Mariam Shopping Stall

Mariam Shopping Stall Trusted Online Shop

03/08/2025

সঠিক পুরুষের কাছে “শ‍্যামলা সাদামাটা নারীটাও তার চোখে বিশ্বসুন্দরী।”❤️‍🩹🕊️

USB Rechargeable Portable Juicer/Blender আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি  ইউ.এস.বি রিচার্জেবল পোর্টেবল জুসার। এই ব্লেন্ডার ...
15/07/2025

USB Rechargeable Portable Juicer/Blender

আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইউ.এস.বি রিচার্জেবল পোর্টেবল জুসার। এই ব্লেন্ডার দিয়ে প্রায় সবধরনের ফল খুব সহজে এবং ভালোভাবে ব্লেন্ড করতে পারেবন। রিচার্জেবল হওয়ায় কারেন্ট না থাকলেও বা ভ্রমণের সময় এটি ব্যবহার করে জুস তৈরি করতে পারবেন।
পন্যের বিবরণঃ
• USB রিচার্জেবল ব্লেন্ডার
• SUS 304 এসিড প্রুফ স্টেইনলেস স্টিল ব্লেড
• নন-টক্সিক ফুড গ্রেড সিলিকন ম্যাটেরিয়াল
• ফ্রুট বা ভেজিটেবল জুস তৈরি করার জন্য আদর্শ একটি পণ্য
• পরিষ্কার করা সহজ
• ফুড গ্রেড ম্যাটেরিয়াল
• ফুল চার্জে 10-12 বার ব্যবহার করা যায়
• যে কোন স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন
• অন/অফ সুইচ
• বটল ক্যাপাসিটি: 3৪0ML
• মটর টাইপ: DC3.6V
• মটর স্পিড: 15000-22000rpm
• ব্যাটারি: 2000 mAh, 3.7V
• ম্যাটেরিয়াল: PP প্লাস্টিক

▪️ সারা বাংলাদেশ এ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়

তাই তোএটাই সত্যি হবে ☹️😥😏
14/07/2025

তাই তো
এটাই সত্যি হবে ☹️😥😏

আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন অতঃপর তাকে বলেছিলে...
14/07/2025

আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন অতঃপর তাকে বলেছিলেন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ৫৯)

আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। ’ (সুরা হুজুরাত, আয়াত : ১৩)

পবিত্র কোরআনের একাধিক স্থানে বলা হয়েছে, মানবজাতিকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ বলেন, ‘কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা। ’ (সুরা সাজদা, আয়াত : ৭)

অন্য আয়াতে এসেছে, ‘পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে (মানুষকে) সৃষ্টি করেছি। ’ (সুরা আর-রহমান, আয়াত : ১৪)

মাতৃগর্ভে আল্লাহ শিশুর পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন। শিশুরা মাতৃগর্ভে তিনটি পর্দার অন্তরালে অবস্থান করে। আল্লাহ বলেন, ‘তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে। একের পর এক ত্রিবিধ অন্ধকারে। ’ (সুরা ঝুমার, আয়াত : ৬)

নারী ও পুরুষের বীর্যের সংমিশ্রণ ঘুরতে থাকে এবং কয়েক ঘণ্টার মধ্যে এর চতুর্দিকে একটি আবরণের সৃষ্টি হয়। যাতে করে ভ্রূণটি ধ্বংস হতে না পারে। এরপর আস্তে আস্তে একবিন্দু রক্তকণায় পরিণত হয় এবং সেই রক্তকণা গোশতপিণ্ডে ও অস্থিমজ্জায় পরিণত হয়, এভাবেই সৃষ্টি হয় মানবশিশু। (বিজ্ঞান না কোরআন, পৃষ্ঠা ১০৯-১১০)

মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। অতঃপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আঁধারে (জরায়ুতে) স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে গোশত দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুনরূপে করেছি। ’ (সুরা মুমিনুন, আয়াত : ১২-১৪)

14/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার বাসা থেকে ঘুরে আসবো!!❤

👧 বেবি পার্টি লেহেঙ্গাআপনার ছোট্ট রাজকন্যার জন্য স্টাইলিশ ও আরামদায়ক লেহেঙ্গা খুঁজছেন? এই পার্টি লেহেঙ্গাটি এসি নেট ফ্যা...
16/05/2025

👧 বেবি পার্টি লেহেঙ্গা

আপনার ছোট্ট রাজকন্যার জন্য স্টাইলিশ ও আরামদায়ক লেহেঙ্গা খুঁজছেন? এই পার্টি লেহেঙ্গাটি এসি নেট ফ্যাব্রিক এবং আড়ি কাজের সমন্বয়ে তৈরি, যা বাচ্চাদের জন্য আরামদায়ক এবং আকর্ষণীয়।

✨ ফ্যাব্রিক ও ডিজাইন:

ফ্যাব্রিক: উচ্চমানের এসি নেট, যা হালকা ও আরামদায়ক।

ডিজাইন: আড়ি কাজের মাধ্যমে সজ্জিত, যা লেহেঙ্গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

কালার অপশন: বিভিন্ন রঙে উপলব্ধ, যেমন লাল, গোলাপি, নীল ইত্যাদি।

📏 সাইজ গাইড:

বাচ্চাদের বয়স অনুযায়ী সঠিক সাইজ নির্বাচন করতে নিচের চার্টটি অনুসরণ করুন:

সাইজ বয়স (বছর) লেহেঙ্গা দৈর্ঘ্য (ইঞ্চি) বডি মাপ (ইঞ্চি)

24 ১-২ ২২ ২২

26 ২-৩ ২৪ ২৩

28 ৩-৪ ২৬ ২৪

30 ৪-৫ ২৮ ২৫

32 ৫-৬ ৩০ ২৬

34 ৭-৯ ৩২ ২৭

36 ১০-১২ ৩৪ ২৮

টিপস: বাচ্চার শারীরিক গঠনের উপর ভিত্তি করে ১ সাইজ ছোট বা বড় নিতে পারেন।

সিলিকন চামচ
21/04/2024

সিলিকন চামচ

Product ParametersProduct Name: Rechargeable & PORTABLE FANWorking voltage: 3.7V 5VBattery power: 2000 mAh Input: 5V 1AR...
21/04/2024

Product Parameters

Product Name: Rechargeable & PORTABLE FAN

Working voltage: 3.7V 5V
Battery power: 2000 mAh

Input: 5V 1A

Rated Power: 5W
Ex*****on Standard: GB4706.1
সাথে আকর্ষণীয় একটি গিফট বক্স ।
ব্যাটারি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে ইনশাআল্লাহ

Huge stock available

Hand fanInbox for order....
21/04/2024

Hand fan
Inbox for order....

বেবি সানগ্লাস নিতে চাইলে ইনবক্সে মেসেজ করুন
21/04/2024

বেবি সানগ্লাস নিতে চাইলে ইনবক্সে মেসেজ করুন

আইস রোলার
21/04/2024

আইস রোলার

তীব্র গরমে এবং প্রচণ্ড লোডশেডিং এর সময়ে নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য চলে আসলো Rechargeable Mini Fan ✅✅ Available in ...
21/04/2024

তীব্র গরমে এবং প্রচণ্ড লোডশেডিং এর সময়ে নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য চলে আসলো Rechargeable Mini Fan ✅✅ Available in stock

এই মিনি ফ্যানটি সবার প্রয়োজন কেন?
📌 সাইজে ছোট তাই সহজেই বহনযোগ্য। কোথাও ঘুরতে যেতে চাইলে যে কেউ সাথে করে এটি নিয়ে যেতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করতে পারবেন।
📌মেকআপ প্রিয় আপুরা চাইলে তাদের মেকআপ ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারবেন ।
একবার ফুল চার্জ দিলে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট ব্যবহার করতে পারবেন।
📌USB ক্যাবল অথবা মোবাইল চার্জার এর মাধ্যমে চার্জ দিতে পারবেন ।
আপনার প্রয়োজন অনুযায়ী ফ্যান এর বাতাস এর স্পিড বাড়াতে ও কমাতে পারবেন।

📌স্কুল , কলেজ , ভার্সিটি এবং অফিস করেন এমন আপু এবং ভাইয়াদের জন্য অসাধারণ একটি ফ্যান।

Address

Dhaka Mirpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mariam Shopping Stall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share