Lifestyle of Tonni

Lifestyle of Tonni আসসালামু আলাইকুম....
আমার ছোট পেজে আপনাকে স্বাগতম।আমার ভিডিও গুলো আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন

19/10/2025

শনিবারে মাছ ধরা যাবে না ❌❌

19/10/2025

মাঝে মাঝে ভাবি,,স্বামীর ঘরের বউ না হয়ে যদি স্বামীর হাতের ফোন হতে পারতাম🥺তবুও তো আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকতো😭আমাকে সময় দিতো😥
😭🥀💔

18/10/2025

ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে শেষ। শাহজালাল কার্গো সেকশনে ভয়াবহ আগুন 🥲🥲।হে আল্লাহ আপনি সবার মালামাল হেফাজত করুন 🤲🤲

16/10/2025

আলহামদুলিল্লাহ ৪ টারে প্রাইভেট পড়াইতাম ৪ টাই ফেল! 🙂

03/10/2025

নারী পাগল হয় পুরুষের অল্প প্রেমে আর পুরুষ মজা লয় নারীর অন্ধ প্রেমে 🥲💔

18/09/2025

রাজ আর আহাদ মিলে বা*শ দিয়ে দিল নাকি অ*ভি*শা*প 🤣🤣

18/09/2025

কার কার পুরুষ চা পছন্দ??

গোটা একটা জাতি পরে আছে ডাকসুর ফলাফল  নিয়া আর ঐ দিকে বারিশা হক মার্কেটে লঞ্চ হওয়ার প্রথম রাতেই   I phone 17 Pro Max কিনে...
10/09/2025

গোটা একটা জাতি পরে আছে ডাকসুর ফলাফল নিয়া আর ঐ দিকে বারিশা হক মার্কেটে লঞ্চ হওয়ার প্রথম রাতেই I phone 17 Pro Max কিনে ফেললো!🙂

নির্জন একটি ভাড়া বাসা। চারপাশে নীরবতা আর অন্ধকার। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠে আসে এক ভয়াবহ দৃশ্য—সিসিটিভি ফুটেজ আর হাজারো প...
09/09/2025

নির্জন একটি ভাড়া বাসা। চারপাশে নীরবতা আর অন্ধকার। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠে আসে এক ভয়াবহ দৃশ্য—সিসিটিভি ফুটেজ আর হাজারো প্রশ্নের মুখোমুখি হয় সবাই। কে, কেন, কীভাবে হত্যা করল মা ও মেয়েকে? সেই রহস্যের জট কি খুলবে ক্যামেরার ফুটেজে, নাকি অপেক্ষা করতে হবে তদন্তের শেষ পর্যন্ত?

স্বামী হারানোর পর বহু কষ্টে দুই ছেলে ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তাহমিনা আক্তার। ছোট সংসার, ভাড়াবাসায় নির্লিপ্ত জীবন—কোনো বিবাদ, কোনো শত্রুতা কিছুই ছিল না। অথচ রোববার রাতের নিস্তব্ধতাই যেন চিরকালের জন্য স্তব্ধ করে দিল সেই সংসারকে।

নিহতের বড় ছেলে আইনজীবী ফয়সাল যখন রাত ১১টার দিকে ঢাকা থেকে ফিরে আসেন, তখনো তিনি কল্পনাও করেননি যে তার অপেক্ষায় আছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। দরজা ভেতর থেকে টুল দিয়ে আটকানো, ভেতরে সব অন্ধকার। লাইট জ্বালাতেই চোখে পড়ে বিভীষিকাময় দৃশ্য—এক রুমে মায়ের নিথর দেহ, অন্য রুমে বোনের লাশ। যেন ঘুমিয়ে আছে, গায়ে কাঁথা জড়ানো, শান্ত মুখ, অথচ নিঃশ্বাস নেই।

ফয়সাল ভেঙে পড়ে বলেন—“কে বা কারা আমার মা আর বোনকে এভাবে নির্মমভাবে হত্যা করলো, আমরা কিছুই জানি না। আমরা শুধু চাই, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি।”

পুলিশও ঘটনাস্থলে গিয়ে হতবাক। আসবাবপত্র সব স্বাভাবিক, তেমন কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু মায়ে-মেয়ের গলায় আঘাতের দাগ। তিনটি মোবাইল নিখোঁজ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এক সন্দেহভাজন—রাত আটটার দিকে বাসায় ঢুকে, দীর্ঘ সময় বের হয়নি, আবার গভীর রাতে ঢুকে বের হয়েছে।

বাড়িওয়ালা থেকে শুরু করে আশপাশের সবাই হতবিহ্বল। সবাই বলছে—তাহমিনা ছিলেন শান্ত স্বভাবের, ধর্মপ্রাণ মহিলা। মেয়েটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ভদ্র, নম্র, স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এক তরুণী। কে তাদের জীবন কেড়ে নিল এভাবে? কেন কেড়ে নিল?

কোতোয়ালী থানার ওসি জানান—“এটি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।”

কিন্তু এরই মধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। বৃদ্ধা মা হারিয়েছে সন্তানদের আশ্রয়, ভাই হারিয়েছে আপন বোন আর মাকে। নিঃস্বজন এই মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো এলাকায়।

এই নৃশংস ঘটনায় প্রশ্ন জেগেছে সবার মনে—মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? নিরাপদ আশ্রয় বলে ভেবেছিল যে ঘর, সেই ঘরই হয়ে গেল মৃত্যুকূপ। মা-মেয়ের রক্তে ভিজে গেল দেয়াল, ভিজে গেল স্বপ্ন।

👉 এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, আমাদের মানবতাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কে দেবে এই হত্যার উত্তর? কে ফিরিয়ে দেবে একটি সংসারের ভাঙা স্বপ্ন?

(অনূদিত)

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যতবারই আমরা ঘাম মুছে দিই, ততবারই নতুন করে ঘাম বের হয় এবং মেশকের সুবাসে জায়গাটা ভরে যায়।​আকসা ...
05/09/2025

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যতবারই আমরা ঘাম মুছে দিই, ততবারই নতুন করে ঘাম বের হয় এবং মেশকের সুবাসে জায়গাটা ভরে যায়।

আকসা শহীদ হাসপাতালে একজন সাংবাদিকের ভাষ্য:
​আল্লাহর কসম, ভাইয়েরা, এ দৃশ্য লোমহর্ষক!
সারাজীবন শহীদদের অলৌকিক ঘটনা সম্পর্কে শুনেছি যে, তাঁদের দেহ থেকে মেশকের সুবাস বের হয়।
​এখন, আকসা হাসপাতালের মর্গে, শহীদ তারেক দালুলের দেহ থেকে মেশকের সুবাসযুক্ত ঘাম বের হচ্ছে।
​সারা জায়গা সেই সুবাসে ভরে আছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যতবারই আমরা ঘাম মুছে দিই, ততবারই নতুন করে ঘাম বের হয় এবং মেশকের সুবাসে জায়গাটা ভরে যায়।
​আমি তাঁর কপালে হাত বুলিয়েছি, আর এখনো আমার হাতে মেশকের সুবাস লেগে আছে।
​আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, ইয়া রব...

''মাথায় হাড় নেই, চা'প দেবেন না!!''😭😭 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া...
05/09/2025

''মাথায় হাড় নেই, চা'প দেবেন না!!''😭😭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া। ক’দিন পরই শেষ হতো শিক্ষাজীবন। এরপর হয়তো প্রবেশ করতেন কর্মজীবনে। হাল ধরতেন পরিবারের। যে মামুনকে নিয়ে এমন স্বপ্ন দেখেছিল তার পরিবার; সেই মামুন এখন আছে জীবন-মৃ'ত্যু'র সন্ধি'ক্ষণে। রাম'দার কো'পে তার মাথায় হয়েছে গু'রু'তর ক্ষ'ত। এটি এতটা গ'ভী'রে গেছে যে, খুলে ফেলতে হয়েছে খুলির একাংশ। খুলির ভা'ঙা অংশ ফ্রিজে রেখে মাথা মো'ড়ানো হয়েছে সাদা ব‍্যা'ন্ডে'জে। কালো কালিতে সেখানে লেখা হয়েছে ‘হাড় নেই চাপ দেবেন না।’

মামুনের বড় বড় ভাই টাঙ্গাইলে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। নাম মাসুদ রানা। ভাইয়ের পাশে বসে অঝোরে কাঁ'দ'ছিলেন তিনি। বললেন, ‘মামুন আমাদের সঙ্গে কথা বলতে পারছে। তাকে কেবিনে নেওয়া হয়েছে। কিন্তু সে কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? যে আশা নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালাম সেটা এখন ধুলি'স্মাৎ হওয়ার পথে। ডাক্তার বলেছেন, সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। সুস্থ হলেও মেনে চলতে হবে অনেক বিধি'নি'ষেধ😭

এটাই 💔
04/09/2025

এটাই 💔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of Tonni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category