
10/03/2023
২ টা টপিক নিয়ে আজকে ২ দিন ফেইসবুক বিষ বিষ করছে। এত টক্সিসিটি।
ঘটনা ১: সুলতান ডাইন্স এর কুকুরের মাংস বিরিয়ানী সার্ভ করার বিষয়। এক মাস আগে খোলা একটা আইডি থেকে চিকন হাডডি মোটা হাড্ডি সন্দেহে রিভিউ পোস্ট করা হলো । সন্দেহ করা হলো মাংস খাসির না। কুকুরের। কোনো প্রকার ল্যাবটেস্ট, কনজিউমার কোর্ট এর তদন্ত ছাড়া আমরা সবাই ঝাপিয়ে পড়লাম সুলতান ডাইন বা একটা ব্যবসা প্রতিষ্ঠান কে টেনে হিচড়ে পথে নামাতে। প্রমান পরে ট্রল করে হাজার কোটি হাহা রিয়েক্ট কামানো টা আসল। যদি কুকুরের মাংস হয়ে থাকে ব্যাপার টা চরম অমানবিক এবং সর্বোচ্চ শাস্তি যোগ্য অপরাধ। কিন্তু কোনো যাচাই বা সঠিক ঘটনা এখনো পরিষ্কার হওয়ার আগে কুকুরের ভিডিওর সাথে বিরিয়ানির ভিডিও এড করা, কুকুরের ছবি প্ল্যাট এর উপর এডিট করা কত টা রুচি সম্মত কাজ?
শুধু এটাই না। অনেক এ সুলতান ডাইন এর নানা ব্রাঞ্চ এ কল দিয়ে দিয়ে ফাইজলামি করে ভিডিও আপলোড দিচ্ছেন। এটা কতটা সেন্সেবল একশন??
একটা ব্যবসা উঠানোর পেছনে একটা মানুষের সারাটা জীবন পার হয়ে যায়। হাটুর লালা শুখিয়ে যায়, চোখের জুতি ফুরিয়ে যায়।
ঘটনা ২: জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ফেইস প্যারালাইসিস। একটা মানুষ এর মুখ বেকে গেছে। একটা অসুস্থতার মুখোমুখি হয়েছে আমরা গিয়ে লিখে আসছি প্রতিটা কমেন্ট এ যে আপনি গান বাজনা করেন তাই আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছেন। আল্লাহ যখন আমাদের বাবা মা কে ডায়াবেটিস ,প্রেশার, স্ট্রোক দেন আপনাদের কি ধারণা? শাস্তি দেন?? আপনাদের নিষ্ঠুরতার সাথে আল্লাহ'র কোনো কাজ মিলাবেন না। আল্লাহ অশেষ দয়ালু। আল্লাহ'র দয়ার সীমা নেই।
এই তাসরিফ খান কে আমি সিলেট এ কোমড় পানিতে ডুবে মানুষ কে চাল দিতে দেখেছি, রিক্সা ওয়ালার চোখের পানি মুছতে দেখেছে , স্টেশনে ঘুমানোর বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে দেখেছি।
আমি আপনি কি করি? ৬০০ টাকার ওয়াইফাই দিয়ে সবাইকে জাজ করি।
আমরা কি মানুষ?? আমরা সবাই ছাগল হয়ে যাচ্ছি দিন দিন। সুলতান ডাইন এর উচিৎ আমাদের কে বিরিয়ানী বানিয়ে খাইয়ে দেয়া সবাইকে।
© আজকের আলাপ