গ্রন্থ ভুবন বুকশপ

গ্রন্থ ভুবন বুকশপ বইয়ের দুনিয়ায় স্বাগত!!

💡 মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতাই আসল নেতৃত্ব!নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় থাকা নয়—নেতৃত্ব মানে এমনভাবে কাজ করা, যাতে আপনার...
05/11/2025

💡 মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতাই আসল নেতৃত্ব!

নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় থাকা নয়—
নেতৃত্ব মানে এমনভাবে কাজ করা, যাতে আপনার চারপাশের মানুষ তার সেরা দিকটা প্রকাশ করতে পারে।

📚 তাই পড়তেই হবে বিশ্বখ্যাত লেখক স্টিভ চ্যান্ডলার-এর অনন্য বই
"মানুষকে মোটিভেট করার ১০০ উপায়"
(রূপান্তর: ত্বাইরান আবির)।

এই বইতে পাবেন—
✨ টিমকে উদ্দীপিত করার কার্যকরী উপায়
✨ কিভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করবেন
✨ কীভাবে নিজের ভেতরের নেতাকে আবিষ্কার করবেন

🔑 গুরুত্বপূর্ণ অধ্যায়: "সামনে থেকে নেতৃত্ব দিন"

👉 সত্যিকারের নেতা কেবল নির্দেশ দেন না,
👉 তিনি সামনে দাঁড়িয়ে নিজের কাজ দিয়ে অন্যদের পথ দেখান।
👉 এভাবেই জন্ম নেয় বিশ্বাস, আস্থা আর সাফল্য।

---
🔥 আপনি যদি চান আপনার টিম বা সংগঠন এগিয়ে যাক, তাহলে এই বই হতে পারে আপনার পরবর্তী বড় সিদ্ধান্ত।

শুভ সকাল গ্রন্থভুবনবাসী🌸পৃথিবীর সুন্দরতম আরো একটি দিনে আপনাকে স্বাগত😍ফেলুদা সমগ্র ৩৫০৳
05/11/2025

শুভ সকাল গ্রন্থভুবনবাসী🌸
পৃথিবীর সুন্দরতম আরো একটি দিনে আপনাকে স্বাগত😍
ফেলুদা সমগ্র ৩৫০৳

Fatema jannat jui আপুর ৩৫০ টাকা অফারের কেনাকাটা 😍আপু বলেছে তিনি পার্সেল পেয়ে ফিদা🌸
05/11/2025

Fatema jannat jui আপুর ৩৫০ টাকা অফারের কেনাকাটা 😍
আপু বলেছে তিনি পার্সেল পেয়ে ফিদা🌸

শুভ রাত্রি 😴
04/11/2025

শুভ রাত্রি 😴

প্রিমিয়াম প্রিন্টের জনপ্রিয় বইটি পাচ্ছেন ৩৫০ টাকা অফার প্রাইসে😍
04/11/2025

প্রিমিয়াম প্রিন্টের জনপ্রিয় বইটি পাচ্ছেন ৩৫০ টাকা অফার প্রাইসে😍

অভিনন্দন আপু💕আপনি ১৫০+ প্যাকেজের মধ্য থেকে কোনটি নিতে চান আমাদের ইনবক্সে জানিয়ে দিয়েন।
04/11/2025

অভিনন্দন আপু💕
আপনি ১৫০+ প্যাকেজের মধ্য থেকে কোনটি নিতে চান আমাদের ইনবক্সে জানিয়ে দিয়েন।

04/11/2025

চলুন দেখা যাক এবারের বিজয়ী কে ?
শিঘ্রই আসবে নতুন আয়োজন।

জেসমিন অবাক হয়ে দেখছে নীল পাঞ্জাবি পরা বিদেশি মানুষটাকে। চোখ দুটোও নীল। এগিয়ে আসছে তার দিকে, বয়স ত্রিশ-বত্রিশ হবে। জে...
04/11/2025

জেসমিন অবাক হয়ে দেখছে নীল পাঞ্জাবি পরা বিদেশি মানুষটাকে। চোখ দুটোও নীল। এগিয়ে আসছে তার দিকে, বয়স ত্রিশ-বত্রিশ হবে। জেসমিন ঠিক বুঝে উঠতে পারল না কীভাবে মানুষটা এত রাতে তার ঘরে প্রবেশ করল। একবার ভাবল সে চিৎকার করবে। পরের মুহূর্তে সিদ্ধান্ত পালটাল। দেখতে চায় কী করে। মানুষটা যে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী তাতে কোনো সন্দেহ নেই, তা না হলে এত রাতে তার ঘরে প্রবেশ করতে পারত না। জেসমিনের অনুমানই সত্য হলো। আসলেই অলৌকিক ক্ষমতা আছে মানুষটার। তাকে মুহূর্তের মধ্যে ঢাকা থেকে নিয়ে এলো কক্সবাজারের হাডসন হিলে। কী সুন্দর সমুদ্র, পাহাড় আর প্রকৃতি! দারুণ ভালো লাগল হাডসন হিলকে। বেশি ভালো লাগল নীল চোখের মানুষটাকে, নাম জানা গেছে এর মধ্যে, ডাক্তার হাডসন। সময় যত পার হতে লাগল ততই কাছে আসতে লাগল দুজন, যেন তারা একে অন্যের পরিপূরক। তারপর হঠাৎই একদিন হারিয়ে গেলেন ডাক্তার হাডসন। কিন্তু জেসমিনের গর্ভে রেখে গেলেন নিজের সন্তান। জেসমিন যখন ডাক্তার হাডসনকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায়, ঘটনাক্রমে পরিচয় হয় ডাক্তার তরফদারের সাথে। ডাক্তার তরফদারও খোঁজ করতে শুরু করলেন ডাক্তার হাডসনের। কিন্তু এ কী শুনছেন তিনি! ডাক্তার হাডসন তো বাংলাদেশে ছিলেন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তারপর চলে গেছেন ইংল্যান্ডে। আর আসেননি। এতদিনে তার মৃত্যু হয়েছে নিশ্চিত! তাহলে কীভাবে তিনি এতদিন পর আবির্ভূত হলেন! আর কীভাবেই বা তার সন্তান ধারণ করল জেসমিন! শেষ পর্যন্ত কি ডাক্তার তরফদার সন্ধান পেয়েছিলেন ডাক্তার হাডসনের? আর কী ঘটেছিল জেসমিন আর তার গর্ভের সন্তানের?

📝 কাহিনি সংক্ষেপ :কী খুঁজছেন আপনি?সায়ুরি কোমাচি নামের টোকিওয়ের সবচেয়ে রহস্যময়ী লাইব্রেরিয়ান এই প্রশ্নটি নিয়মিত জিজ্ঞেস ...
04/11/2025

📝 কাহিনি সংক্ষেপ :

কী খুঁজছেন আপনি?

সায়ুরি কোমাচি নামের টোকিওয়ের সবচেয়ে রহস্যময়ী লাইব্রেরিয়ান এই প্রশ্নটি নিয়মিত জিজ্ঞেস করেন। অন্য সকল লাইব্রেরিয়ানের মতো, কোমাচিও তার শেলফে থাকা প্রত্যেকটা বই পড়ে ফেলেছেন। তবে তার বিরল এক ক্ষমতা আছে। লাইব্রেরিতে আসা প্রত্যেকের মন তিনি পড়ে ফেলতে পারেন। লাইব্রেরির দরজা দিয়ে কেউ ঢুকলেই তিনি বুঝে যান সদ্য প্রবেশ করা মানুষটির জীবনের সকল চাওয়া পাওয়া। প্রাত্যহিক জীবন এবং স্বপ্নের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকা নানান মানুষ লাইব্রেরিতে আসে। প্রত্যেকের সাথে কথা বলেন কোমাচি। এরপর তাদের নির্দিষ্ট কোন বই পড়ার পরামর্শ দেন। সেই বই বদলে দেয় তাদের জীবন, দেখায় স্বপ্ন পূরণের পথ।

হ্যাগার্ড মানে প্রকৃতির বিশদ বর্ণনা। কাব্যিক দৃষ্টিভঙ্গি। যা অনেকের বিরক্তিকর লাগে। কিন্তু হ্যাগার্ড সাহেব এই বইয়ের ক্ষে...
04/11/2025

হ্যাগার্ড মানে প্রকৃতির বিশদ বর্ণনা। কাব্যিক দৃষ্টিভঙ্গি। যা অনেকের বিরক্তিকর লাগে। কিন্তু হ্যাগার্ড সাহেব এই বইয়ের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। পড়তে পড়তে কখন যে হারিয়ে যাবেন আফ্রিকার গহীন অরণ্যে একজন হাতি শিকারি হয়ে। হালকা পাতলা গড়নের এক বুড়ো যাঁর সঙ্গী একজন নেভি অফিসার, একজন নাইট ও রহস্যময় এক জুলু। গন্তব্য কুকুয়ানাল্যাণ্ড। যেখানে লুকিয়ে আছে রাজা সোলাইমানের বিখ্যাত গুপ্তধন। যাঁর সন্ধান কেউ কখনো পায়নি। সভ্য মানুষদের জন্য এ রাজ্য পুরোপুরি নিষিদ্ধ। এত সহজে কি তা পাওয়া যায়!
সুবিস্তীর্ণ মরুভূমি উঁচু পাহাড়, দুর্গম পথ, রাজা টোয়ালা, বুড়ি ডাইনি গাগুল, এত বাঁধা পেরিয়ে তবে কি পাওয়া যাবে সেই গুপ্তধন! কিং সলোমন'স মাইনস এর যাত্রাপথে আপনাকে স্বাগতম জানাবে এই শ্বাসরুদ্ধকর ট্রেজার হান্ট। —আসাদুজ্জামান জুয়েল

সুঅনুবাদক খালেদ নকীবের সাবলীল অনুবাদে স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের চিরসবুজ ক্লাসিক “কিং সলোমন’স মাইনস”-এর প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। সাথে আছে ৫০+ ইলাস্ট্রেশন।

অ্যালান কোয়াটারমেইন, স্যার হেনরি কার্টিস এবং ক্যাপ্টেন গুড— এই তিন বীর অভিযাত্রীর সঙ্গে হারিয়ে যান আফ্রিকার অজানা জঙ্গলে। অনুসন্ধান করুন কিং সলোমনের কিংবদন্তির হীরার খনির। মুখোমুখি হোন বিপদ, প্রতিকূলতা আর অজানা আতঙ্কের।

বাংলা সাহিত্যের পাঠকদের জন্য এ এক অনন্য উপহার।

✅ কিং সলোমন’স মাইনস
▪️ লেখক: স্যার হেনরি রাইডার হ্যাগার্ড
▪️ অনুবাদক: খালেদ নকীব
▪️ জনরা: ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার, ক্ল্যাসিক
▪️ মলাট মূল্য: ৫১৫ টাকা

সুইসাইড নোট উপন্যাসের প্রিয় কিছু লাইন। ১.'নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশিই নির্বোধ হয়।'২.'অতিরিক্ত যে কোন...
04/11/2025

সুইসাইড নোট উপন্যাসের প্রিয় কিছু লাইন।

১.'নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশিই নির্বোধ হয়।'

২.'অতিরিক্ত যে কোন জিনিস বিপরীত ফলাফলের জন্ম দেয়।’

৩.'তুমি আমার অন্ধকার জীবনে একটুকরো আলোর মতো যাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখতে চাই।'
৪.'তাকে আটকে রাখার জন্য করা চেষ্টাগুলোই তাকে হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
৫.'একদিনের আত্মহত্যা মহাপাপ বলে আমরা অনেকেই তা ধীরে ধীরে করি।'
৬.'অথচ তুমিও জানতে তোমাকে ছাড়া আমার ঠিক কতটা কষ্ট হবে।'
৭.'আমার কষ্ট হবে এ ভেবে পিছন ফিরে কেউ তাকায়নি কখনো।'
৮.'তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে।'

৯. বাবা মা একবারই আসে, একবরাই হয়। এদের পরে অন্য কেও বাবা মা হয় না, তারা বড়জোর চেষ্টা করতে পারে। কিন্তু বাবা মা হতে পারে না।

১০. কিছু কিছু মানুষ খুব অদ্ভুত, যখন তাদের অধিকার থাকে না তখন তারা অনেক বেশি অধিকার দেখাতে চায়, আর যখন অধিকার থাকে ;তখন তারা প্রাপ্ত অধিকারের প্রতি উদাসীনতা দেখায়।

১১. শব্দহীন কান্নাগুলো বোধ হয় শব্দযুক্ত কান্না থেকেও অনেক বেশি ভারী।

১২. মানুষের মন সবসময় এক জায়গায় পড়ে থাকে না, মাঝেমাঝে বিকল্প খুঁজে। আর বিকল্প পেলে সে অতীতকে পায়ে ঠেলে দিতেও কুণ্ঠাবোধ করে না, এইটা সম্ভবত মানুষের সবচেয়ে খারাপ দিক।

১৩. "আমাদের রুমের বাঁ পাশে- না ঠিক মাঝ বরাবর থাকবে খাট, ডান পাশে আয়নার ঘর। বাঁ পাশে আলমারি এবং আলনা।

বারান্দায় থাকবে কয়েকটি ক্যাকটাস, একটি নাস্তার টেবিল আর দুটি চেয়ার, না না তিনটি। না দুইটি।

উফফ নীলা এলোমেলো হওয়া যাবে না, ঘর সাজাতে এলোমেলো হতে নেই, এতে ঘরটা ঠিকঠাক আর হয়ে ওঠে না।"

১৪. যেখানে প্রত্যাশার পরিমান অনেক বেশী থাকে সেখানে ফলাফল থাকে শূন্যের ঘরে, কিংবা তারও কম- ঋণাত্মক।

১৫. মাঝেমাঝে শূন্যতা বোঝার জন্য একটুআধটু দূরত্ব রাখতে হয়। এতে সত্যি কারের ভালোবাসা বোঝা যায়।

১৬. "মানুষের হঠাৎ বদলে যাওয়াটা তার খুব কাছের মানুষগুলোকে যে কতটা কষ্ট দেয় তা যদি বদলে যাওয়া মানুষটি একবার বুঝতে পারতো তবে সে কখনোই হয়তো বদলাতো না, সে নিজেকে হয়ত কখনোই ক্ষমাই করতে পারতো না। আর যদি বিপরীত পরিবেশই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে তখন সেটা অন্য পর্যায়ে চলে যাবে, সেক্ষেত্রে হয়তো মানুষটাকে দোষ না দিয়ে বরং নিরুপায় বলা চলে।"

১৭. " 'প্রতীক্ষা' শব্দটির সৃষ্টি সম্ভবত মেয়েদের জন্য, তারা প্রিয় মানুষ কিংবা প্রিয় যে কোনোকিছুর জন্য কারনে- অকারনে অনেক বেশী প্রতীক্ষা করতে পারে, মাঝেমাঝে আসবে না জেনেও প্রতীক্ষা করে। প্রিয় কোনোকিছুর জন্য অহেতুক প্রতীক্ষা করার মাঝেও তারা একপ্রকার সুখ পায়।"

১৮. "অশ্রুের কোনো রঙ নেই বলে ঠিক বুঝানো যায় না কোনটা রাগের, কোনটা কষ্টের, কোনটা অভিমানের, কিংবা কোনটা আনন্দের।"

১৯. "জীবন অনেক বড় অধ্যায়, এখানে একে অন্যের যতই কাছের হোক না কেন ততক্ষণ কেউ কারো অবস্থা, অনুভূতি, আনন্দ কিংবা বেদনা বুঝতে পারবে না যতক্ষণ না একে অন্যের বিদ্যমান পরিস্থিতির সম্মুখীন হবে। কাছের কিংবা দূরের মানুষটি কেবল তার সম্বন্ধে না বুঝেই মন্তব্য করতে পারে নতুবা বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয় এর বেশি কিছু না।

২০. মানুষ তখনই চূড়ান্ত ভাবে পরাজিত হয় যখন সে নিজের কাছে পরাজয় স্বীকার করে নেয়।

বই: সুইসাইড নোট

পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায়- Conservation of আনন্দ" এবং "তুমি নিজেকে যা মনে করো তু...
04/11/2025

পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায়- Conservation of আনন্দ" এবং "তুমি নিজেকে যা মনে করো তুমি তাই। তুমি যদি নিজেকে মহাপুরুষ ভাব তুমি মহাপুরুষ। আর তুমি নিজেকে পিশাচ ভাব তুমি পিশাচ"। এছাড়া, মাজেদা খালার টেলিফোনের অপেক্ষায় হিমুর একটি সংলাপে আছে, "হ্যালো খালা! হ্যালো। কী জন্যে টেলিফোন করেছি ভুলে গেছি। অথচ তোর সঙ্গে জরুরি কথা ছিল। জরুরি কথা বলার জন্যে চুলায় গরুর মাংস রেখেই চলে এসে টেলিফোন করলাম—এখন কিছুই মনে পড়ছে না। কী করি বল তো?"।

Address

Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থ ভুবন বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share