
26/06/2025
শুধু টাইটেল দেখে বিভ্রান্ত হবেন না!
আজকাল অনেকেই নিউজের হেডলাইন দেখে সাথে সাথেই মন্তব্য করে ফেলছে, শেয়ার করছে, অথচ বিস্তারিত না জেনে ভুল তথ্য ছড়াচ্ছে।
👉 সম্প্রতি RTV থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে লেখা।
"ফেসবুকের 'ভিডিও' থেকে আয় করা যাবে না আর!"
এই টাইটেল দেখে অনেকেই ভেবেছেন, ফেসবুকে ভিডিও বানিয়ে আর কেউ ইনকাম করতে পারবে না! 😱
কিন্তু আসল কাহিনীটা একটু জেনে নিন 👉
🔹 Meta (ফেসবুকের মূল কোম্পানি) ঘোষণা দিয়েছে, এখন থেকে ‘in-stream ads’ ফিচারটা বন্ধ করে দেওয়া হচ্ছে।
মানে, আগের মতো বড় ভিডিওর মধ্যে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম করা যাবে না।
🔹 এখন থেকে সব ভিডিওই Reels এর ফরম্যাটে গণ্য হবে — হোক সেটা ১ মিনিটের বা ৫ মিনিটের!
আগে যেসব বড় ভিডিও আলাদা করে পেজে পোস্ট করা যেতো, সেগুলাও এখন Reels ক্যাটাগরির মধ্যেই থাকবে।
🎬 অর্থাৎ, লং ভিডিও বা শর্ট ভিডিও — সবই এখন Reels হিসেবে ধরা হবে।
💸 তবে ভয় পাওয়ার কিছু নেই!
ফেসবুকে এখনো ইনকাম করার সুযোগ আছে
✅Facebook Content Monetization
✅ Reels Bonus
✅ Brand Collaboration (Paid partnership)
✅ Stars
✅ Subscriptions
এই পদ্ধতিগুলো চালু আছে, এবং এগুলো দিয়েই এখন কন্টেন্ট ক্রিয়েটররা আয় করতে পারবে।
🛑 তাই দয়া করে শুধু হেডলাইন দেখে বিভ্রান্ত হবেন না। পোস্টের বিস্তারিত না পড়ে মন্তব্য/শেয়ার করবেন না।
📢 সচেতন হোন, বিভ্রান্তি ছড়াবেন না। আর অন্যকেও বিভ্রান্তির হাত থেকে বাঁচান। 🙏