Mohammad Amdadul

Mohammad Amdadul - বাস্তবতা কখনো গল্পের মত সুন্দর হয় না!

উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই ... একজন...
24/05/2023

উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই ... একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোঁজার জন্য। ...হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাঁকে চিনলেন না। -মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবীজি বললেন; হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। মহিলা বললেন; ইয়া রাসুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২ টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি কাঁদছিলেন। মহিলা বললেন ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুল্লাহ হানজালা কে পাওয়া গেছে। --- সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতিয়ে দিলেন। জিবরাঈল আসলেন! ...এসে বললেন; ইয়া রাসুল্লাহ হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ...ইয়া রাসুল্লাহ আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতরের ঘ্রাণ । আমরাই উনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি ।......
সুবহানআল্লাহ !!! আল্লাহ্ তাঁর প্রিয় মানুষকে কি পরিমাণ ভালবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই, "হে আল্লাহ্ _ আপনি সকল মুসলমান ভাইদের এই পথের পথিক হওয়ার তওফিক দান করুন,
আমিন আমিন আমিন "🤲🤲🤲

22/05/2023

বৃষ্টি হচ্ছে, মুষলধারে,
হোক—
আমি চোখের জলের বৃষ্টিভেজা লোক।

21/05/2023

রাত দশটা। সারা দিনের কর্মব্যস্ততা শেষে শুতে আসলেন। শুয়েই হাতে নিলেন মোবাইল ফোন। আপনি একজন প্রক্টিসিং মুসলিম, যে কারনে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ জিনিস থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করেন। আপনি এই নিয়ত করে ফোনের লক খুলেননি —এখন আমি মুভি দেখবো, অশ্নীল ভিডিও দেখবো। বরং আপনার নিয়ত স্বচ্ছ। মনে মনে পরিকল্পনা করেছেন, ফোনে হয়তো কোনো ইসলামিক বইয়ের পিডিএফ পড়বেন, অথবা কোনো স্কলারের লেকচার শুনবেন।
আপনার নিয়ত স্বচ্ছ রেখে ফোন হাতে নেয়ার পর ডাটা অন করে ঢুকলেন ইউটিউব। আপনার নিয়ত, আপনি ইসলামিক লেকচার শুনবেন। অথচ, ইউটিউবে ঢুকার পর আপনার সামনে চলে আসলো হরেক রকম ভিডিও গান,নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও –সহ অনেক কিছু। এখন আপনাকে লেকচার শুনতে হলে সার্চ বক্সে যেতে হবে। কিন্তু আপনি সার্চ বক্সে সার্চ দেয়ার আগেই শয়তান সেখানে উপস্থিত। আপনি নিজেও বুঝতে পারেন নাই, সার্চ বক্স ছেড়ে কখন জানি সামনে আসা ভিডিও গুলো দেখতে শুরু করলেন। এক ভিডিওর পর আরেক ভিডিও। এভাবে একটার পর একটা দেখতেই থাকলেন।দেখতে দেখতে ভুলেই গেলেন, আপনি কেন ইউটিউবে ঢুকেছিলেন।
আপনার সাথে এরকম হয়নি? ভালো কোনো কাজের উদ্দেশ্য বের হয়ে,পা পিছলে খাদে পড়েননি,পড়েছেন,বহুবার পড়েছেন। বইয়ের পিডিএফ ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন ব্রাউজার সামনে এসে,আপনাকে ঘুরিয়ে দিয়েছে। ইউটিউবে স্বচ্ছ নিয়ত রেখে ঢুকার পর, নিয়তের কথা ভুলে গিয়েছেন। অথচ, আপনি আমি ভাবছি, এটা এমনি এমনি হচ্ছে। আসলকি তাই–না,এখানেও শয়তান তার সুক্ষ চাল চেলেছে।
ভালো কিছু করতে গিয়ে পা পিছলে যাওয়ার পেছনে কেবল শয়তান–ই জড়িত। আমাদের স্বচ্ছ নিয়তে পানি ঢেলে অপবিএ কাজ করিয়েই সে ক্ষান্ত হয়। আগেও বলেছি মেবাইল শয়তানের এক বড় অস্ত্র।
আমরা যতই পিওর থাকার চেষ্টা করি না কেন, যে কোনো সময় পা পিছলে গোনাহের খাদে ফালানোর চেষ্টা শয়তান সব সময় চালিয়ে যায়।

আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

পরিশেষে বলতে চাই, কোনো মানুষই ভুলের উর্ধ্বে নয়। তাই লেখার কোনো অংশে যদি ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেবেন।

12/05/2023

মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটি বেহেশতে যাবে

10/05/2023

ফু দিয়ে ইসলামি ছাত্রশিবির কে উরিয়ে দেয়া জাবেনা

08/05/2023
05/05/2023

সব হারানো হয়ত পুষিয়ে নেওয়া যায়। কিন্তু, কথা বলার মানুষ হারানো অন্যকিছু দিয়ে পুষিয়ে নেওয়া যায় না।

02/05/2023

- অশ্লীলতা দিয়ে জনপ্রিয়তা পাওয়া যেতে পারে, কিন্তু সম্মান নয়!🥀🙂

01/05/2023

- মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো! মন বদলায়, কিন্ত কথা ফেরত
নেয়া যায় না🥀🖤

- বাস্তবতা কখনো গল্পের মত সুন্দর হয় না!🥀🙂
01/05/2023

- বাস্তবতা কখনো গল্পের মত সুন্দর হয় না!🥀🙂

30/04/2023

- আমি কোনো কিছুই সহজভাবে নিতে পারিনা! কারণ দিনশেষে সবকিছু নিয়ে আমাকে ভাবায়!🥀😔

29/04/2023

- আমি ভেঙ্গে গিয়েও ভেঙে পড়িনি, কারন আমার রব আমাকে ছেড়ে যায়নি।

29/04/2023

- হাজারো সৌন্দর্যের ভিড়ে তুমি এক অদৃশ্য অনুভূতি।🥀💗

02/04/2023

- অবশ্যই তুমি পাবে, যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।🥀🤗

– হযরত মুহাম্মদ (সাঃ)🌹

11/03/2023

তুমি আমার ক্লান্ত ''মস্তিষ্কে'' মিশে থাকা এক গুচ্ছ ""ভালোবাসা"",,,!!!🥀🖤

Address

Bhola Barishal
Dhaka
8300

Telephone

+8801322172133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Amdadul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Amdadul:

Share