরস্কার 🏆💰🎯 বোলিং পরি...
01/09/2025

দ্বিতীয় টি২০ তে দুর্দান্ত বোলিং করে জিতে নিলেন ম্যান অব দ্যা ম্যাচের খেতাব ও ১ লাখ ২১ হাজার টাকার পুরস্কার 🏆💰

🎯 বোলিং পরিসংখ্যান:
▪️ ৪ ওভার
▪️ মাত্র ২১ রান
▪️ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট 😍
▪️ ইকোনমি রেট: ৫.২৫ 👏

বিপিএলের আয়োজক স্বত্ব চূড়ান্ত হবে সিলেটের সভায়। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি’র সঙ্গেই চুক্তির বিষয়ে এগোচ্...
01/09/2025

বিপিএলের আয়োজক স্বত্ব চূড়ান্ত হবে সিলেটের সভায়। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি’র সঙ্গেই চুক্তির বিষয়ে এগোচ্ছে বিসিবি।

বিপিএল আপডেট 🚨বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো একক মালিকানায় দল নিতে এগিয়ে আসছে ওয়াল্টন 🏏✨📰 জানা গেছে, ইত...
01/09/2025

বিপিএল আপডেট 🚨

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো একক মালিকানায় দল নিতে এগিয়ে আসছে ওয়াল্টন 🏏✨

📰 জানা গেছে, ইতোমধ্যে দেশের শীর্ষ এই ইলেকট্রনিক্স ব্র্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা আইএমজির সঙ্গে আলোচনা করছে।

🤔 ধারণা করা হচ্ছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান আইএমজির সহযোগিতায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই বিপিএলে নামতে যাচ্ছে ওয়াল্টন।

🔥 এবার হয়তো একক মালিকানায় নতুন ইতিহাস গড়তে চলেছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন! 🇧🇩💼

মাত্র ৯ বলে ১৫ রান করলেও সেই শুরুর আক্রমণেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক লিটনের চোখে তিনিই ছিলেন আসল...
31/08/2025

মাত্র ৯ বলে ১৫ রান করলেও সেই শুরুর আক্রমণেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পারভেজ হোসেন ইমন। অধিনায়ক লিটনের চোখে তিনিই ছিলেন আসল নায়ক। অন্যদিকে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। বল হাতে তাঁর পাশে ছিলেন মোস্তাফিজ, সাইফ ও রিশাদও। সবার এমন সমন্বিত পারফরম্যান্সেই এসেছে দারুণ এক জয়।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই নজর কাড়লেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ব্যাট-বল হাতে দেখালেন দুর্...
30/08/2025

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই নজর কাড়লেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ব্যাট-বল হাতে দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স।

ব্যাট হাতে ১৯ বলে ৩ ছক্কার সাহায্যে খেলেন অপরাজিত ৩৬ রানের ইনিংস। এরপর বল হাতে নেমেও ছিলেন সমান কার্যকর। নিজের করা ২ ওভারে দেন মাত্র ১৮ রান, সাথে তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

একই ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন সাইফ হাসান।

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং উন্নয়নের লক্ষ্যে বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার প্রভাব যেন ইতিমধ্যেই চোখ...
30/08/2025

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং উন্নয়নের লক্ষ্যে বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার প্রভাব যেন ইতিমধ্যেই চোখে পড়তে শুরু করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ওপেনার লিটন দাস ও সাইফ হাসান খেলেছেন প্রায় ১৯০ স্ট্রাইক রেটে। লিটন দাস ২৯ বলে করেছেন ঝলমলে ৫৪ রান, আর সাইফ হাসান খেলেছেন মাত্র ১৯ বলে ঝড়ো ৩৬ রানের ইনিংস।

👉 এখন প্রশ্ন উঠছে—জুলিয়ান উড কি সত্যিই বদলে দিচ্ছেন বাংলাদেশের পাওয়ার হিটিং?

Address

Mirpur
Dhaka
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেলাঘর খেলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share