06/06/2022
১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট, আরও আছেন যারা-
টেস্টে ১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট। ০৫ জুন ২০২২ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া রুট। এটি তাঁর ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই টেস্টে ১৪তম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন এই ইংশিল তারকা। তবে সময়ের হিসেবে দ্রুততম এই ক্লাবে নাম লেখালেন রুট। ২০১২ সালের ১৩ ডিসেম্বর রুটের অভিষেক হয়। সেই থেকে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট শুরুর দিন পর্যন্ত রুটের লেগেছে ৯ বছর ১৭১ দিন। এতে দ্রুততম সময়ে ১০ হাজার রানের ক্ষেত্রে রুট ভাঙলেন ইংলিশদের সাবেক অধিনায় অ্যালিস্টার কুকের রেকর্ড। তাঁর লেগেছিল ১০ বছর ৮৭ দিন। ১০ হাজার রানের ক্লাবে নাম লেখানোর সময় রুটের বয়স ছিল ৩১ বছর ১৫৭ দিন। কুক এই ক্লাবে নাম লিখিয়েছিলেন ২০১৬ সালে। তখন তাঁরও বয়স ছিল রুটের সমান- ৩১ বছর ১৫৭ দিন। তাই ১০ হাজার রানের কীর্তিতে দুজনই এখন যৌথভাবে সর্বকনিষ্ঠ। যদিও ইনিংস হিসেবে এ রেকর্ডে বেশ পিছিয়ে রুট। সে ক্ষেত্রে তিনজনের লেগেছিল ১৯৫ ইনিংস- ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। তবে লারার লেগেছিল ১১১ ম্যাচ। রুটের লাগল ১১৮ ম্যাচ ও ২১৮ ইনিংস। ১০ হাজার রানের ক্লাবে প্রথম নাম লিখিয়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার। ১৯৮৭ সালে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন ভারতীয় এ কিংবদন্তি।
টেস্টে ১০ হাজার রানের ক্লাব:
শচীন টেন্ডুলকার (ভারত) ২০০ ম্যাচে ১৫৯২১ রান, সময় লেগেছে ১৫ বছর ১২১ দিন।
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৬৮ ম্যাচে ১৩৩৭৮ রান, সময় ১২ বছর ১৭৪ দিন।
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা/আইসিসি) ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান, সময় ১৩ বছর ৭৪ দিন।
রাহুল দ্রাবিড় (ভারত/আইসিসি) ১৬৪ ম্যাচে ১৩২৮৮ রান, সময় ১১ বছর ২৮০ দিন।
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ১৬১ ম্যাচে ১২৪৭২ রান, সময় ১০ বছর ৮৭ দিন।
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ১৩৪ ম্যাচে ১২৪০০ রান, সময় ১২ বছর ১৫৯ দিন।
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ/আইসিসি) ১৩১ ম্যাচে ১১৯৫৩ রান, সময় ১৩ বছর ২৫০ দিন।
শিবনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) ১৬৪ ম্যাচে ১১৮৬৭ রান, সময় ১৮ বছর ৩৭ দিন।
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১৪৯ ম্যাচে ১১৮১৪ রান, সময় ১৪ বছর ১৪৬ দিন।
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৬ ম্যাচে ১১১৭৪ রান, সময় ১৪ বছর ৪ দিন।
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৬৮ ম্যাচে ১০৯২৭ রান, সময় ১৭ বছর ৭ দিন।
সুনীল গাভাস্কার (ভারত) ১২৫ ম্যাচে ১০১২২ রান, সময় ১৫ বছর ৩৬৩ দিন।
ইউনিস খান (পাকিস্তান) ১১৮ ম্যাচে ১০০৯৯ রান, সময় ১৭ বছর ৫৪ দিন।
জো রুট (ইংল্যান্ড) ১১৮ ম্যাচে ১০০০০ রান, সময় ৯ বছর ১৭১ দিন।