02/09/2025
অবশেষে বিদেশি স্পনসরের স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গতকাল আনুষ্ঠানিকভাবে তিন বছরের জন্য আইএমজিকে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
এখন থেকে ব্রডকাস্ট রাইটস বিক্রি, স্পনসরশিপ রাইটস, প্রোডাকশন হাউজ নির্বাচন, কমেন্ট্রি প্যানেল চূড়ান্তকরণসহ প্রায় সব ধরনের মার্কেটিং কার্যক্রমের দায়িত্বে থাকবে আইএমজি। এমনকি দল চূড়ান্ত করার ক্ষেত্রেও বিসিবি আইএমজির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
আগস্টের প্রথম মিটিংয়েই মৌখিক অনুমোদন পেয়েছিল কোম্পানিটি, তবে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হলো গতকাল। ইতোমধ্যেই ম্যানেজমেন্ট কোম্পানিটি নানা কাজ গুছিয়ে নিতে শুরু করেছে।
আইএমজির হাত ধরে বড় বড় আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলগুলো আবারও বিপিএলের সম্প্রচার রাইটস কিনতে আগ্রহী হবে। পাশাপাশি আইএমজির সঙ্গে ভালো সম্পর্ক থাকা নামী স্পনসররাও, যারা আগে চাইলেও বিপিএলে আসতে পারেনি, এবার যুক্ত হওয়ার সুযোগ পাবে।