NFSC - Shawrapara BookZone

NFSC - Shawrapara BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটিতে ক্লাব কর্তৃক পরিবেশিত বা প্রকাশিত বইসমূহ পাওয়া যায়।

সর্বপ্রথম বিশ্ব বই দিবসের ধারনাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে ১৯২৩ সালে। তার প্রিয় লেখক( স্পেনে...
23/04/2022

সর্বপ্রথম বিশ্ব বই দিবসের ধারনাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে ১৯২৩ সালে। তার প্রিয় লেখক( স্পেনের বিখ্যাত লেখক) মিগেল দে থের্ভান্তেসকে সন্মান জানাতে তার জন্মবার্ষিকী ৭ অক্টবর এই দিবসটি পালন শুরু করেন। পরবর্তীতে তার মৃত্যুবার্ষিকী ২৩ এপ্রিল দিবসটি স্থানান্তর করা হয়। বলা হয়ে থাকে- শেক্সপিয়র, সত্যজিৎ রায়, ইনকা গার্সিলাসো ডে লা ভেগাসহ প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের জন্ম ও প্রয়ান দিবসও ২৩ এপ্রিল আর তাই এই দিনটিকেই বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।

১৯৯৫ সালের ২৩ এপ্রিল ইউনেস্কো "ওয়ার্ল্ড বুক এন্ড কপিরাইট ডে" হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। যা বিশ্ব বই দিবস নামেও পরিচিত। বিশ্ব বই দিবস পালনের উদ্দেশ্য, বই পড়তে সবাইকে উৎসাহ দেওয়ার পাশাপাশি, মেধাস্বত্ব রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া।

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪*সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ডসভ্যতার ভিত্তিমূলডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০...
16/04/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১৫০০ টাকা!

লেবাননের শরণার্থী সিরিয়ান শিশু হুসাইন। বয়স মাত্র ১০ বছর। সম্প্রতি তার এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন লেবাননের তরুণ...
06/04/2022

লেবাননের শরণার্থী সিরিয়ান শিশু হুসাইন। বয়স মাত্র ১০ বছর। সম্প্রতি তার এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন লেবাননের তরুণ প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক রডারিক ম্যাগামাস। তিনি তার অফিসের পাশে ময়লার ভাগারে মনোযোগ দিয়ে বই পড়তে দেখেন হুসাইনকে। তার চার বোন ও অসুস্থ বাবাকে সহযোগিতা করতে প্রতিদিন স্কুল ছুটির পরের সময় টুকুতে টোকাইয়ের কাজ করে সে।

সামনে আসছে সায়েন্সভেঞ্চার কালেকটর্স এডিশন!!!
16/03/2022

সামনে আসছে সায়েন্সভেঞ্চার কালেকটর্স এডিশন!!!

দ্বিমুখী!প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই...
13/03/2022

দ্বিমুখী!

প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই আনলে কেমন হয়, যারও দুটো আলাদা চরিত্র একসাথে থাকবে; বই একটি তবে তার চরিত্র হবে দুইটি!

“নট ফর সেল ক্লাব” নিয়ে আসতে তালিকাভূক্ত করেছে এমন একটি বই, সরি দুইটি বই, সরি একটি বই; যার দ্বিমুখী চরিত্র থাকছে……!!!

বইটি হাতে নিয়ে আপনাকে ভাবতে বাধ্য হতে হবে আপনি কোন দিকটা বেছে নেবেন; বইটি এটি প্রমাণ করতে সক্ষম হবে: “মানুষ মাত্রই দ্বিমুখী”……

আসছে বাংলা প্রকাশনা জগতে প্রথম “দ্বিমুখী বই”……

কাজ চলছে……বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব!
13/03/2022

কাজ চলছে……

বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব!

কাজ চলছে……বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব! “নট ফর সেল ক্লাব” এমন একটি বইয়ের জন্ম দিতে চেষ্টা করবে, যে বইটি বাংলাদেশে...
20/02/2022

কাজ চলছে……

বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব! “নট ফর সেল ক্লাব” এমন একটি বইয়ের জন্ম দিতে চেষ্টা করবে, যে বইটি বাংলাদেশের সকল বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীদের অবশ্য পাঠ্য হবে!

শুভকামনা রাখবেন!

মানুষ তাদের প্রকৃত স্বভাবের ব্যাপারে অজ্ঞ এবং সেই অজ্ঞতার কারনে তারা বারবার কষ্ট ভোগ করে।
06/02/2022

মানুষ তাদের প্রকৃত স্বভাবের ব্যাপারে অজ্ঞ এবং সেই অজ্ঞতার কারনে তারা বারবার কষ্ট ভোগ করে।

একটা গ্রাফিক্স নোবেল কালেক্টর'স এডিশন অন্যটি পেপারব্যাক।  বুঝতে পারা যাচ্ছে কোনটি কোন বই? আমাদের পেপারব্যাক এতোটাই ভালো ...
02/02/2022

একটা গ্রাফিক্স নোবেল কালেক্টর'স এডিশন অন্যটি পেপারব্যাক। বুঝতে পারা যাচ্ছে কোনটি কোন বই?
আমাদের পেপারব্যাক এতোটাই ভালো হয়েছে।
পেপারব্যাকের দ্বিতীয় সংস্করণ শীঘ্রই আমাদের হাতে এসে পৌঁছাবে।
আগ্রহী পাঠকেরা প্রায় নির্মান মূল্যে পেপারব্যাক সংগ্রহ করতে পারেন।

বুকজোন লিঙ্ক
https://www.facebook.com/dola.faliaofficial/

যা হবে…***পৃষ্ঠা সংখ্যা: ৪৬০বইয়ের উচ্চতা: প্রায় ১২ ইঞ্চি!ধরণ: বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!বিষয়বস্তু: পৃথিবী...
30/01/2022

যা হবে…
***

পৃষ্ঠা সংখ্যা:
৪৬০

বইয়ের উচ্চতা:
প্রায় ১২ ইঞ্চি!

ধরণ:
বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!

বিষয়বস্তু:
পৃথিবীর ৪৬০ কোটি বছরের পরিবর্তনের গল্প!

লক্ষ্য:
Ripley’s Belive It or Not! কোয়ালিটি পেছনে ফেলে দেওয়া!

ঘোষণাঃ আমরা এখন গভঃ সার্টিফাইড প্রকাশনা সংস্থা।
29/01/2022

ঘোষণাঃ

আমরা এখন গভঃ সার্টিফাইড প্রকাশনা সংস্থা।

“নট ফর সেল ক্লাব” বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে; বইটি সৃজনশীল প্রকাশন...
30/12/2021

“নট ফর সেল ক্লাব” বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে; বইটি সৃজনশীল প্রকাশনা জগতের একটি অমোচনীয় মাইলফলক হিসাবে বিবেচিত হবে ইতিহাসের পাতায়!

সম্ভবত এই বইটি দিয়ে “নট ফর সেল ক্লাব” আন্তর্জাতিক প্রকাশনার সকল মান ছুয়ে ফেলতে সক্ষম হবে! এখন কেবল এটাই ভবিষ্যতবাণী (নিষিক্ত প্রদত্ত): এটির “ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন” হবে সমগ্র জীবনের গর্বিত অর্জনের মধ্যে একটি! সহ-উৎসবে স্বাগতম!

বিঃদ্রঃ
সংযুক্ত ছবি বইটির দুটি পৃষ্ঠার সংযোগস্থল!

নট ফর সেল ক্লাব "The Book of Woman by OSHO" বইটি অনুবাদ করে অচিরেই প্রকাশ করতে যাচ্ছে “নারীকথন” নামে।অনুবাদক ডালিয়া আফরো...
22/12/2021

নট ফর সেল ক্লাব "The Book of Woman by OSHO" বইটি অনুবাদ করে অচিরেই প্রকাশ করতে যাচ্ছে “নারীকথন” নামে।
অনুবাদক ডালিয়া আফরোজ অনুবাদ করেছেন। সম্পাদনায় ছিলেন শিরিন শবনম এবং নবনী প্রিয়দর্শিনী সহযোগী হিসেবে।

শিরিন শবনমের কথায়- “নারীকথন” শুধু নারীদের নয়; “নারীকথন” পুরুষ-নারী মিলিয়ে যে মানবগোষ্ঠী - তাদের সকলের। পুরুষ নারীর সঙ্গী, নারীও পুরুষের সঙ্গী। কাউকে বাদ দিয়ে অথবা কাউকে ছোট বা বড় করে রেখে জীবন আসলেই পূর্ণতার আলো পায় না। দূর্ভাগ্য হলো আমরা তা বুঝিই না। নারী-পুরুষ একে অপরের বড় বা ছোট, আগে বা পিছে নয় বরঞ্চ একে অপরের পরিপূরক; সঙ্গী। সমঅধিকার বিষয় নয়। বিষয় যার যার প্রাপ্য অধিকার। এ কথাটা যেদিন সকলে অন্তরে নিতে পারবে, সহনশীলতায় নিতে পারবে, বোধে নিতে পারবে - সেদিন হয়তো নারীকথনের প্রয়োজন হবে না। তার আগ পর্যন্ত “নারীকথন” গুনগুন করতেই থাকবে বোধপ্রাপ্ত মানুষের হৃদয়ে মমতায় ভেজা ট্যাভার্নে।"

"মহম্মদচরিত""হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামাণ...
21/12/2021

"মহম্মদচরিত"

"হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামাণ্য জীবনকাহিনি হল "মহম্মদচরিত"।" কৃষ্ণকুমার মিত্র রচিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৮ সালে; বর্তমানে চলমান থাকা কলকাতার "সাহিত্যবিহার" কতৃক ২০১৮ সালে প্রকাশিত ১২২ পৃষ্ঠার গ্রন্থটির লিখিত মূল্যমান ১২০ রুপি। সম্প্রতি বাংলাদেশের "বুক অফ বেঙ্গল" থেকে গ্রন্থটির ২৪০ পৃষ্ঠার একটি নতুন সংস্করণ বের করা হয়েছে, যার লিখিত মূল্যমান ৩৭৫ টাকা!

সকল পাঠককে তাঁর নিজস্ব পছন্দ অনুসারে যেকোনো প্রকাশনার গ্রন্থটি পড়ে দেখার আহ্বান জানাচ্ছি! প্রসঙ্গত "নট ফর সেল ক্লাব" গ্রন্থটির "ডিরেক্টর'স এডিশন", "কালেক্টর'স এডিশন" এবং "পেপারব্যাক এডিশন" নিয়ে আসার পরিকল্পনা করছে; ক্লাব আশা করে আগত সংস্করণটি গ্রন্থ প্রকাশনায় নতুন মাইলফলক তৈরি করতে পারবে!

Address

Ibrahimpur Bazar Road
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Shawrapara BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Shawrapara BookZone:

Share