18/07/2025
"লস্কর" সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পচামাড়িয়া ডিগ্রি কলেজে আজ, ১৮ জুলাই শুক্রবার, জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো "লস্কর" সিনেমার শুভ মহরত। ইলমাস মুভিজ এর প্রযোজনায় এবং আসাদুজ্জামান জনি'র পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনের গুণী ও রাজশাহী অঞ্চলের নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের এক মিলনমেলা।
বেশ কিছুদিন আগে প্রযোজনা সংস্থার কর্ণধার ইলিয়াস হোসাইন এই চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি পর্ব, যার সফল সমাপ্তি ঘটল আজকের মহরত অনুষ্ঠানের মাধ্যমে।
বিকেলে পচামাড়িয়া ডিগ্রি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলমাস মুভিজের কর্ণধার ইলিয়াস হোসাইন, প্রধান সহকারী পরিচালক রাসেল আহমেদ, চিত্রনাট্যকার গিয়াস উদ্দিন, কারিগরি সহায়ক হাসমত হাসু সহ অন্যান্য কলাকুশলী। এছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রের অভিনেতা-অভিনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। গণ্যমান্য অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট অভিনেতা আনসার, সাংবাদিক বজলুর রশিদ, আরজে রাকিব, ইমাম হোসেন, টিপু সুলতান, মিঠন হোসেন, ইমন হোসেন, বারফি, ইমন আলী, নাইমুর হায়দার ইমন এবং আরও অনেকে।
পরিচালক আসাদুজ্জামান জনি জানান, "রাজশাহী এবং জাতীয় চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের নিয়ে আমরা ইতিহাস, কাল্পনিক বাস্তবতা নিয়ে সামাজিক সচেতনতামূলক বাংলা সিনেমা 'লস্কর' নির্মাণ করতে যাচ্ছি। আমি আশা করছি, এই সিনেমাটি দর্শকদের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানতে এবং বর্তমান প্রেক্ষাপটে এর মূল বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। শুধু তাই নয়, আমাদের এই সিনেমাতে হাজারের অধিক চলচ্চিত্র অভিনয়কারী শিল্পী অভিনয় করবেন। যার মধ্যে রয়েছেন গুলজার খান। আরও থাকবেন চলচ্চিত্র নায়ক সংগ্রাম খান, নায়িকা হিসেবে থাকবেন সুলতানা, অনামিকা সহ অনেকে ।"
সিনেমার প্রযোজক ইলিয়াস হোসাইন বলেন, "আমরা আমাদের সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করব দর্শকদের আনন্দিত করতে, যাতে তারা বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হন। বাংলা সিনেমার অগ্রগতি ও ধারাকে অব্যাহত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। দর্শকদের খুশি করাই হবে 'লস্কর' সিনেমার মূল লক্ষ্য।"
#লস্কর