খেলাঘর খেলার খবর

খেলাঘর খেলার খবর দেশ-বিদেশের সকল খেলার সংবাদ নিয়মিত পড়ুন এখানে ।

মোহাম্মাদ সিরাজ উইকেট নেয়ার পর ডিয়াগো জোটাকে শ্রদ্ধা জানালেন। জানিয়ে দিলেন, তুমি আমাদের হৃদয়ে থাকবে সারাজীবন।
12/07/2025

মোহাম্মাদ সিরাজ উইকেট নেয়ার পর ডিয়াগো জোটাকে শ্রদ্ধা জানালেন। জানিয়ে দিলেন, তুমি আমাদের হৃদয়ে থাকবে সারাজীবন।

নেদারল্যান্ডস—ইউরোপের ফুটবলপ্রধান এই দুটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে।শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলে...
12/07/2025

নেদারল্যান্ডস—ইউরোপের ফুটবলপ্রধান এই দুটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ালিফাই করেছে তারা। এ নিয়ে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়া দলের সংখ্যা দাঁড়াল ১৫টি।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। আয়োজক দেশ হিসেবে আগেই জায়গা করে নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া ২০২৪ বিশ্বকাপের পারফরম্যান্স ও আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১১টি দল পেয়েছে সরাসরি সুযোগ।

এদিকে অঞ্চলভিত্তিক বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে কানাডা। ইউরোপ থেকে যুক্ত হলো ইতালি ও নেদারল্যান্ডস। আফ্রিকা, এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও ৫টি দল মূলপর্বে উঠবে বাছাইয়ের মাধ্যমে।

✅ এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হওয়া ১৫টি দল:
🇮🇳 ভারত | 🇱🇰 শ্রীলঙ্কা | 🇧🇩 বাংলাদেশ | 🇦🇫 আফগানিস্তান | 🇦🇺 অস্ট্রেলিয়া
🇬🇧 ইংল্যান্ড | 🇿🇦 দক্ষিণ আফ্রিকা | 🇺🇸 যুক্তরাষ্ট্র | 🇵🇰 পাকিস্তান | 🇳🇿 নিউজিল্যান্ড

🇮🇪 আয়ারল্যান্ড | 🇨🇦 কানাডা | 🇮🇹 ইতালি | 🇳🇱 নেদারল্যান্ডস | 🇯🇲 ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের বাকি ৫টি দল নির্ধারিত হবে অঞ্চলভিত্তিক বাছাইয়ের মাধ্যমে, যা শিগগিরই শুরু হবে।

ঢাকার চকবাজারে সাম্প্রতিক নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।ব্য...
12/07/2025

ঢাকার চকবাজারে সাম্প্রতিক নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন—
"মানুষ মানুষকে এভাবে মারতে পারে!!! বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত!!! কতটা হিংস্র মানুষ হতে পারে…….."

চকবাজার ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় মুখ খুললেন জাতীয় দলের ক্রিকেটার আকবর আলি। নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি লিখেছেন, ...
12/07/2025

চকবাজার ঘটনার প্রতিবাদে সোশাল মিডিয়ায় মুখ খুললেন জাতীয় দলের ক্রিকেটার আকবর আলি। নিজের ভেরিফায়েড প্রোফাইলে তিনি লিখেছেন, বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত। এই ঘটনার বিচারেও যদি দেরি হয় তাহলে দেশের আইন, শাসন ও বিচার বিভাগের উপর আস্থা রাখতে পারব না।

তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়ে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে পরিকল্পনায় নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সাম্প্রতিক ছন্দহীনতা আর অধিন...
12/07/2025

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে পরিকল্পনায় নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সাম্প্রতিক ছন্দহীনতা আর অধিনায়কদের অফফর্মের মধ্যে অভিজ্ঞতায় ভরসা রাখতেই আবারও সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর আলোচনায় বসেছে বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, দেশে অনুষ্ঠিত সিরিজগুলোতে না খেললেও আগামী বছরের বিশ্বকাপের আগে সব এ্যাওয়ে সিরিজে সাকিবকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। টি-টোয়েন্টি হোক, ওয়ানডে হোক বা টেস্ট— কোনো ফরম্যাটেই বাংলাদেশ দল ভালো অবস্থায় নেই। এমন প্রেক্ষাপটে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগাতে চায় বিসিবি।

আপনার কি মনে হয়-সাকিবকে ফেরানো উচিত নাকি তরুণদের উপরই আস্থা রাখা উচিত হবে.?

গ্লোবাল সুপারলীগের শুরুতেই নজর কাড়লেন দুই বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন সাকিব আল...
11/07/2025

গ্লোবাল সুপারলীগের শুরুতেই নজর কাড়লেন দুই বাংলাদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান ও খালেদ আহমেদ।

রাতের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। সকালে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও বোলিংয়ে সমান সাফল্য পান—৪ উইকেট তুলে নেন তিনি।

উভয়ের বোলিংয়ে সমান ৪ উইকেট শিকারের পাশাপাশি সাকিবের ব্যাটিং দৃপ্তিতে দল পেয়েছে জয়ের স্বাদ। এমন উজ্জ্বল শুরুতে গর্বিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

গ্লোবাল সুপার লিগে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ম্যাচ নিজের করে নিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে মাত্র ৩৭ বলে ৭ চার ও ১ ছক্...
11/07/2025

গ্লোবাল সুপার লিগে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে ম্যাচ নিজের করে নিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে মাত্র ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫৮ রানে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। স্ট্রাইকরেট ছিল ১৫৬-এর বেশি।

এরপর বল হাতে আরও ভয়ঙ্কর রূপে হাজির সাকিব। মাত্র ১৩ রান খরচায় ৪ ওভারে তুলে নেন ৪টি উইকেট, যার মধ্যে ছিল ১ মেডেন ও ১৪টি ডট বল। তার শিকার উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন ও উইলিয়াম ক্লার্ক। সাকিবের জোড়া ধাক্কায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস থেমে যায় ১৪৪ রানে।

ম্যাচ শেষে গুলবাদিন নাইব বলেন, ‘অবশ্যই সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার সুতরাং সে জানে সবকিছুই। যেভাবে সে পুরো ইনিংসটা শেষ পর্যন্ত ক্যারি করেছে, তাতে পুরো কৃতিত্বই তার। আমরা সাকিবের মতো প্লেয়ারকে দলে পেয়ে ভাগ্যবান।’

গ্লোবাল সুপার লিগে নাটকীয় এক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তবে ম্যাচের আসল গল্পটা ল...
11/07/2025

গ্লোবাল সুপার লিগে নাটকীয় এক ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। তবে ম্যাচের আসল গল্পটা লিখেছেন রংপুরের ডানহাতি পেসার খালেদ আহমেদ। চাপের মুখে অসাধারণ এক স্পেল উপহার দিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর। সৌম্য সরকার করেন ৩৫ রান, কাইল মায়ার্স অপরাজিত থাকেন ৪৪ রানে। ইনিংসের শেষভাগে ঝড় তোলেন ইফতিখার আহমেদ—মাত্র ২১ বলে ৩৪ রান করেন ২টি ছক্কা ও ২টি চারে।

জবাবে গায়ানার ব্যাটিং শুরুটা ছিল ধীর, তবে গতি পায় জনসন চার্লস (৪০) ও মঈন আলীর (২৭) ব্যাটে। এ সময় মনে হচ্ছিল গায়ানাই সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু তখনই আক্রমণে আসেন খালেদ আহমেদ।

প্রথমে শেরফান রাদারফোর্ডকে কট বিহাইন্ড করেন তিনি। এরপর ১৬.৫ ওভারে শিমরন হেটমায়ারকে ইয়াসির আলির ক্যাচে পরিণত করে ফেরান খালেদ। গায়ানার ব্যাটিং লাইনআপে তখন দেখা দেয় ভাঙন

ইনিংসের ১৯তম ওভারে খালেদ ফিরিয়ে দেন ডোয়াইন প্রিটোরিয়াস ও শামার স্প্রিঙ্গারকে টানা দুই বলে। তার বিধ্বংসী স্পেলের পরই গায়ানার ইনিংস ভেঙে পড়ে।

শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৯ রান, কিন্তু পরের ওভারের প্রথম বলেই ওমরজাই বোল্ড করে দেন ডেভিড ভিসেকে। ফলে ১৯.১ ওভারেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস, ম্যাচ জিতে নেয় রংপুর।

রংপুরের হয়ে শামসি ও ওমরজাই নেন ২টি করে উইকেট, তবে ম্যাচসেরা পারফরম্যান্স আসে খালেদ আহমেদের হাত থেকেই। ৪ ওভারে ৩৬ রানে তুলে নেন ৪ উইকেট। তার এই স্পেলই গায়ানার জয়-স্বপ্নে জল ঢেলে দেয়।

🏏 সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ১৬২/৫ (২০ ওভারে)
মায়ার্স ৪৪*, সৌম্য ৩৫, ইফতিখার ৩৪*
মোতি ২/২২

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৫৪ (১৯.১ ওভারে)
চার্লস ৪০, মঈন ২৭
খালেদ আহমেদ ৪/৩৬, শামসি ২/২২

ফল: রংপুর রাইডার্স ৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ

গ্লোবাল সুপার লিগে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান।ব্যাট হাতে ৭টি চার ও ১টি ছক্কার মারে মাত্র ৩...
10/07/2025

গ্লোবাল সুপার লিগে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান।

ব্যাট হাতে ৭টি চার ও ১টি ছক্কার মারে মাত্র ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করার পর শেষ পর্যন্ত ১৫৬.৭৬ স্ট্রাইকরেটে মাঠ ছাড়েন অপরাজিত অবস্থায়।

এরপর বল হাতেও ছড়ালেন জাদু—৪ ওভারের স্পেলে ১টি মেইডেন সহ মাত্র ১৩ রানে তুলে নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট।

ব্যাটে-বলে দুর্দান্ত এই অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন সাকিব আল হাসান ।

সুপারম্যানকেও হার মানানো শামীম হোসেন পাটওয়ারীর সেই ক্যাচ !ম্যাচের ১৭.২তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কুশাল মেন্ডিসের...
10/07/2025

সুপারম্যানকেও হার মানানো শামীম হোসেন পাটওয়ারীর সেই ক্যাচ !
ম্যাচের ১৭.২তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কুশাল মেন্ডিসের দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দি করেন শামীম। বল শূন্যে উঠতেই শরীর ছুড়ে দিয়ে একেবারে সুপারম্যান স্টাইলে ক্যাচ লুফে নেন তিনি। সেই মুহূর্তে পুরো মাঠে ছড়িয়ে পড়ে চমক ও বিস্ময়।

আউট হওয়ার আগে কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস।

বাংলাদেশের আজকের টি২০ স্কোয়াড । টসে হেরে ব্যাটিং বাংলাদেশ ❤️
10/07/2025

বাংলাদেশের আজকের টি২০ স্কোয়াড । টসে হেরে ব্যাটিং বাংলাদেশ ❤️

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইয়ান মুল্ডার। ৪০০ রানের...
10/07/2025

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইয়ান মুল্ডার। ৪০০ রানের মাইলফলকের কাছে পৌঁছেও ব্রায়ান লারার রেকর্ডকে সম্মান জানিয়ে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন তিনি। তবে তার এমন সিদ্ধান্তে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশ্বব্যাপী অনেক ক্রিকেট বিশ্লেষক ও ভক্তরা এই সিদ্ধান্তকে 'অপচয়' হিসেবে দেখছেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলও বিষয়টি মেনে নিতে পারছেন না। 'ইউনিভার্স বস' খ্যাত গেইল জানান, এমন সুযোগ পেলে তিনি কখনোই হাতছাড়া করতেন না।

টকস্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, "৪০০ রান হলো টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন। সেটা জিম্বাবুয়ে হোক বা অস্ট্রেলিয়া—রেকর্ড মানেই ইতিহাস। মুল্ডার সুযোগ পেয়েও সেটিকে সম্মান জানায়নি। তরুণ খেলোয়াড় হিসেবে এটি তার বড় ভুল। এমন সুযোগ জীবনে একবারই আসে।"

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে দুই ইনিংসে যথাক্রমে ১৭০ ও ২২০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইনিংস ও ২৩৬ রানে জয় পায় প্রোটিয়ারা। ওই ম্যাচেই অধিনায়কত্ব করা মুল্ডার ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত থাকেন।

তবে নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মুল্ডারও। তিনি জানান, “ব্রায়ান লারা এই রেকর্ড করেছেন ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। তার মতো কিংবদন্তির হাতে রেকর্ডটি থাকাটাই যুক্তিযুক্ত। আমি সেটিকে সম্মান জানাতে চেয়েছি।”

তবে গেইলের মতে, প্রতিপক্ষ কে সেটা মুখ্য নয়—রেকর্ডের গুরুত্বই মুখ্য। তাঁর ভাষ্য, "কিংবদন্তি হতে চাইলে রেকর্ডের জন্য লড়তেই হয়।"

মুল্ডারের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনার জন্ম দিয়েছে—যেখানে খেলোয়াড়ি শ্রদ্ধা আর ব্যক্তিগত কীর্তির মধ্যকার ভারসাম্য নিয়ে চলছে আলোচনা।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when খেলাঘর খেলার খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share