
28/04/2025
চুয়াডাঙ্গা জেলা কারাগারে গতকাল ২৭/০৪/২৫ ইং তারিখ বন্দীদের দুটি গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে, সংঘর্ষবিহীন সমাধানের না গিয়ে সদাশয় সরকার এবং কারা অধিদপ্তরকে বিতর্কিত করার জন্য জেল সুপার দেওয়ান তারিকুল ইসলাম ও জেলার মোঃ ফখর উদ্দিনের একমাত্র আস্থাভাজন কারারক্ষী ও ডিআইজি ছগীর মিয়ার দালাল কারারক্ষী নং ৪১৯০৭ মোঃ মাসুম বিল্লাহ কাউকে তোয়াক্কা না করেই জেলার ও জেল সুপারের অনুপস্থিতীতে একতরফা বিচারের মাধ্যমে একটি গ্রুপকে সমর্থন করে-অন্য গ্রুপের উপর কয়েক দফায় এলোপাথাড়ি লাঠিচার্জ করে গুরুতর রক্তাক্ত জখম করে। তার এই খামখেয়ালিপনা আইন বহির্ভূত কার্যকলাপে চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভিতর বন্দিদের মাঝে অসন্তোষ ও এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কারারক্ষী মাসুমের বিরুদ্ধে কোন আইনানুব্যবস্থা গ্রহণ করেন নাই। বন্দীকে প্রহার করা জেল কোড ও মানবাধিকার আইন বহির্ভূত। কিন্তু কিছু কিছু বিশেষ প্রয়োজনে জেলার বা জেল সুপার বন্দীদের আইনের আওতায় এনে শাস্তি স্বরূপ প্রহার করার আইন থাকলেও এটা কোনভাবেই কারারক্ষী মাসুমের উপর এই দায়িত্ব বর্তায় না। তাই অতিসত্বর মাসুমসহ জড়িত সকলের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার শুরু করার জন্য আইজি প্রিজন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।