রূপসী

রূপসী রূপসীর লাইস্টাইল

05/06/2025

ইসলাম ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি দায়িত্ব নির্দিষ্টভাবে বণ্টন করে দিয়েছে।

ইসলামে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব

প্রথমেই বুঝতে হবে—যদি একজন নারী বৈধভাবে বিবাহিত থাকেন এবং স্বামী জীবিত ও সামর্থ্যবান হন, তাহলে তাঁর ভরণপোষণের পূর্ণ দায়িত্ব তাঁর স্বামীর উপর ফরজ।

আল্লাহ তাআলা বলেন:

ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍۢ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ
উচ্চারণ:
Ar-rijālu qawwāmūna ‘ala an-nisā’i bimā faḍḍalallāhu ba‘ḍahum ‘alā ba‘ḍin wa bimā anfaqū min amwālihim.
বাংলা অনুবাদ:
পুরুষগণ নারীদের অভিভাবক ও রক্ষণাবেক্ষণকারী, কারণ আল্লাহ তাদের একদলকে অপর দলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের অর্থ ব্যয় করে।
সূরা আন-নিসা, আয়াত ৩৪

এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে—স্বামী তার স্ত্রীর রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল। এর মধ্যে ভরণপোষণ, নিরাপত্তা, পোশাক ও বাসস্থানের দায়িত্ব অন্তর্ভুক্ত।

আরেকটি আয়াতে আল্লাহ বলেন:

وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ
উচ্চারণ:
Wa ‘alal-mawlūdi lahu rizquhunna wa kiswatuhunna bil-ma‘rūf.
বাংলা অনুবাদ:
সন্তানের পিতার জন্য আবশ্যক—মায়েদের খাদ্য ও পোশাক যথাযথভাবে প্রদান করা।
সূরা আল-বাকারা, আয়াত ২৩৩

এখানে “মায়েদের জন্য রিযিক ও পোশাকের দায়িত্ব যার উপর সন্তান জন্মায়” অর্থাৎ পিতার (স্বামীর) উপর তা ফরজ করা হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ-এর বাণী

রাসূলুল্লাহ ﷺ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন:

وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ
উচ্চারণ:
Wa lahunna ‘alaykum rizquhunna wa kiswatuhunna bil-ma‘rūf.
বাংলা অনুবাদ:
তাদের (স্ত্রীদের) খাদ্য ও পরিধানের দায়িত্ব তোমাদের (স্বামীদের) উপর রয়েছে, পরিচিত রীতিমাফিক।
সহীহ মুসলিম, হাদীস: ১২১৮

অন্য হাদীসে, এক সাহাবী রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে জিজ্ঞেস করলেন,
“হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর উপর আমার হক কী?”
তিনি ﷺ বললেন:
"তুমি যা খাও, তাকেও তা খাওয়াও; তুমি যা পরো, তাকেও তা পরাও; মুখোমুখি অপমান করো না, গালিও দিও না, ঘর ছেড়ে থেকো না।"
(আবু দাউদ, হাদীস: ২১৪২)

এই হাদীস ও আয়াতগুলো থেকে দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হয়—স্ত্রী যতদিন বৈধভাবে বৈবাহিক সম্পর্কে আছেন, তার যাবতীয় ভরণপোষণ স্বামীর উপর ফরজ। সন্তানের উপর নয়।

সন্তান কবে দায়িত্ববান হবে?

তবে যদি মা তালাকপ্রাপ্ত হন, অথবা স্বামী মারা যান, অথবা স্বামী সম্পূর্ণ দায়িত্বহীন হন—তখন সন্তান, বিশেষ করে পুত্র সন্তানের উপর মায়ের ভরণপোষণ ফরজ হয়।

ইমাম কুদামা (রহ.) বলেন:

“যদি কোনো নারীর স্বামী মারা যান বা তিনি তার ভরণপোষণ দিতে অপারগ হন, তাহলে তার নিকটতম উপার্জনক্ষম আত্মীয়দের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে আগে আসে, তার উপর ভরণপোষণের দায়িত্ব বর্তায়।”
(আল-মুগনী, ইবন কুদামা)

ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফি’ (রহ.) এবং অন্যান্য ইমামদের মতে—মায়ের জন্য ভরণপোষণ ফরজ হয়, যদি তিনি গরিব হন এবং উপার্জনে অক্ষম হন।

সুতরাং, ইসলামি শরিয়তের দৃষ্টিতে যতদিন আপনার মা বৈধভাবে বিবাহিত আছেন এবং আপনার বাবা জীবিত ও সামর্থ্যবান, ততদিন আপনার মায়ের ভরণপোষণের পূর্ণ দায়িত্ব আপনার বাবার। সন্তান হিসেবে আপনি তখনই এই দায়িত্ব গ্রহণ করবেন, যখন আপনার মা তালাকপ্রাপ্ত, বিধবা, অথবা আপনার বাবা দায়িত্ব পালন করতে অক্ষম হবেন।

এই বিধান শুধুমাত্র শরিয়তের নয়, মানবিকতারও চূড়ান্ত শিক্ষা। ইসলাম প্রত্যেককে তার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব বণ্টন করে দিয়েছে—যাতে কেউ অবহেলিত না হয়, আবার কেউ অযথা চাপেও না পড়ে।

সম্মান দিবার মালিক উনি নিবার  মালিক ও উনি।। পিতা মাতার ভাই বোনের সামনে নিজেকে অনেক কিছু প্রমাণ করতে চাই কিছু পুরুষ 🙆‍♀️🙆...
30/04/2025

সম্মান দিবার মালিক উনি নিবার মালিক ও উনি।। পিতা মাতার ভাই বোনের সামনে নিজেকে অনেক কিছু প্রমাণ করতে চাই কিছু পুরুষ 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ঢাকায় শিশুর জন্য সেরা ১০ জন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞআপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিশুরোগ চিকিৎসক খুঁজছে...
19/04/2025

ঢাকায় শিশুর জন্য সেরা ১০ জন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ

আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিশুরোগ চিকিৎসক খুঁজছেন? এই তালিকায় থাকছে ঢাকার সেরা ১০ জন শিশুরোগ বিশেষজ্ঞের নাম, তাদের বিশেষজ্ঞতা, চেম্বারের ঠিকানা, সময়সূচি ও যোগাযোগের বিস্তারিত তথ্য।



১. প্রফেসর ডা. মো. আবিদ হোসেন মোল্লাহ

বিশেষজ্ঞতা: নবজাতক ও শিশুরোগ
পদবী: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশুরোগ বিভাগ, বারডেম
চেম্বার: বারডেম জেনারেল হাসপাতাল-২, ১/এ, শেগুনবাগিচা, ঢাকা-১০০০
সময়: প্রতিদিন ৩টা - ৬টা (শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০১৯১৩৩৭৩২৮৫



২. প্রফেসর ডা. নারায়ণ চন্দ্র সাহা

বিশেষজ্ঞতা: শিশু নিউরোলজি ও অটিজম
পদবী: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস
চেম্বার: কম্ফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, ১৬৭/বি, গ্রিন রোড, ধানমন্ডি
সময়: সন্ধ্যা ৬টা - ১০টা (শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার)
যোগাযোগ: +৮৮০১৭৩১৯৫৬০৩৩



৩. ডা. কানিজ ফাতেমা

বিশেষজ্ঞতা: শিশু নিউরোলজি ও অটিজম
পদবী: সহযোগী অধ্যাপক, বিএসএমএমইউ
চেম্বার: ইবনে সিনা, ৪৮, রোড ৯/এ, ধানমন্ডি
সময়: সন্ধ্যা ৬টা - ৯টা (মঙ্গলবার ও শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০৯৬১০০১০৬১৫



৪. ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম

বিশেষজ্ঞতা: শিশু হৃদরোগ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি
চেম্বার: ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল, ধানমন্ডি
সময়: ৪টা - ৬:৩০টা (শুক্রবার বন্ধ)
যোগাযোগ: ১০৬০৬



৫. প্রফেসর ডা. গোপেন কুমার কুণ্ডু

বিশেষজ্ঞতা: শিশু নিউরোলজি ও অটিজম
চেম্বার: গ্রিন লাইফ হসপিটাল, গ্রিন রোড, ধানমন্ডি
সময়: ৫টা - ৯টা (মঙ্গলবার ও শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০১৭২৬৯৩৭৮৭১



৬. প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম

বিশেষজ্ঞতা: শিশু রিউমাটোলজি
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর
সময়: সকাল ৮টা - ১০টা (শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০৯৬১৩৭৮৭৮০৩



৭. প্রফেসর ডা. এম.এ.কে. আজাদ চৌধুরী

বিশেষজ্ঞতা: নবজাতক ও শিশুরোগ
চেম্বার: আল-মানার হসপিটাল, সাত মসজিদ রোড
সময়: ৫টা - ৯টা (শুধু শুক্রবার)
যোগাযোগ: +৮৮০৯৬১৩৭৮৭৮০৩



৮. প্রফেসর ডা. মো. সেলিমুজ্জামান

বিশেষজ্ঞতা: নবজাতক, কিশোর ও শিশুরোগ
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি
সময়: ৪টা - ৬টা (শুক্রবার বন্ধ)



৯. প্রফেসর ডা. ফাওজিয়া মহসিন

বিশেষজ্ঞতা: শিশু এন্ডোক্রিনোলজি ও শিশু উন্নয়ন
চেম্বার: বারডেম জেনারেল হাসপাতাল-২, শেগুনবাগিচা
সময়: ৩টা - ৫টা (শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০৭৫৪৫৫৮৯৮৪



১০. প্রফেসর ডা. তাহমিনা বেগম

বিশেষজ্ঞতা: শিশুরোগ ও অটিজম
চেম্বার: মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মালিবাগ
সময়: ৫টা - ৮টা (শুক্রবার বন্ধ)
যোগাযোগ: +৮৮০১৭৯০১১৮৮৫৫



আপনার সন্তানের সুস্থতা ও সুরক্ষায় একজন ভালো শিশুরোগ বিশেষজ্ঞ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্টটি শেয়ার করুন ও প্রিয়জনদের জানান, যেন তারাও এই তথ্য থেকে উপকৃত হতে পারেন।

05/04/2025

দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট। নরম মানুষকে সবাই পেয়ে বসে, সবাই তাকে ভেঙে খায়।

যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে; তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন, ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে।

কেউ চড় মারার মত কোনো কথা বললে, তাকে চড়'টা মেরেই দেয়া উচিত!! ভালো মানুষী করে সেটা পেন্ডিং রাখা উচিত নাহ। কেউ চড় মারার মত কথা বলে; আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে, কালকে সে আপনাকে আরো বাজে কথা বলবে। তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।

স্ট্রেইট-ফরোয়ার্ড হন, স্পষ্টবাদী হন। কেউ আপনাকে Rude বলবে, কেউ আপনাকে Arrogant বলবে, কেউ বলবে বেয়াদব। বলুক! মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু Rude, Arrogant হতেই হয়।

পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে নাহ।

30/03/2025

কবরবাসীর কান্না শুরু হয়ে গেছে, ইয়া আল্লাহ পাক আপনি,সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করো আমিন।

30/03/2025

ঈদ মোবারক

29/03/2025
29/03/2025

৩০/৩/২০২৫ ই: সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আর ....
বাংলাদেশে ৩১/৩/২০২৫ ই: রোজ সোমবার বাংলাদেশে পবিএ ঈদুল ফিতর।

শুনে খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লাহ😍😍

সবাইকে অগ্রিম জানাই ঈদ মোবারক😍😍

29/03/2025

ঈদের আমেজ শুরু ❤️❤️❤️

29/03/2025

বিদেশ থেকে ঈদে টাকা পাঠাতে না পারলে বাপ-ভাই কল ধরে না।
এটাই প্রবাসীর জীবন

ইসলাম আসলেই সুন্দর ❤️❤️❤️
29/03/2025

ইসলাম আসলেই সুন্দর ❤️❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রূপসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share