16/10/2025
মহাভারত ঃ-- মানব জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আশা - হতাশা, ধর্ম - অধর্ম সেই সবকিছুর চরিত্রায়নই হলো মহাভারত।
০১. ** কুরুক্ষেত্র ঃ-- কুরুক্ষেত্র কি কেবল এক ফাঁকা মাঠ! না, কুরুক্ষেত্র হলো মানব মনের মুক্ত চিন্তার চারণভূমি। সেই চারণভূমিতে প্রতিদিন লোভের সংগে ত্যাগের সংঘাত, সত্যের সংগে মিথ্যার সংঘাত, ইত্যাদি ঘটছে।
০২. ** কৌরব কারা ঃ-- মানুষের মনে যতপ্রকার ধ্বংসাত্মক গুণাবলী রয়েছে, তাহাই কৌরব।
০৩. ** পাণ্ডব কারা ঃ-- মানুষের মনের গঠনাত্মক গুণাবলীই হলো পাণ্ডব।
🌺👈 কৌরব শক্তি ঃ--
০১. দুর্যোধন --- আমাদের লোভ আর দম্ভ।
০২. দুঃশাসন --- আমাদের কামনা আর লাম্পট্য।
০৩. ধৃতরাষ্ট্র ---- আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা।
০৪. শকুনি ---- আমাদের মনের যত কুটিলতা।
০৫. কর্ণ ---- আমাদের মনের যত অভিমান।
০৬. ভীষ্ম ---- আমাদের গর্ব আর প্রতিজ্ঞা।
০৭. দ্রোণাচার্য্য --- আমাদের শিক্ষা ব্যবস্থা।
০৮. শিখন্ডী --- আমাদের মনের দুর্বলতা।
০৯. কর্ণের রথের "চাকা" বসে যাওয়া --- আমাদের দুর্ভাগ্য।
🍀👋 পান্ডব শক্তি ঃ---
০১. যুধিষ্ঠির ঃ--- আমাদের সত্য, ত্যাগ আর ধর্ম।
০২. ভীম ঃ--- আমাদের পৌরুষত্ব আর বীরত্ব।
০৩. অর্জুন ঃ--- আমাদের নিষ্ঠা ও শ্রম।
০৪. অভিমন্যু ঃ--- আমাদের যৌবন শক্তি।
★ বিদূর ঃ --- আমাদের বিবেক।
★ শ্রী কৃষ্ণ ঃ--- আমাদের আত্মা। পরমাত্মার অংশ, যা আমাদেরকে আলোর পথে চালিত করে।
★ দ্রৌপদী ঃ--- আমাদের আত্মার সন্মান।
★ দ্রৌপদীর বস্ত্রহরণ ঃ--- আমাদের আত্মার লাঞ্ছনা, অপমান,অসম্মান।
★ কুন্তীর কুমারী মাতৃত্বঃ --- সমাজের তথাকথিত প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।
🥰✍️ অর্থাৎ, মহাভারতে মানুষের সব দোষ আর গুণকে, এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।
© তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী, যাতে জীবনের দর্শনকে টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।
® সব মানুষই জন্মগতভাবে পশু। তাকে যদি মনুষত্বে উত্তীর্ণ হতে হয়, তাহলে তাকে পান্ডব হয়ে,কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে জয়ী হতে হলে, তাকে মহাভারতের এই দর্শন শিখতে হবে এবং জীবনে তার সঠিক প্রয়োগ করতে হবে।
💦 "যথা ধর্ম, তথা জয়" 💦