It's Says Rashed

It's Says Rashed It's your Boy,s guys. Follow and support me. Thanks all.

27/11/2023
27/11/2023
27/11/2023
20/11/2023

ইস্ এখন যদি স্কুলে পড়তাম তাহলে
নমিনেশন পেপার লাগবে বলেও টাকা মা* র* তে পারতাম 😁

বিয়ে করে কি পেয়েছি?-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা ...
20/11/2023

বিয়ে করে কি পেয়েছি?

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!

-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!

-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!

-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!

-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!

-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)

-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
✌️🙊
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!💙

    ভালো লাগলে শেয়ার করবেন।
15/11/2023


ভালো লাগলে শেয়ার করবেন।

15/11/2023

হীরাকান্তের অদৃশ্য সরোবরে ফোটা কোনো অচিন ফুলের মতো, প্রণয়নীর বিনুনিতে গেঁথে রাখা আছে প্রণয় শত শত।
তুমি থাকলে পাশে সৃষ্টির সকল সুখ চিরসত্য,
অবেলার তুষার গলা জমাট জল, তারকারাজির ঝিলমিল রঙ, তুমি থাকলে পাশে তীব্র আঘাতেও এই ধরণি অমর।
তুমি হৃদয় গহিনে, নীলয়ের আলিঙ্গনে বেঁচে আছো, 'বিচ্ছেদ' তো শুধু একটি শব্দ মাত্র!
অসম্ভব ভালোবাসি আপনাকে ❤️

15/11/2023

বন্ধু যখন খাল কেটে ও কুমির আনতে পারে না!
তখন লে বন্ধু :)

- পিছনের দেয়ালটি রঙিন হলেও সামনে প্লেট হাতে খাবারের জন্যে বসে থাকা মানুষগুলির জীবন কিন্তু মোটেও রঙিন না।💔
15/11/2023

- পিছনের দেয়ালটি রঙিন হলেও সামনে প্লেট হাতে খাবারের জন্যে বসে থাকা মানুষগুলির জীবন কিন্তু মোটেও রঙিন না।💔

14/11/2023

"শুনলেই মন ভালো হয়ে যায় "

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when It's Says Rashed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share