নীলকমল ইউনিয়ন - Nilkamal Union

নীলকমল ইউনিয়ন - Nilkamal Union

নীলকমল ইউনিয়ন একটি সুন্দর ও আধুনিক ইউনিয়ন

06/04/2025

ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রসঙ্গে -

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

প্রি ভাইয়েরা,
আগামীকাল ৭'এপ্রিল "নীলকমল ইউনিয়ন.
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ফিলিস্থিন ইস্যুতে এক বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে" ইনশা আল্লাহ।

সময়: আগামীকাল বাদ মাগরিব
স্থান: মুন্সির হাট কেন্দ্রীয় মসজিদ ।

প্রস্তুতি:

★ সর্বোচ্চ দাওয়াতি কাজ করা অনলাইন ও অফলাইনে

★সবাই যার যার বন্ধু ভাই সবাইকে নিয়ে আসবেন

★দলমত নির্বিশেষে সবাইর উপস্থিতি কামনা করেছি

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের মজলুম ভাইদের যাতনা দূর করে প্রশান্তি বিনিময় করুন। মজলুম মুসলিম মিল্লাতের জন্য আমাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রতিবাদ উচ্চাসিত করুন। আমীন।
Copy Post

ইসরাইল বিরোধী বিক্ষোভ-সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ গণবিক্ষোভে পরিণত করুন-ড. মুহাম্মদ রেজাউল করিমদখলদার ইসরাইলী বাহিনীর ন...
06/04/2025

ইসরাইল বিরোধী বিক্ষোভ-সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ গণবিক্ষোভে পরিণত করুন
-ড. মুহাম্মদ রেজাউল করিম

দখলদার ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে ৭ এপ্রিল বিকেল ৪ ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ- সমাবেশকে স্মরণকালের সর্ববৃৎ গণবিক্ষোভে পরিণত করা আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

06/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আগামীকাল বাদ আছর চরফ্যাশন বাজার মডেল মসজিদ থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী হায়নাদের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখা কর্তৃক এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিছিলে আপনার ওয়ার্ড থেকে ১০০শত লোক নিয়ে উপস্থিত থাকবেন। এটা আমাদের ঈমানী দায়িত্ব।

প্রকৃতির বিচার বড়ই নির্মম!ছবিটা দেইখা মনে বড়ই শান্তি পাইলাম। কারনএই ব্যক্তির এতোই ক্ষমতার দাপট ছিলো নিজ দলের বড় বড় নেতার...
15/08/2024

প্রকৃতির বিচার বড়ই নির্মম!
ছবিটা দেইখা মনে বড়ই শান্তি পাইলাম। কারন

এই ব্যক্তির এতোই ক্ষমতার দাপট ছিলো নিজ দলের বড় বড় নেতারাও তার বিরুদ্ধে কথা বলতে পারতো না অনেক আলেম, সাধারন মানুুষ তার কাছে লাঞ্ছিত হয়েছেন কর্মের ফল দুনিয়াতেই পাইলেন
#চেয়ারম্যান রানিং -আবুবকরপুর ইউনিয়ন।

15/08/2024

ঢাকায় ছিনতাই করতে গিয়ে মানুষের হাতে গণধোলাই খাইলেন, নূর হুদা, নীলকমল ইউনিয়নে কম ছুরি ছিনতাই করে নাই, অনেক মানুষের গায়ে হাত তুলেছে, অনেক মুরুব্বিদের গায়ে হাত দিয়েছেন অসম্মান করেছে আজকে মানুষের হাতে ধরা খেয়েছে। 🤣🤣🤣।

14/08/2024

ঢাকায় ছিনতাই করতে গিয়ে মানুষের হাতে গণধোলাই খাইলেন, নীলকমল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাকিল কট 🤣🤣🤣

10/08/2024

সরকারি কর্মকর্তাদের বলছি, বেতনে না পোষালে চাকরি ছেড়ে দিন তবও ঘুষ খাবেন না। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার বসে আছে।

10/08/2024

লক্ষ্মণ সেনের পর এই বাংলা থেকে প্রথম কোন রাষ্ট্রের প্রধাণ পলায়ন করলেন। বেশি না মাত্র ৮১৮ বছরের রেকর্ড ভাঙ্গলেন।

10/08/2024

শিক্ষা প্রতিষ্ঠানে সকল পাঠ্য পুস্তকে হযরত মুহাম্মদ( সঃ)এর জীবনী
অন্তর্ভুক্ত করা হোক।

10/08/2024
10/08/2024

কি সব উল্টাপাল্টা স্বপ্ন দেখি ইদানিং!
আজ স্বপ্নের মধ্যে দেখলাম ফারাক্কা বাঁধের সামনে দিয়ে আমরা আরেকটা বাঁধ নির্মাণ করে ফেলছি!
কি আজব বলেন তো!

Address

Nilkamal Union, Charfassion, Bhola
Dhaka
8340

Alerts

Be the first to know and let us send you an email when নীলকমল ইউনিয়ন - Nilkamal Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নীলকমল ইউনিয়ন - Nilkamal Union :

Share