The Empire Of Jara Rajjo

The Empire Of Jara Rajjo Human religion is the biggest religion, so we sing the praises of people. Stay with truth.

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া না ফেরার দেশে। 😥ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি র...
13/03/2025

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া না ফেরার দেশে। 😥

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

কত সুন্দর আয়াত।🌸হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে!❤️[সূরা...
21/01/2025

কত সুন্দর আয়াত।🌸

হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে!❤️

[সূরা ইনশিকাক-০৬]

20/01/2025
যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপনকরবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষগোপন করবেন। ____সহীহ মুসলিম।
18/01/2025

যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন
করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ
গোপন করবেন।
____সহীহ মুসলিম।

মৃত্যু!! অঘোষিত অনন্তকালের একাকী  যাত্রা।চলে যাবার আগে হয়তো কাউকে মাফ করে দেওয়া বা চাওয়ার অবকাশটুকুও থাকে না।  তাই কথা, ...
16/01/2025

মৃত্যু!!
অঘোষিত অনন্তকালের একাকী যাত্রা।
চলে যাবার আগে হয়তো কাউকে মাফ করে দেওয়া বা চাওয়ার অবকাশটুকুও থাকে না।
তাই কথা, কাজে যেন আমরা আরও বিনয়ী হই। আল্লাহর খুশির জন্য আরও বেশী সবর করি,, শোকর গুজার হই।
আল্লাহ আমাদের মাফ করুন,, ঈমানী মৃত্যু দিন। জীবনে এটাই সবচেয়ে বড় সফলতা।

কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ; তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন🍁   _____ডেল  কর্নেগি
23/12/2024

কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ; তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন🍁

_____ডেল কর্নেগি

অল্প খাও, স্বল্প ঘুমাও, কথা কম বলো, গুনাহ থেকে দূরে থাকো,সবসময় কাজ করো, সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো, এসব মানুষ...
17/12/2024

অল্প খাও, স্বল্প ঘুমাও, কথা কম বলো, গুনাহ থেকে দূরে থাকো,
সবসময় কাজ করো, সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো, এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে, সৎ ভালো ও সুভাষী মানুষের সাথে থাকো, ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই, যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ..!
(মাওলানা জালাল উদ্দীন রুমি)❤️

প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ❤️🇧🇩
15/12/2024

প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
❤️🇧🇩

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Empire Of Jara Rajjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Empire Of Jara Rajjo:

Share