MD Mostofa

MD Mostofa বাংলাদেশ
(1)

সবাই শরিক হবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স।
15/08/2025

সবাই শরিক হবেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স।

না আমি প্রিন্স মামুনের কোনো ভক্ত না কিন্তু ওর জন্যে সত্যি খারাপ লাগে৷ এই বয়সে এতগুলো মিথ্যে মামলার ঘানি টানতেছে কারণ একজ...
14/08/2025

না আমি প্রিন্স মামুনের কোনো ভক্ত না কিন্তু ওর জন্যে সত্যি খারাপ লাগে৷ এই বয়সে এতগুলো মিথ্যে মামলার ঘানি টানতেছে কারণ একজন বয়স্ক মহিলার কিছু চাহিদা পূরন করতে পারছে না বলে৷

আদালতে ওরে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে দেশের বড় কোনো আসামী৷ অথচ প্রতিদিন কত ছি*ন*তা*ই, খু*ন হচ্ছে সেগুলো কেউ চোখেই দেখছে না কিন্তু লায়লা খালা কিছু বললেই আদালত পুলিশ সবাই এক পায়ে রাজি৷

মাঝখানে মামুন লায়লার দ্বন্দ্বের পর মামুন কিছুই করে নাই সে তার মতন লাইফ লিড করতেছিল৷ অথচ লায়লা কদিন পরপর কচি কচি পোলাপান এনে নাচানাচি করে সেটা নিয়ে কারও মাথা ব্যথা নাই৷ ওহ আচ্ছা সে তো নারী তাকে কিছু বলা যাবে না :)

প্রবাসীরদের ১২ দফা দাবি মেনে নিতে হবে! কোন প্রবাসী ভাই পোস্ট টি শে*য়ার নাহ করে এড়িয়ে যাবেন নাহ🙏১. প্রবাসীর লাশ ফ্রিতে ...
14/08/2025

প্রবাসীরদের ১২ দফা দাবি মেনে নিতে হবে!
কোন প্রবাসী ভাই পোস্ট টি শে*য়ার নাহ করে এড়িয়ে যাবেন নাহ🙏

১. প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে ১০০%
২. এয়ারপোর্টতে VIP সম্মান দিতে হবে ১০০%
৩. বিমানে টিকেট দাম কমিয়ে আনতে হবে ১০০%
৪. প্রবাসীর ফ্যামেলীর নিরাপত্তা দিতে হবে ১০০%
5. ১২ বৎসর পর অবশরে দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে।
৬, সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কাট করে দিতে হবে।
৭. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে।
৮. সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম সীমিত করতে হবে।
৯. পাসপোর্ট করতে কোন দা*লাল যেন না লাগে, এবং অল্প সময়ে পাসপোর্ট সার্ভিস দিতে হবে।
১০. শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে।

১১,কমপক্ষে ৪টি মোবাইল কাষ্টম ফ্রী করে দিতে হবে।
১২,কমপক্ষে ৪০ইঞ্চি এলডি টিভি ফ্রী করে দিতে হবে।

সবার কাছে অনুরোধ রইল আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে শেয়ার করুন।

#প্রবাসি #প্রবাসেরজীব

হারিছ চৌধূরী ফাউন্ডেশন কাতার শাখা সভাপতি হাসান আহমদ।

14/08/2025

আস্সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।দয়া করে আমার মেয়েটিকে বাচান।ও এখন ও  অনেক ছোট মানুষ। আম...
10/03/2025

ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি।দয়া করে আমার মেয়েটিকে বাচান।ও এখন ও অনেক ছোট মানুষ।

আমি মোছা:বেদেনা বেগম,আমি পেশায় একজন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা।আমার স্বামী মো:কামাল হোসেন গ্রামের ছোট মুদি দোকানি।আমার মেয়ে মোছা : জান্নাতুন সাফরা,৮ম শ্রেণীর ছাত্রী।চিলমারী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।আজ দুই মাস যাবত আমার মেয়ে ব্লাড ক্যান্সার এর সাথে লড়াই করছে,বর্তমানে রংপুর মেডিকেল এ ক্যান্সার বিভাগে ভর্তি আছে। উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ার চেন্নাইয়ে নিতে ডাক্তারগন পরামর্শ দিয়েছেন।অনেক টাকা প্রয়োজন(১০/১১)লক্ষ টাকা দরকার।মা হয়ে মেয়ের জন্য কিছুই করতে পারছি না।আপনারা দয়া করে আমার মেয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করুন।আমার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাচ্ছি দয়া করুন,সবাই আমার পাশে দাড়ান।

আমার মেয়েকে নিজের পরিবারের কেউ মনে করে সাহায্য করবেন ইনশাআল্লাহ।সামথ্য অনুযায়ী ৫০,১০০,৫০০,১০০০যে যা পারবেন তাই দিয়ে হলেও সাহায্য করুন,আমার পাশে দাড়ানোর চেষ্টা করুন।

সাহায্য করতে আমার নাম্বারে যোগাযোগ করুন।(বিকাশ + নগদ)একাউন্ট আমার নামে করা আছে।(মোছা বেদেনা বেগম)
বিকাশ:01796838054(পারসোনাল)
নগদ:01796838054(পারসোনাল)

যোগাযোগের জন্য,নিচের ঠিকানায় আসুন আমাকে সাহায্য করুন। গ্রাম:আনন্দবাজার,উপজেলা:চিলমারী,জেলা:কুড়িগ্রাম
(কপি পোস্ট)

16/10/2024

তুমি হীনা কিছু চাইনা

আলহামদুলিল্লাহ❤️❤️❤️
06/10/2024

আলহামদুলিল্লাহ❤️❤️❤️

20/09/2024

19/09/2024
04/09/2024

-জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু প্রিয় মানুষটা একবার চলে গেলে আর কখনোই আসবে না।☺️💔🥀

সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন। ব্যাটে-বলে আগ্রাসী পারফর্ম, চমৎকার শরীরী ভাষা ও নির্ভার ক্র...
03/09/2024

সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন। ব্যাটে-বলে আগ্রাসী পারফর্ম, চমৎকার শরীরী ভাষা ও নির্ভার ক্রিকেটের মিশেল। রাওয়ালপিন্ডিতে নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম দিন। আজ ক্রিকেট উৎসবে ভাসার দিন। লিটন, মিরাজ, হাসান, নাহিদ, সাকিব, মুশিসহ আপনাদের সবাইকে প্রাণখোলা অভিবাদন ♥

Address

Dhaka

Telephone

+8801944107683

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mostofa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Mostofa:

Share