30/11/2022
#ডায়াপার সমাচার:
অনেকেই জানতে চায় ডায়াপার পরানো ভাল না খারাপ? ডায়াপার ব্যবহারের সঠিক নিয়ম কি? ইত্যাদি।
ডায়াপার উন্নত দেশের আবিষ্কার,তারা বহু গবেষনা করেই ডায়াপার বানায়ছে,তাদের বহু জেনারেশন আগে থেকেই ডায়াপার পরে।ডায়াপার পরেছে অনেকেই করোনার টিকা(উদাহরণ দেওয়ার জন্য বলা) আবিষ্কারের সাথে যুক্ত,এখন যদি ডায়াপার পরাইলে বাচ্চার কোন ক্ষতি হয় তাইলে তাদের ক্ষতি হইত তারা আর করোনার টিকা বানাতে পারত না।তাইলে উন্নত দেশের আবিষ্কার করোনার টিকায় যদি সমস্যা না হয় ডায়াপারে কেন হবে? এরচেয়ে ফানি আর সহজ ভাবে বোঝানো সম্ভব না।বিশ্বের কোটি কোটি বাচ্চা,ডায়াপার পরে বড় হয়েছে এবং হচ্ছেও,সুতরাং এটা ক্ষতিকর না।নিজ অভিজ্ঞতা থেকে বলব আমার ছেলে জন্মের পর থেকে ডায়াপার পরছে আজ ৪ মাস,আলহামদুলিল্লাহ্ কোন সমস্যা হয়নি,সঠিক নিয়মে পরালে সমস্যা হয়ও না,হলে খুব কম,এবং তা দ্রুত ভাল হয়ে যাওয়ার কথা।
⭕ডায়াপার ব্যবহারের সঠিক নিয়ম আমার অভিজ্ঞতা থেকে হলো:
১) ভাল মানের ডায়াপার হতে হবে✅,কমদামি লুজ ডায়াপার অথবা মেয়াদ নাই ডায়াপার কিনবেন না❌।
২) ডায়াপারে হিসু থাকলে ৩-৪ঘন্টা, ম্যাক্সিমাম ৫ঘন্টার মধ্যে অবশ্যই চেঞ্জ করবেন,হাগু করলে সাথে সাথে✅।প্যাম্পারস এবং কিছু ডায়াপারে লেখা থাকে upto 12hours কিন্তু সত্য হলো কোন কোম্পানির ডায়াপার এতক্ষন সুরক্ষা দেয় না,এতক্ষন ব্যবহার করা নিরাপদও না,এমনকি রাতেও না❌।
৩) হাগু করলে পাছা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন,হিসু করলে ওয়াইপ্স দিতে মুছে দিবেন✅।
৪) রাতে বাচ্চা ঘুমের মধ্যে অবশ্যই ডায়াপার ৪-৫ ঘন্টার মধ্যে চেঞ্জ করবেন✅।
৫) ডায়াপার চেঞ্জের সময় পাছা পানি দিয়ে ধুয়ে/ওয়াইপ্স দিয়ে মুছে দেবার পর ট্যিসু দিয়ে আলতো চেপে ড্রাই করে নিবেন,তাইলে র্যাশ হবার চান্স কম✅ ডায়াপার পরানোর সময় পাছা যাতে ভেজা অথবা ভেজা ভাব না থাকে❌।
৬) ওয়াইপ্স দিয়ে পাছা মোছার সময় অবশ্যই জোরে ঘষে ঘষে পাছা মুছবেন না স্কিনের ক্ষতি হয়,অনেক সময় স্কিন ফেটে যায়,লাল হয়ে যায়❌।
৭) প্রতিবার ডায়াপার চেঞ্জের সময় নারিকেল তেল/ন্যাপি ক্রিম/ভ্যাসলিন/সুডো ক্রিম কিছু একটা দিবেন।আর র্যাশ হলে জিংক সমৃদ্ধ ডায়াপার ক্রিম/জিংক ক্রিম/ডি-র্যাশ ক্রিম জাতীয়✅।
৮)ডায়াপার ফেলার জন্য রুমে এক্টা ঢাকনাওয়ালা ছোট বালতি/ময়লার বিন রাখবেন সেখানে সবসময় ডায়াপার ফেলবেন পরে ময়লাতে✅।এতে ডায়াপার থেকে ঘরে জীবাণু ছড়াবে না।✅ বাসার যেখানে সেখানে ডায়াপার চেঞ্জের পর ফেলে রাখবেন না❌
৯) বাচ্চার বয়স/ওজন অনুযায়ী সঠিক মাপের ডায়াপার ব্যবহার করছেন✅,ছোট/বড় নয়❌।
১০)ডায়াপার একটু টাইট করে পরাবেন যাতে বাচ্চার নড়াচড়ায় ঢিলা না হয়,খুলে না যায়✅।তবে খুব টাইট করে পরাবেন না স্কিনে দাগ বসতে পারে,ঢিলা করে পরালে লিক করবে❌। ডায়াপারের ২সাইডে যে এলাস্টিক থাকে সেটা টেনে বাহির করে পরাবেন তাইলে সুন্দরভাবে ফিট হবে✅।
শুনতে এত নিয়ম মনে হলেও ৩-৪দিন পর দেখবেন অভ্যস্ত হয়ে গেছেন।সঠিক নিয়মে ডায়াপার ব্যবহার করুন,বাচ্চা ব্যবহার করে আরাম পাবে,সাথে আপনিও।
কোন প্রশ্ন/মন্তব্য থাকলে/কোন পয়েন্ট এড করতে চাইলে কমেন্ট করুন,ধন্যবাদ সবাইকে।
আল্লাহুম্মা বারিক লাহু।
Collected