Shamim Al Mamun

Shamim Al Mamun ��I'm bigenar freelancer ��

Old is gold 🖤2021
25/10/2023

Old is gold 🖤
2021

05/04/2023

বঙ্গবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে
এক নিমিষে শেষ করে দিয়ে গেল হাজারো মানুষের স্বপ্ন,,
আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের কে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমীন

ফ্রিল্যান্সিং-এর কোন সেক্টর বেশি জনপ্রিয়?প্রথমত ফ্রিলান্সার হিসেবে আমি যেই সেক্টর এ কাজ করি আমি তাকেই জনপ্রিয় বলবো আমার ...
03/12/2022

ফ্রিল্যান্সিং-এর কোন সেক্টর বেশি জনপ্রিয়?
প্রথমত ফ্রিলান্সার হিসেবে আমি যেই সেক্টর এ কাজ করি আমি তাকেই জনপ্রিয় বলবো আমার ব্যাক্তিগত অভিজ্ঞতার ঝুলি থেকে বলতে পারি ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয়।

এখন বলি কেন এইটা জনপ্রিয়

১। খুব সহজেই এইখানে কাজ করতে পারবেন

২। প্রশিক্ষণ নেওয়ার সুবিধা বেশি

৩। সহজেই মার্কেটপ্লেস থেকে কাজ পাওয়ার সুযোগ রয়েছে।

৪। আপনি নরমাল একটা ডেক্সটপ বা লেপটপ থেকেই শুরু করতে পারবেন।

আরো অনেক কিছুই আছে যার জন্য বর্তমানে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়।

বিঃঃদ্র ফ্রিলান্সিং এ সব সেক্টরের এই অনেক চাহিদা তবে আপনাকে অব্যশই আপনার সেক্টরে স্কিলড হতে হবে তবে আপনি চাহিদা অনুভব করতে পারবেন অন্যথায় কাজ পাওয়া বা পেলেও বেশিদূর এগোতে পারবেন নাহ।

ধন্যবাদ

আমরা সবাই ফ্রিল্যান্সিং শব্দটির সাথে খুব পরিচিত। 💻কিন্তু আসলে ফ্রিল্যান্সিং কি?  ✅Free - মুক্ত Launching - পেশা  Freelan...
30/11/2022

আমরা সবাই ফ্রিল্যান্সিং শব্দটির সাথে খুব পরিচিত। 💻

কিন্তু আসলে ফ্রিল্যান্সিং কি? ✅

Free - মুক্ত
Launching - পেশা
Freelancing - মুক্তপেশা।

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।💗

freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর (self-employed) থাকেন। তাই, ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা। এটাও এক ধরণের ব্যবসা বললে আমি ভুল হবোনা।⭐

একটা চাকরী করলে যা যা সুবিধা পাওয়া যায় না। অথচ ফ্রিল্যান্সিং করলে অনেক অনেক সুবিধা পাওয়া যায়। ⭐

এজন্য এটাকে মুক্তপেশা বলা হয়েছে।

আর আমাদের ❝ প্রধানমন্ত্রী বলেছেন - চাকরী নয় ফ্রিল্যান্সার হও ❞। 🤗





যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য মনস্থির করে এবং কাজটি শুরু করে,তখন তাকে তার চারপাশের লোকজন সামনে এগিয়ে যাওয়ার জন্য...
29/11/2022

যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য মনস্থির করে এবং কাজটি শুরু করে,তখন তাকে তার চারপাশের লোকজন সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগায় না। উল্টে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে,নানা রকম কটু কথা বলে,সমালোচনা করে,তার পাশে কেউ থেকে তার দিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় না।
কিন্তু সফলতা আসার পর তাকে সংবর্ধনা প্রদান করার‌ মানুষের অভাব হয় না

তাই কারো কথায় কান না দিয়ে তুমি এগিয়ে চলো তোমার পথে
ইনশাল্লাহ সফলতা আসবেই 💚💚




©️

🔥🔥ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এমন দুটি শব্দ যা প্রায়শই একই অর্থ বোঝাতে ব্যবহৃত হয় তবে এই দুটি অর্থের অর্থ এবং কাজের দি...
07/09/2022

🔥🔥ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এমন দুটি শব্দ যা প্রায়শই একই অর্থ বোঝাতে ব্যবহৃত হয় তবে এই দুটি অর্থের অর্থ এবং কাজের দিক থেকে দুটি বিপরীত অবস্থানে রয়েছেন অনেকেই এই দুটি শব্দ একটিকে অপরটির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেন কারণ তারা এই দুটি শব্দের অর্থ জানেন না।

🔥🔥আজকের এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা যাক,

🔥কোন বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনভাবে কাজ করে উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলা হয়।একজন ফ্রীল্যান্সার দ্বারা কোন কাজ করানোকে আউটসোর্সিং বলা হয় ।

🔥একজন ফ্রীল্যান্সার কোন একটি কাজ গ্রহণ করেন এবং বাহিরের উৎস কর্তৃক তাকে কাজের অর্থ প্রদান করা হয়। একজন আউটসোর্সিং ঠিকাদার ফ্রিল্যান্সারকে কাজ এবং অর্থ প্রদান করেন।

🔥একজন ফ্রিল্যান্সারকে কোন কাজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যখন ঐ চান তখন ঐ কাজটি করতে পারেন তিনি যদি তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সমাপ্ত করে জমা দেন তবে তিনি অর্থ পাবেন, অন্যথা তাকে কোনো অর্থ প্রদান করা হবে না ।অন্যদিকে একজন আউটসোর্স ক্লায়েন্ট তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লোকবল বাহিরে থেকে ভাড়া করেন উক্ত কর্মীকে স্থায়ী চাকরি প্রদান ছাড়াই। আউটসোর্স ক্লায়েন্ট হতে পারেন কোন প্রতিষ্ঠান ফ্রিল্যান্সারের মধ্যে সেতু ।

🔥একজন ফ্রিল্যান্সার তার কাজের বিনিময় পেমেন্ট পেয়ে থাকেন, অন্যদিকে একজন আউটসোর্স ক্লায়েন্ট কাজের বিনিময় ফ্রিল্যান্সারকে পেমেন্ট দিয়ে থাকেন ।


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Al Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim Al Mamun:

Share