
01/03/2025
🌙 তুহফায়ে রামাযান ১৪৪৬ হিজরী | ২০২৫
আল্লাহ বলেন, "হে বিশ্বাসীগণ! তোমাদের ওপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।" (সূরা আল-বাকারা ২:১৮৩)
রাসূল (ﷺ) বলেছেন, "সূর্যাস্তের সাথেই রোযাদার ইফতার করবে।" (বুখারী ১৯৫৪, মুসলিম ১১০০)
তিনি আরও বলেন, "মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে। কেননা ইহুদী ও খ্রিস্টানরা দেরিতে ইফতার করে।" (বুখারী ১৯৫৭, মিশকাত ১৯৮৪)
📢 শীঘ্রই জেলাভিত্তিক সাহারী ও ইফতারের সময়সূচী প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
📌 প্রচারে: বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।