05/09/2024
আমি যে মহল্লায় থাকি, পাশেই নূরবাগ জামে মসজিদ। মসজিদের ইমাম সাহেব অত্যন্ত চমৎকার বয়্যান করেন। সেদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ এর জন্য বসে আছি।
- আসসসালামু আলাইকুম.. কেমন আছেন?
- আলহামদুলিল্লাহ ভালো।
- হুজুর একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই।
- কি বিষয়?
- এই বইটির বিষয়ে।
(ততক্ষণে হুজুর বইটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন)
- বলুন,আমি কিভাবে সহযোগিতা করতে পারি?
- প্রতিদিন আমাদের দেশের অন্তত ৩০০ এর অধিক নারী ও শিশু পাচার হচ্ছে, পার্শ্ববর্তী দেশে। কারা এর সঙ্গে জড়িত জানেন?
- কারা?
- হিন্দুরা। তারা মুসলিম মেয়েদের বিয়ে ও সম্পর্কের ফাঁদ পেতে, তাদের সম্ভ্রম কেড়ে নিচ্ছে এবং পাচার করে দিচ্ছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। আপনি যদি মসজিদে এ বিষয়ে আলোচনা করেন, তাহলে অনেক পরিবারের মা বোন এই ধরনের ফাঁদ থেকে রক্ষা পাবে।
- আচ্ছা, আমি বইটি পড়ে আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা করবো।
পরের জুম্মার দিন.... আলোচনার এক পর্যায়ে
- সম্মানিত মুসল্লি ভাইয়েরা। আপনারা কি জানেন, আমাদের দেশে একশ্রেণীর হিন্দু ছেলেরা, আমাদের কোমলমতি মুসলিম বোনদেরকে সম্পর্কের ফাঁদে ফেলছে। কখনো তারা ইসলাম গ্রহণ করার নামে সম্পর্কে জড়িয়ে ফেলছে আমার আপনার বোন ও মেয়েদের, একপর্যায়ে তারা তাদের সম্ভ্রম নষ্ট করছে এবং পাচার এর ঘটনাও ঘটছে। আপনারা কি জানেন, অনুপ পোদ্দার নামের এক হিন্দু দুইশত মেয়ের ইজ্জত নষ্ট করেছে। শুনে গা শিউরে উঠবে প্রতিদিন আমাদের দেশের অন্তত ৩০০ এর অধিক নারী ও শিশু পাচার হচ্ছে, পার্শ্ববর্তী দেশে। গত ১০ বছরে প্রায় এই সংখ্যা ৩ লাখের ওপরে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা আপনার বোন ও মেয়েদের দিকে নজর রাখুন। তারা কোথায় যায়,কার সঙ্গে মিশে, কার সঙ্গে নোটবুক শেয়ার করে ইত্যাদি।
আর একটি বিশেষ কথা- আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন। বইটির নাম 'সেইভ আওয়ার সিস্টার্স', এই বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন গেরুয়া সন্ত্রাসদের নতুন এই চক্রান্ত। বইটির মূল্য খুবই সামান্য মাত্র ১৩০ টাকা, আপনারা প্রত্যেকেই বইটি সংগ্রহ করুন। দারুল ইলম, প্রকাশনীর ওয়েবসাইট এবং রকমারিতেও পাবেন বইটি। আল্লাহ্ আমাদের বোন ও মেয়েদেরকে এই নতুন ফিতনা থেকে বাঁচার তাউফিক দান করুন। আমিন।
প্রযত্নে
সোহাগুর রহমান