Cyber RedForce - Bangladesh

Cyber RedForce - Bangladesh
(1)

শুধু টাইটেল দেখে বিভ্রান্ত হবেন না!আজকাল অনেকেই নিউজের হেডলাইন দেখে সাথে সাথেই মন্তব্য করে ফেলছে, শেয়ার করছে, অথচ বিস্তা...
26/06/2025

শুধু টাইটেল দেখে বিভ্রান্ত হবেন না!
আজকাল অনেকেই নিউজের হেডলাইন দেখে সাথে সাথেই মন্তব্য করে ফেলছে, শেয়ার করছে, অথচ বিস্তারিত না জেনে ভুল তথ্য ছড়াচ্ছে।

👉 সম্প্রতি RTV থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে লেখা।
"ফেসবুকের 'ভিডিও' থেকে আয় করা যাবে না আর!"
এই টাইটেল দেখে অনেকেই ভেবেছেন, ফেসবুকে ভিডিও বানিয়ে আর কেউ ইনকাম করতে পারবে না! 😱

কিন্তু আসল কাহিনীটা একটু জেনে নিন 👉

🔹 Meta (ফেসবুকের মূল কোম্পানি) ঘোষণা দিয়েছে, এখন থেকে ‘in-stream ads’ ফিচারটা বন্ধ করে দেওয়া হচ্ছে।
মানে, আগের মতো বড় ভিডিওর মধ্যে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করা যাবে না।

🔹 এখন থেকে সব ভিডিওই Reels এর ফরম্যাটে গণ্য হবে — হোক সেটা ১ মিনিটের বা ৫ মিনিটের!
আগে যেসব বড় ভিডিও আলাদা করে পেজে পোস্ট করা যেতো, সেগুলাও এখন Reels ক্যাটাগরির মধ্যেই থাকবে।

🎬 অর্থাৎ, লং ভিডিও বা শর্ট ভিডিও — সবই এখন Reels হিসেবে ধরা হবে।

💸 তবে ভয় পাওয়ার কিছু নেই!
ফেসবুকে এখনো ইনকাম করার সুযোগ আছে
✅Facebook Content Monetization
✅ Reels Bonus
✅ Brand Collaboration (Paid partnership)
✅ Stars
✅ Subscriptions
এই পদ্ধতিগুলো চালু আছে, এবং এগুলো দিয়েই এখন কন্টেন্ট ক্রিয়েটররা আয় করতে পারবে।

🛑 তাই দয়া করে শুধু হেডলাইন দেখে বিভ্রান্ত হবেন না। পোস্টের বিস্তারিত না পড়ে মন্তব্য/শেয়ার করবেন না।

📢 সচেতন হোন, বিভ্রান্তি ছড়াবেন না। আর অন্যকেও বিভ্রান্তির হাত থেকে বাঁচান। 🙏



"ফেসবুকের নতুন মনিটাইজেশন আপডেট"আজ ১১ জুন থেকে ফেসবুক পেজ থেকে "Ads on Reels" অপশনটি সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তনটি...
11/06/2025

"ফেসবুকের নতুন মনিটাইজেশন আপডেট"

আজ ১১ জুন থেকে ফেসবুক পেজ থেকে "Ads on Reels" অপশনটি সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তনটি ফেসবুকের পূর্বঘোষিত আপডেটের অংশ, যেখানে তারা ঘোষণা করেছে যে ৩১ আগস্ট ২০২৫ থেকে "Ads on Reels", "In-stream Ads", এবং "Performance Bonus" প্রোগ্রামগুলি বন্ধ করে দেবে।

এই পরিবর্তনের ফলে অনেক কনটেন্ট ক্রিয়েটর এবং পেজ অ্যাডমিনরা মনিটাইজেশন নিয়ে চিন্তিত হতে পারেন। তবে, ফেসবুক একটি নতুন মনিটাইজেশন প্রোগ্রাম চালু করছে, যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ফরম্যাটের কনটেন্ট থেকে আয় করতে পারবেন। এই নতুন প্রোগ্রামটি "Facebook Content Monetization" নামে পরিচিত, যা "Ads on Reels", "In-stream Ads", এবং "Performance Bonus" প্রোগ্রামগুলিকে একত্রিত করে একটি সহজতর এবং বিস্তৃত মনিটাইজেশন সিস্টেম তৈরি করেছে। [2]

*নতুন প্রোগ্রামের বৈশিষ্ট্য:*
- একটি একক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট (রিল, দীর্ঘ ভিডিও, ছবি, টেক্সট পোস্ট) থেকে আয়।
- সহজতর মনিটাইজেশন প্রক্রিয়া এবং একক ইনসাইট ড্যাশবোর্ড।
- পারফরম্যান্স-ভিত্তিক পেমেন্ট মডেল, যা পূর্ববর্তী প্রোগ্রামগুলির মতোই।

আপনি যদি এই নতুন প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন ট্যাব থেকে আবেদন করতে পারেন।

কেউ যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করুণ।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের স্বনামধন্য সিমেন্ট কোম্পানি Metrocem Cement II মেট্রোসেম সিমেন্ট এর একমাত্র অথে...
06/06/2025

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের স্বনামধন্য সিমেন্ট কোম্পানি Metrocem Cement II মেট্রোসেম সিমেন্ট এর একমাত্র অথেনটিক ফেরিইাইড ফেসবুক পেজটি বেশকিছু দিন আগে হ্যাক হয়ে যায়। তারপর আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা কাজ শুরু করি।

আলহামদুলিল্লাহ আমাদের আইটি প্রতিষ্ঠান Cyber RedForce - Bangladesh পেজটি রিকভার করতে সক্ষম হয়েছে। কাজটি অনেক জটিল এবং চ্যালেঞ্জিং ছিল আমাদের কাছে। কিছু কাজ করে মানুষিক তৃপ্তি পাওয়া যায় তার মাঝে এটা একটা।

যেকোনো হ্যাক পেজ ৭২ ঘন্টার মাঝে রিকভার করা যাবে এবং ভার্চুয়াল জগতের যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুণ।

Jahangir Alam Swapon
- Founder

ধন্যবাদ, ভুল স্বীকার করার জন্য.. 💙আমরা সাইবার এক্সপার্টরা সবসময় আপনাদের পাশে ছিলাম।দ্রুতই আপনার ইস্যু সমাধান করে দিবো ইন...
29/05/2025

ধন্যবাদ, ভুল স্বীকার করার জন্য.. 💙

আমরা সাইবার এক্সপার্টরা সবসময় আপনাদের পাশে ছিলাম।
দ্রুতই আপনার ইস্যু সমাধান করে দিবো ইনশাআল্লাহ।

Rj Nirob শিক্ষিত সাহেবের পেজ অর্ধশিক্ষিতরা বালিশ চাপা দিয়ে দিছে..🙂 পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাক আসলে আবার যাবে, ক্ষম...
28/05/2025

Rj Nirob শিক্ষিত সাহেবের পেজ অর্ধশিক্ষিতরা বালিশ চাপা দিয়ে দিছে..🙂
পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাক আসলে আবার যাবে, ক্ষমা না চাইলে।।

RJ Nirob  আপনি  বাংলাদেশের সাইবার এক্সপার্টদের  অর্ধশিক্ষিত  বলে মন্তব্য করলেন । একজন পেশাদার ভালো মানুষ  হিসেবে আপনার ক...
28/05/2025

RJ Nirob আপনি বাংলাদেশের সাইবার এক্সপার্টদের অর্ধশিক্ষিত বলে মন্তব্য করলেন । একজন পেশাদার ভালো মানুষ হিসেবে আপনার কাছ থেকে এ ধরনের কথা সত্যিই দুঃখজনক ।

আপনি আমাদের পেশা ও সহযোদ্ধাদের কটাক্ষ করলেন কাজটা ঠিক করেন নি দেখতে লাগে ভদ্র মানুষের মত কিন্ত আপনার মন আর চিন্তা দেখি অশিক্ষিত এবং তাদের মতই মন্তব্য করেছেন,
মনে হচ্ছে না আপনার শিক্ষাগত যোগ্যতা আমাদের থেকে খুব একটা বেশি হবে।

বাংলাদেশের সাইবার এক্সপার্টদের কে চ্যালেঞ্জ করবেন না,আমাদের সাইবার এক্সপার্টদের কাজের দক্ষতা আর আমরা কি সেটা যাচাই করার যোগ্যতাও আপনার এখনো হয়নি । বাংলাদেশের সাথে যখন সাইবার যুদ্ধ লাগে অন্য দেশ তখন তাদের অবস্থা কী করি তা হয়তো আপনার অজানা।

বাংলাদেশের সকল এক্সপার্টদের কাছে আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা না চাইলে তখন দেখবেন এই অর্ধশিক্ষিত এক্সপার্টরা কি কি করতে পারে। দ্রুত ক্ষমা চাইবেন

অপেক্ষায় রইলাম....।
আপনার জন্য শুভকামনা রইল।

- Cyber RedForce - Bangladesh

বাংলাদেশ সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর যখন আমাদের নিয়ে রিভিউ দেয় তখন আমাদের কাজের প্রতি আগ্রহ দ্বিগুণ হয়ে যায়। ধন্যবাদ Rob...
26/05/2025

বাংলাদেশ সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর যখন আমাদের নিয়ে রিভিউ দেয় তখন আমাদের কাজের প্রতি আগ্রহ দ্বিগুণ হয়ে যায়।

ধন্যবাদ RobinRafan স্যার..🙏💙

Cyber RedForce - Bangladesh ফেসবুক পেজ এর মাধ্যমে আপনার পেজ কিংবা আইডির যেকোন সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। রবিন রাফান পেজের ফলোয়ার বললে ১৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন

ধন্যবাদ স্যার। আমাদের উপর ভরসা করার জন্য।
26/05/2025

ধন্যবাদ স্যার। আমাদের উপর ভরসা করার জন্য।

Daily Issues পেজের মনিটাইজেশন ২৪ ঘন্টার মাঝে এক্টিভ করে দেওয়া হলো।যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুণ।
26/05/2025

Daily Issues পেজের মনিটাইজেশন ২৪ ঘন্টার মাঝে এক্টিভ করে দেওয়া হলো।
যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুণ।

মাত্র ৩০ মিনিটে হ্যাক পেজ রিকভার করা হলো Cyber RedForce - Bangladesh এর মাধ্যমে।ফেসবুকে স্বাগতম Adnan Akif হ্যাক পেজ রিক...
15/05/2025

মাত্র ৩০ মিনিটে হ্যাক পেজ রিকভার করা হলো Cyber RedForce - Bangladesh এর মাধ্যমে।

ফেসবুকে স্বাগতম Adnan Akif

হ্যাক পেজ রিকভার সহ ভার্চুয়াল জগতের যেকোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুণ। ইনশাআল্লাহ সমাধান পাবেন।

Address

Dhaka
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cyber RedForce - Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share