Bangladesh Jail Force

Bangladesh Jail Force "Keep save and show them path of light"

Custody, Care and Correction.
(1)

চুয়াডাঙ্গা জেলা কারাগারে গতকাল ২৭/০৪/২৫ ইং তারিখ বন্দীদের দুটি গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে, সংঘর্ষবিহীন সমাধানের ন...
28/04/2025

চুয়াডাঙ্গা জেলা কারাগারে গতকাল ২৭/০৪/২৫ ইং তারিখ বন্দীদের দুটি গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে, সংঘর্ষবিহীন সমাধানের না গিয়ে সদাশয় সরকার এবং কারা অধিদপ্তরকে বিতর্কিত করার জন্য জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম ও জেলার মোঃ ফখর উদ্দিনের একমাত্র আস্থাভাজন কারারক্ষী ও ডিআইজি ছগীর মিয়ার দালাল কারারক্ষী নং ৪১৯০৭ মোঃ মাসুম বিল্লাহ কাউকে তোয়াক্কা না করেই জেলার ও জেল সুপারের অনুপস্থিতীতে একতরফা বিচারের মাধ্যমে একটি গ্রুপকে সমর্থন করে-অন্য গ্রুপের উপর কয়েক দফায় এলোপাথাড়ি লাঠিচার্জ করে গুরুতর রক্তাক্ত জখম করে। তার এই খামখেয়ালিপনা আইন বহির্ভূত কার্যকলাপে চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভিতর বন্দিদের মাঝে অসন্তোষ ও এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কারারক্ষী মাসুমের বিরুদ্ধে কোন আইনানুব্যবস্থা গ্রহণ করেন নাই। বন্দীকে প্রহার করা জেল কোড ও মানবাধিকার আইন বহির্ভূত। কিন্তু কিছু কিছু বিশেষ প্রয়োজনে জেলার বা জেল সুপার বন্দীদের আইনের আওতায় এনে শাস্তি স্বরূপ প্রহার করার আইন থাকলেও এটা কোনভাবেই কারারক্ষী মাসুমের উপর এই দায়িত্ব বর্তায় না। তাই অতিসত্বর মাসুমসহ জড়িত সকলের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার শুরু করার জন্য আইজি প্রিজন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

কারারক্ষী নং ৪২৫৫১ মোঃ হেলাল উদ্দিন তার চাকরির সিংহভাগই চুয়াডাঙ্গা জেলা কারাগারে। সে আইজি প্রিজন অফিসের দৈব শক্তি ব্যবহ...
24/03/2025

কারারক্ষী নং ৪২৫৫১ মোঃ হেলাল উদ্দিন তার চাকরির সিংহভাগই চুয়াডাঙ্গা জেলা কারাগারে। সে আইজি প্রিজন অফিসের দৈব শক্তি ব্যবহার করে ঘুরে ফিরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বদলী আসেন। ইতিপূর্বে চুয়াডাঙ্গা জেলা কারাগারের অফিসে হাজতী ব্রাঞ্চে কর্মরত থাকাকালীন কারারক্ষী হেলালের অনেক দূর্নাম রয়েছে। জামিনে ভূল দেখিয়ে আসামিদের কাছ থেকে টাকা নেয়া, আসামি জামিন করানো ইত্যাদি। চুয়াডাঙ্গার আসামির টাকা দিয়ে কারাগারের পাশে জমি কিনেছেন। এবারের তার টার্গেট আসামির টাকা দিয়ে বাড়ি কম্প্লিট করা। সে এই লোভে উপরের তদবিরে বারবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে বদলী আসেন। সে অফিসে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মোঃ ফখর উদ্দিনকে ৫০ হাজার টাকা দিয়েছেন। জানামতে সে গত ২২-০৩-২৫ তারিখ থেকে অফিসে ভর্তি শাখায় নিয়োজিত হয়েছেন।

এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে দিলেও কোন লাভ হয়নি।

শারীরিক সুস্থতা রক্ষার্থে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত!!!
10/02/2025

শারীরিক সুস্থতা রক্ষার্থে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত!!!

কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় কারা কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসে প্রোনোদনা প্রদান করা হবে।
15/09/2024

কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় কারা কর্মকর্তা কর্মচারীদের প্রতি মাসে প্রোনোদনা প্রদান করা হবে।

12/08/2024
12/08/2024
দেশের বিরাজমান সংকটময় পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জেল হাল ছাড়িনি...শত সুযোগ সুবিধা বঞ্চিত থাকা সত্ত্বেওযে কোন পরিস্থিতি ...
12/08/2024

দেশের বিরাজমান সংকটময় পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জেল হাল ছাড়িনি...

শত সুযোগ সুবিধা বঞ্চিত থাকা সত্ত্বেও
যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা আমরা বাংলাদেশ জেল এর কারারক্ষীগন বদ্ধপরিকর।

আমরা বাংলাদেশ জেল এর কারারক্ষীগন সরকারি স্থাপনা রক্ষা ও বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করতে সক্ষম হয়েছি।

দেশের অন্যতম শৃঙ্খলা বাহিনীর মতো আমরা কর্মবিরতি দেই নাই।

অবশ্যই অন্তর্বর্তীকালীন সদাশয় সরকার আমাদের দাবি গুলো দৃষ্টিগোচরে নিবেন।

16/06/2024

ঈদ উল আযহার শুভেচ্ছা:::
ঈদ মোবারক!!!!

06/05/2024

হায়রে উন্নয়ন

Address

Dhaka
1000

Telephone

+8801401943471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jail Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Jail Force:

Share