JamiaT Media

JamiaT Media আসসালামু আলাইকুম

জমিয়ত মিডিয়া,✅

এগিয়ে যাওয়ার প্রত্যয়।❤

উলামায়ে দেওবন্দ ♥

10/02/2024
শাইখুল হাদিস পরিবার 🥰মাজলুম একটি পরিবার 😌লাখোলাখো জনতার ভালবাসার একটি পরিবার ❣️❣️আল্লামা মামুনুল হক সাহেব এর মুক্তি চাই।
19/03/2023

শাইখুল হাদিস পরিবার 🥰
মাজলুম একটি পরিবার 😌
লাখোলাখো জনতার ভালবাসার একটি পরিবার ❣️❣️
আল্লামা মামুনুল হক সাহেব এর মুক্তি চাই।

মাহে রমজানের আহ্বান!সৌজন্যে : যুব জমিয়ত বাংলাদেশ
19/03/2023

মাহে রমজানের আহ্বান!
সৌজন্যে : যুব জমিয়ত বাংলাদেশ

জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা’র পথে রওয়ানা হয়েছেন আ...
19/03/2023

জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র কাবা’র পথে রওয়ানা হয়েছেন আজ।

আল্লামা তাফহিমুল হক দাঃবাঃ
19/03/2023

আল্লামা তাফহিমুল হক দাঃবাঃ

এস.এস.সি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের JamiaT Media   পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।
28/11/2022

এস.এস.সি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের JamiaT Media পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।

বাংলাদেশের ২৪জন ওয়ায়েজ আলেমের নাম্বার১/আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ০১৭১৮৯২৫৯৩২২/মুফতী দেলোয়ার হোসাইন, আকবর কমপ্লেক্স০১...
28/11/2022

বাংলাদেশের ২৪জন ওয়ায়েজ আলেমের নাম্বার
১/আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী
০১৭১৮৯২৫৯৩২
২/মুফতী দেলোয়ার হোসাইন, আকবর কমপ্লেক্স
০১৭১১১৫৩০২৯
৩/মাওঃ খোরশেদ আলম কাসেমী, ঢাকা
০১৭১১৩১১৫০৪
৫/মাওঃ জুনায়েদ আল হাবিব, বি-বাড়ীয়া
০১৭১১১২৫৪৯৭
৬/আল্লামা ড. মুশতাক আহমদ, ঢাকা
০১৭১৫৪৩৭৪৪৫
৭/মাওঃ ইয়াহইয়া মাহমুদ, ফরিদপুর
০১৮১৯২১৯৩৭৪
৮/মাওঃ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মানিকগঞ্জ
০১৭১১৩৭৯৫১২
৯/মাওঃ হাফিজুর রহমান ছিদ্দীকী, কুয়াকাটা
০১৭১৭৩০৩২৩৫
১০/মাওঃ মুশতাকুন্নবী, কুমিল্লা
০১৬৭১৮১০০৮০
১১/মাওঃ মেরাজুল হক কাসেমী, বি-বাড়ীয়া
০১৭১১৩৬২৫৭৯
১২/মুফতী মুহসিনুল করিম, বি-বাড়ীয়া
০১৭১৮৫৬৭৫১৫
১৩/মাওঃ আব্দুল বাসেত খানঁ, সিরাজগঞ্জ
০১৭১১০৪৯৮৪৫
১৪/ মুফতী শরীফ বিন আহমাদ বিজয়পুরী, কুমিল্লা
০১৯৬৮৪৯৫৫২৫
১৫/মাওঃ রাফি বিন মুনির, সিলেট
০১৭৩৭১১৮৮৭৮
১৬/মাওঃ রিজওয়ান রফিকী, যশোর
০১৯২০২৯৩২৬৪
১৭/মুফতি মাহমুদ উল্লাহ আতিকী, ঢাকা
০১৭৩২৩১৬০০৯
১৮/মুফতী ওয়ালী উল্লাহ, নেত্রকোনা
০১৭১১০১০২৭৬
১৯/মুফতী আনোয়ার হোসাইন চিশতী,নরসিংদী
০১৮১৯১৫২৫১৩
২০/মাওঃ আবরারুল হক হাতেমী, মুন্সিগঞ্জ
০১৭৮০০৮০০৪০
২১/ মুফতী আব্দুর রউফ ইউসুফী
০১৭১১৩২১৮৮৯
২২/ মুফতী সোহাইল মাহমুদ, নলছিটি
০১৭৭১৬৮৮৫৭৩
২৩/ মাওলানা নাসির উদ্দীন আশ্রাফী
০১৭৬৮৪২৪৪১৫
২৪/ মাওলানা রায়হানুল হক
০১৯৮৬১৭৯২২০

বিশেষ সর্তকতা
============
সকলের কাছে বিনিত অনুরোধ, নাম্বারগুলি কাছে রাখবেন, একান্ত প্রয়োজন ছাড়া মিস কল কিংবা অযথা কল দিয়ে হযরতদের বিরক্ত করবেন না। আল্লাহওয়ালাদের বদদোয়া থেকে বেছে থাকুন।

ইন্না-লিল্লাহ!ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামীম ওস্তাদে মুহতারাম ও শায়খে সানী, মুফতী নুরুল আমীন সাহেব হুজুর আর নেই!
12/11/2022

ইন্না-লিল্লাহ!

ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামীম ওস্তাদে মুহতারাম ও শায়খে সানী, মুফতী নুরুল আমীন সাহেব হুজুর আর নেই!

জ্ঞান-বিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান____আতিকুর রহমান নগরীআজকের এই পৃথিবীতে প্রায় ৭৫০ কোটির মতো মানুষের বসবাস। তন্মধ্যে ম...
27/10/2022

জ্ঞান-বিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান
____আতিকুর রহমান নগরী

আজকের এই পৃথিবীতে প্রায় ৭৫০ কোটির মতো মানুষের বসবাস। তন্মধ্যে মুসলিম জাতির সংখ্যা প্রায় ১৯০ কোটির মতো। আজ পৃথিবীর অন্যান্য জাতি সভ্যতার পোশাকধারী, আধুনিক জ্ঞান-বিজ্ঞান যাদের হাতে লালিত-পালিত হচ্ছে। তারাই এসবের দাবিদার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আজ একথা কেউ আর ভাবে না যে, এ সভ্যতা কোথা থেকে এলো? জ্ঞান-বিজ্ঞানের অন্বেষণ ও এর অনুসরণ-অনুকরণ, অনুধাবন মুসলমানদের ঈমানেরই অঙ্গ ও অংশ বিশেষ। মহাগ্রন্থ আল কোরআনে শিক্ষা-দীক্ষার জন্য নানারূপ উপদেশবাণী রয়েছে। তদ্রুপ হাদিস শরিফেও বিভিন্ন উৎসাহবাণী আছে। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখা-প্রশাখা অনুসন্ধান করলে দেখা যাবে যে, মুসলমানদের ধর্মীয় প্রেরণা ও প্রয়োজন তাদেরকে জ্ঞানার্জনে বাধ্য করেছে। অবশ্য, অজানাকে জানা, অচেনাকে চেনার দুর্ণিবার আগ্রহ এর মূলে রয়েছে। মধ্য যুগে তারাই বিশ্ববাসীকে বিজ্ঞান শিক্ষা দিতেন। আধুনিক বৈজ্ঞানিক যুগের সূত্রপাত তারাই করেছেন। পি. কে. হিট্রির ভাষায় বলতে হয়, ‘অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত কোরআন ও হাদিসধারীরা সমগ্র বিশ্বে সভ্যতা সাংস্কৃতিকে আলাদা করেছেন।’

ইতিহাস হচ্ছে একটি জাতির দর্পণ। তারই মধ্যে পূর্বের আলোকে, বর্তমান পরিপ্রেক্ষিতে ভবিষ্যত চিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয়। হিজরি দ্বিতীয় সনে ধারাবাহিকভাবে ইতিহাস রচনার প্রকৃত ভিত্তি গড়ে ওঠে। আলী বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাদায়েনী ছিলেন ইসলামের প্রথম ইতিহাস লেখক। সমগ্র বিশ্বের সর্বশেষ ঐতিহাসিক হচ্ছেন পারস্যের তাবারী স্থানের অধিকারী আবু জাফর মোহাম্মদ ইবনে জারীর আৎতারাবী। যিনি দৈনিক ৪০ পৃষ্ঠা করে সুদীর্ঘ ৪০ বছর পর্যন্ত ইতিহাস লেখার কাজে ব্যয় করেছিলেন। তাছাড়া ঐতিহাসিক ইবনে ইসহাক, ইবনে সা’দ, আল-ওয়াকিদি, আল-মাসুদী ও ইবনে খালদুন হলেন বিশ্ববিখ্যাত ঐতিহাসিকদের অন্যতম। মুসলিম দর্শন হজরত আদম (আ.) এর কাল থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল। জীবন ও জগতের পরিপূর্ণ মূল্যায়নের নাম যদি দর্শন হয়, তবে কি হজরত ইব্রাহিম (আ.) তথা অন্যান্য নবীর খোদা লাভের ধ্যান-ধারণা দর্শন নয়? কিন্তু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে ইবনে সিনা, ইবনে রুশদ ও ইমাম গাজ্জালীর যুগে দর্শন শাস্ত্রের প্রকৃত চেহারা ফুটে ওঠে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ বিশ্ববাসী বুঝতে সক্ষম হয়েছে, মুসলিম দর্শনই প্রকৃত দর্শন।

ইসলামের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হলেন, আল-ফারাবী ও ইমাম গাজ্জালী। পবিত্র কোরআনে রোগ যন্ত্রণার মুক্তির পথ বর্ণিত হয়েছে। অনুরূপভাবে সহিহ বোখারি শরিফে এ সম্পর্কে দুটি অধ্যায়ের অবতারণা করা হয়েছে। এ শাস্ত্র যাদের ছোঁয়ায় ভরপুর তারা হলেন- হুমায়ুন বিন ইসহাক, ইসা বিন ইয়াহিয়া, জাবির বিন হাইয়ান, মোহাম্মদ বিন জাকারিয়া, আলী, রাজীত, ইবনে সিনা, ইবনে মিনার। ‘কানুন’ নামক গ্রন্থ পাশ্চাত্যে ‘মেডিকেল বাইবেল’ নামে পরিচিত হয়েছিল। সুদীর্ঘ ৮০০ বছর পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত ছিল। বর্তমানে প্রচলিত অঙ্ক শাস্ত্রের জনক হলেন ‘আল খারিজমী’। তার রচিত গ্রন্থ দ্বাদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত আধুনিক সভ্যতাভিমানী ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক হিসেবে ল্যাটিন অনুবাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছিল। তাছাড়া নব্য রসায়ন শাস্ত্র যাকে আমরা কেমিস্ট্রি বলে থাকি এর আবিস্কারক হলেন ‘জাবির বিন হাইয়ান’। ইউরোপের বীজগণিতে নবযুগের সূচনাকারী হলেন ‘ঈসা আল মুহানী’ প্রকৃত পক্ষে মুসলিম মানচিত্রকার ও ভূগোলবিদ হলেন আল খারিজমী, আলী ইদ্রিস, আল মাকসুদী, আল বেরুনী প্রমুখ। এরূপভাবে জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখা-প্রশাখায় মুসলিম মনীষীদের অবদান অন্ধকার আকাশে পূর্ণিমার চন্দ্রের মতো বিরাজমান।

মানব সমাজের প্রধান প্রধান কাজ মুসলমানরা সমাধান করেছেন। সর্বশ্রেষ্ঠ দার্শনিক আল ফারাবী ছিলেন মুসলমান। সর্বশ্রেষ্ঠ গণিতবেত্তা আবু কামিল ও ইব্রাহিম বিন সিনান ছিলেন মুসলমান। সর্বশ্রেষ্ঠ মানচিত্রকার ও ভূগোলবিদ আলী ইদ্রিস, আল মাকসুদী ছিলেন মুসলমান। বর্তমান বিজ্ঞান ও বৈজ্ঞানিক মুসলমানদের কাছে শতদিক দিয়ে ঋণী। কিন্তু হায়! যখন ইউরোপবাসী দস্তখত তো দূরের কথা দু’হাতের সাহায্যে টিপসইও দিতে জানত না, তখন মুসলিম স্পেনে একজন নিরক্ষর লোক পাওয়া যেত না। আজ মুসলিম সমাজ তাদের মূল পুঁজি কোরআন-হাদিসকে অবহেলা করে বিশ্ববাসীর হাসির খোরাক ও হাতের পুতুলে পরিণত হয়েছে। নানারূপ নির্যাতন ও নিপীড়নের স্বীকার হচ্ছে মুসলিম সম্প্রদায়গুলো। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে কোরআন-হাদিস বুঝার ও নবীর আদর্শকে আঁকড়ে ধরে সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : আলেম, সাংবাদিক, রাজনীতিবিদ

ব্রেকিং নিউজ: সরাসরি কুয়েত থেকে।কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১৭ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংল...
20/10/2022

ব্রেকিং নিউজ: সরাসরি কুয়েত থেকে।
কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১৭ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ আবু রাহাত।

17/10/2022

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JamiaT Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share