29/10/2025
কত এফোর্ট, কত ইমোশন, কত চোখের পানি আমারা ভুল জায়গায় ঢালি। আমাদের নিজেদের জন্য মায়া হওয়া উচিত।♥️
একটা লেখা দেখেছিলাম যে "Their biggest punishment is who they are!"
যে প্রতারক, তারে আপনার সাথে প্রতারণা করার জন্য শাস্তি দেয়া লাগবেনা। কারণ সে যে প্রতারণা করলো, সে যে সত্যিকারের ভালোবাসা হারালো -এটাই তো তার শাস্তি!নিজের দোষে এমন মানুষ হারানোর অপরাধবোধ তাকে তেড়ে বেড়াবো অগণিত রাত! তার মানে আজ থেকেই নয়, যখন সে ভুল বুঝতে পারবে তখন থেকেই শুরু হবে আর সেখানেই আপনার ব্যর্থ যাত্রার সমাপ্ত ঘটবে🙂
অপেক্ষা করুন সময় সব বুঝিয়ে দিবে যা এখন সব মধুর তাও বিষাক্ত হবে, কেউ কাউকে আঘাত করে সুখ চিরস্থায়ী করতে পারেনা, সৃষ্টিকর্তা সব দেখেন ভেতর বাহির সব🙂