10/03/2025
ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।দয়া করে আমার মেয়েটিকে বাচান।ও এখন ও অনেক ছোট মানুষ।
আমি মোছা:বেদেনা বেগম,আমি পেশায় একজন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা।আমার স্বামী মো:কামাল হোসেন গ্রামের ছোট মুদি দোকানি।আমার মেয়ে মোছা : জান্নাতুন সাফরা,৮ম শ্রেণীর ছাত্রী।চিলমারী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।আজ দুই মাস যাবত আমার মেয়ে ব্লাড ক্যান্সার এর সাথে লড়াই করছে,বর্তমানে রংপুর মেডিকেল এ ক্যান্সার বিভাগে ভর্তি আছে। উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাইয়ে নিতে ডাক্তারগন পরামর্শ দিয়েছেন।অনেক টাকা প্রয়োজন(১০/১১)লক্ষ টাকা দরকার।মা হয়ে মেয়ের জন্য কিছুই করতে পারছি না।আপনারা দয়া করে আমার মেয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করুন।আমার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাচ্ছি দয়া করুন,সবাই আমার পাশে দাড়ান।
আমার মেয়েকে নিজের পরিবারের কেউ মনে করে সাহায্য করবেন ইনশাআল্লাহ।সামথ্য অনুযায়ী ৫০,১০০,৫০০,১০০০যে যা পারবেন তাই দিয়ে হলেও সাহায্য করুন,আমার পাশে দাড়ানোর চেষ্টা করুন।
সাহায্য করতে আমার নাম্বারে যোগাযোগ করুন।(বিকাশ + নগদ)একাউন্ট আমার নামে করা আছে।(মোছা বেদেনা বেগম)
বিকাশ:01796838054(পারসোনাল)
নগদ:01796838054(পারসোনাল)
যোগাযোগের জন্য,নিচের ঠিকানায় আসুন আমাকে সাহায্য করুন। গ্রাম:আনন্দবাজার,উপজেলা:চিলমারী,জেলা:কুড়িগ্রাম
(কপি পোস্ট)