25/08/2025
বিদায় অদ্ভুদ বেদনাময়। আগে ভাবতাম বাহিরে চলে যাব, আর চলে গেলে কার ই বা কি হবে। আগামীকাল ছোট মামা দেশের বাহিরে যাচ্ছেন শান্তিরক্ষা মিশনে, আজ দেখা করতে গেলাম, দেখা শেষে বিদায় নেয়া/দেয়ার সময় কেমন এক অদ্ভুদ বেদনা অনুভব করছিলাম,চোখ ভাসিয়ে কাদতেও পারছিলাম না আবার তার দিকে একবার তাকাতেও পারছিলাম না। বুকে কেমন অস্থিরতা কাজ করছিল, কথার সাথে অর্ধমিশ্রিত কান্না আসছিল আর কথা ভেঙ্গে ভেঙ্গে আসছিল। এমন না যে উনি দীর্ঘ সময়ের জন্য যাচ্ছে, ১ বছর বা তার অল্প বেশি সময়ের জন্য।
বিদায় দিয়ে আসার পর থেকে ভাবতে ছিলাম যেসব ব্যাক্তি বছরের পর বছর প্রবাসে আছেন তাদের বাবা মা, সন্তান সন্ততি, বা প্রিয়জনেরা কিভাবে নিজের আপন মানুষকে ছাড়া বছরের পার বছর দিন পার করে!
মামার সফরকে আল্লাহ চিন্তামুক্ত করুক। সুস্থতার সহিত তার গন্তব্যে পৌছানোর এবং ফিরে আসার তাওফিক দান করুক।
আল্লাহুম্মা আমীন