14/07/2021
কম্পিউটারে বা চার্জরে হাত দিলে শক করে?
যাদের বাসায় কম্পিউটারে বা কোন চার্জরে হাত দিলে হালকা কারেন্ট করে তাঁরা যতো দ্রুত সম্ভব মিটারের সাথে আর্থিং লাগিয়ে নিন। অনেকে বলতে পারেন মিটারে আর্থিং লাগানো আছে তার পরেও শক করে বা অনেক মিস্তি বলে আর্থিং লাগানো লাগে না। তাদের জন্য বলি আপনার মিটারে যদি আর্থিং লাগানো থাকে তার পরেও কম্পিউটারে বা চার্জরে হাত দিলে শক করে তাহলে বুঝে নিবেন আপনার আর্থিং খুব বেশী গভীর না বা যতটুকু আর্থিং দরকার সেটা পাচ্ছে না। এই জন্য আপনাকে মাটির গভীরে আর্থিং রড দিয়ে সেটা থেকে আর্থিং নিয়ে মিটারে দিতে হবে। আজকেই মিটার চেক করে দেখুন মাটির সাথে কোন আর্থিং কানেকশন আছে কি না। যদি না থাকে তাহলে যতদুত সম্ভব আর্থিং লাগিয়ে নিবেন।
আমি লাস্ট ৩ মাস এই সমস্যায় ভুগেছি। আমার পরিচিত অনেক মিস্ত্রি বলেছে আর্থিং আলাদা লাগানো লাগবে না বা যে যে কম্পিউটারে শক করে সেটাই আলাদা আর্থিং লাগাতে। কিন্তু এটা কোন সমাধান না। পরে বিদ্যুৎ এর যারা কাজ করে তাদের সাথে কথা বলে বুঝলাম আর্থিং অনেক জরুরী ইলেকট্রনিক জিনিষের জন্য। যখন পর্যাপ্ত আর্থিং না পায় তখন আমরা হাত দিলে আমাদের শরীর থেকে আর্থিং টানে আর শক লাগে।
বিষয় টা অনেকের জানা তবে অনেকের বাসায় এই সমস্যা থাকে তাই মনে হলো শেয়ার করলে উপকার হতে পারে। আমি ইলেকট্রিক মিস্তি না সো ভুল হলে ধরিয়ে দিবেন।
(ছবি কালেক্ট)