MSInet

MSInet Special information

13/08/2022

‘জারুল ফুল’

সালমান রুশদির লেখা উপন্যাস ‘স্যাটানিক ভার্সেসে’ ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিম বিশ্বের অনেকেই।
12/08/2022

সালমান রুশদির লেখা উপন্যাস ‘স্যাটানিক ভার্সেসে’ ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিম বিশ্বের অনেকেই।

বাংলাদেশ ৪-১ মালদ্বীপছবি: বাফুফেমিরাজুলের আগ্রাসন দেখে শুরু থেকেই মনে হচ্ছিল মালদ্বীপের রক্ষণ গুটিয়ে দিবে, এবং সেটাই করে...
29/07/2022

বাংলাদেশ ৪-১ মালদ্বীপ
ছবি: বাফুফে

মিরাজুলের আগ্রাসন দেখে শুরু থেকেই মনে হচ্ছিল মালদ্বীপের রক্ষণ গুটিয়ে দিবে, এবং সেটাই করেছেন তিনি। প্রথমার্ধে তাকে-তো আটকানোই যায়নি। যখন যা দরকার পরিস্থিতি বুঝে তা মিটিয়েছেন শতভাগ। যার সুবাদে মালদ্বীপের রক্ষণ গুটিয়ে দিয়ে প্রথমার্ধেই করলেন হ্যাটট্রিক। ১৮, ২১ ও ৪২তম মিনিটে গোল ৩টি করে বাংলাদেশকে বড় জয় এনে দিলেন প্রথম ম্যাচের নায়ক মিরাজুল ইসলাম। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে টাইগার যুবারা। মাঝে ৩২তম মিনিটে বাকি গোলটি করেছেন রফিকুল ইসলাম। এই বড় জয়ের সুবাদে টুর্নামেন্টে সুবিধাজনক অবস্থায় এখন বাংলাদেশ। প্রথম ম্যাচে বদলি নামা এই মিরাজুল ইসলামের একমাত্র গোলেই শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচের নায়ক ছিলেন পিয়াস আহমেদ। তার জোড়া গোলে স্বাগতিক ভারতকে ২-১-এ হারিয়েছিল বাংলাদেশ।
৫ দেশের রাউন্ড রবিন লিগ পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৫ দলের সবাই সবার বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ এক দল ৪টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে যে দল দুটি সর্বোচ্চ পয়েন্ট পাবে তারাই ফাইনাল খেলবে। সে হিসেবে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। অনেকটা বলার কারণ, বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে, ২ আগস্ট। সেদিন যদি নেপালের বিপক্ষে হারে, সেক্ষেত্রে ৯ পয়েন্ট হতে পারে ভারত-নেপালেরও। তিন দলের সমান ৯ পয়েন্ট হলে মোট গোলের গড় নির্ণায়ক হতে পারে। ফলে যাদের গোলের সংখ্যা বেশি থাকবে তারাই ফাইনাল লেখবে। আর সে জন্য নেপালের বিপক্ষে শেষ ম্যাচটিতেও টাইগারদের জয়ের দিকেই চোখ রাখা দরকার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও ফাইনাল খেলতে পারে বাংলাদেশ।

মালয়েশিয়াকে ৬-০ গোলে বিদ্ধস্ত করলো বাংলাদেশের মেয়েরাফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৫তম স্থান মালয়েশিয়ান মেয়েদের। আর বাংলাদেশ ১৪৬তম ...
23/06/2022

মালয়েশিয়াকে ৬-০ গোলে বিদ্ধস্ত করলো বাংলাদেশের মেয়েরা
ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৫তম স্থান মালয়েশিয়ান মেয়েদের। আর বাংলাদেশ ১৪৬তম স্থানে। খাতা কলমের হিসেবে দেখা যায় মালয়েশিয়ান মেয়েদের চেয়ে ৬১ ধাপ পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। এমনকি শক্তির বিচারেও বেশ পিছিয়ে সাবিনা খাতুনরা। তবে খাতা কলমের এই পরিসংখ্যানকে উড়িয়ে দিয়ে এগিয়ে থাকা শক্তিশালি মালয়েশিয়াকে বিদ্ধস্ত করেছে বাঘিনীরা। বৃহস্পতিবার (২৩ জুন) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়ান মেয়েদেরকে ৬-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দলের হয়ে ম্যাচের ৯ম ও ৩০তম মিনিটে জোড়া গোল করেছেন আঁখি খাতুন। আর সাবিনা খাতুন ২৬তম মিনিটে, সিরাত জাহান স্বপ্না ৪৫তম মিনিটে, মনিকা চাকমা ৬৬তম মিনিটে এবং কৃষ্ণা রানী ৭৪তম মিনিটে একটি করে গোল করেন।

১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট, আরও আছেন যারা-টেস্টে ১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট। ০৫ জুন ২০২২ লর্...
06/06/2022

১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট, আরও আছেন যারা-
টেস্টে ১০ হাজার রানের ক্লাবে নাম লেখালেন জো রুট। ০৫ জুন ২০২২ লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া রুট। এটি তাঁর ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই টেস্টে ১৪তম খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন এই ইংশিল তারকা। তবে সময়ের হিসেবে দ্রুততম এই ক্লাবে নাম লেখালেন রুট। ২০১২ সালের ১৩ ডিসেম্বর রুটের অভিষেক হয়। সেই থেকে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট শুরুর দিন পর্যন্ত রুটের লেগেছে ৯ বছর ১৭১ দিন। এতে দ্রুততম সময়ে ১০ হাজার রানের ক্ষেত্রে রুট ভাঙলেন ইংলিশদের সাবেক অধিনায় অ্যালিস্টার কুকের রেকর্ড। তাঁর লেগেছিল ১০ বছর ৮৭ দিন। ১০ হাজার রানের ক্লাবে নাম লেখানোর সময় রুটের বয়স ছিল ৩১ বছর ১৫৭ দিন। কুক এই ক্লাবে নাম লিখিয়েছিলেন ২০১৬ সালে। তখন তাঁরও বয়স ছিল রুটের সমান- ৩১ বছর ১৫৭ দিন। তাই ১০ হাজার রানের কীর্তিতে দুজনই এখন যৌথভাবে সর্বকনিষ্ঠ। যদিও ইনিংস হিসেবে এ রেকর্ডে বেশ পিছিয়ে রুট। সে ক্ষেত্রে তিনজনের লেগেছিল ১৯৫ ইনিংস- ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা। তবে লারার লেগেছিল ১১১ ম্যাচ। রুটের লাগল ১১৮ ম্যাচ ও ২১৮ ইনিংস। ১০ হাজার রানের ক্লাবে প্রথম নাম লিখিয়েছিলেন ভারতের সুনীল গাভাস্কার। ১৯৮৭ সালে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন ভারতীয় এ কিংবদন্তি।

টেস্টে ১০ হাজার রানের ক্লাব:
শচীন টেন্ডুলকার (ভারত) ২০০ ম্যাচে ১৫৯২১ রান, সময় লেগেছে ১৫ বছর ১২১ দিন।
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ১৬৮ ম্যাচে ১৩৩৭৮ রান, সময় ১২ বছর ১৭৪ দিন।
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা/আইসিসি) ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান, সময় ১৩ বছর ৭৪ দিন।
রাহুল দ্রাবিড় (ভারত/আইসিসি) ১৬৪ ম্যাচে ১৩২৮৮ রান, সময় ১১ বছর ২৮০ দিন।
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) ১৬১ ম্যাচে ১২৪৭২ রান, সময় ১০ বছর ৮৭ দিন।
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ১৩৪ ম্যাচে ১২৪০০ রান, সময় ১২ বছর ১৫৯ দিন।
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ/আইসিসি) ১৩১ ম্যাচে ১১৯৫৩ রান, সময় ১৩ বছর ২৫০ দিন।
শিবনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) ১৬৪ ম্যাচে ১১৮৬৭ রান, সময় ১৮ বছর ৩৭ দিন।
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ১৪৯ ম্যাচে ১১৮১৪ রান, সময় ১৪ বছর ১৪৬ দিন।
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) ১৫৬ ম্যাচে ১১১৭৪ রান, সময় ১৪ বছর ৪ দিন।
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) ১৬৮ ম্যাচে ১০৯২৭ রান, সময় ১৭ বছর ৭ দিন।
সুনীল গাভাস্কার (ভারত) ১২৫ ম্যাচে ১০১২২ রান, সময় ১৫ বছর ৩৬৩ দিন।
ইউনিস খান (পাকিস্তান) ১১৮ ম্যাচে ১০০৯৯ রান, সময় ১৭ বছর ৫৪ দিন।
জো রুট (ইংল্যান্ড) ১১৮ ম্যাচে ১০০০০ রান, সময় ৯ বছর ১৭১ দিন।

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকাহত বাঙালী।
19/05/2022

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকাহত বাঙালী।

16/05/2022
মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার ১৯ এপ্রিল না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার...
19/04/2022

মস্তিস্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার ১৯ এপ্রিল না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

সোহরাওয়ার্দী উদ্যানে ফুটন্ত হাওয়াইয়ান হিবিস্কাস (Hawaiian Hibiscus) প্রজাতি।
18/04/2022

সোহরাওয়ার্দী উদ্যানে ফুটন্ত হাওয়াইয়ান হিবিস্কাস (Hawaiian Hibiscus) প্রজাতি।

Address

New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801763996022

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSInet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSInet:

Share

Category