
23/04/2022
সর্বপ্রথম বিশ্ব বই দিবসের ধারনাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে ১৯২৩ সালে। তার প্রিয় লেখক( স্পেনের বিখ্যাত লেখক) মিগেল দে থের্ভান্তেসকে সন্মান জানাতে তার জন্মবার্ষিকী ৭ অক্টবর এই দিবসটি পালন শুরু করেন। পরবর্তীতে তার মৃত্যুবার্ষিকী ২৩ এপ্রিল দিবসটি স্থানান্তর করা হয়। বলা হয়ে থাকে- শেক্সপিয়র, সত্যজিৎ রায়, ইনকা গার্সিলাসো ডে লা ভেগাসহ প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের জন্ম ও প্রয়ান দিবসও ২৩ এপ্রিল আর তাই এই দিনটিকেই বিশ্ব বই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।
১৯৯৫ সালের ২৩ এপ্রিল ইউনেস্কো "ওয়ার্ল্ড বুক এন্ড কপিরাইট ডে" হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। যা বিশ্ব বই দিবস নামেও পরিচিত। বিশ্ব বই দিবস পালনের উদ্দেশ্য, বই পড়তে সবাইকে উৎসাহ দেওয়ার পাশাপাশি, মেধাস্বত্ব রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া।