
14/06/2025
অদৃশ্যের মালিক আল্লাহ!🥲
অভিনেত্রী সুবহার মৃত্যু এবং আল্লাহর রহমতের এক অবাক করা নিদর্শন…
তানিন রহমান সুবহা একজন অভিনেত্রী ছিলেন, যিনি জ্বিন, যাদু, বদনজর—এসব অশরীরী বিষয়কে মোটেই বিশ্বাস করতেন না। কুরআন ও হাদীসে যেগুলোর সত্যতা সুস্পষ্টভাবে প্রমাণিত, তিনি সেগুলোকে অস্বীকার করতেন। অথচ শেষ পর্যন্ত তিনিই যাদুর আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যাদু আক্রান্ত হওয়াটাও ছিল তার প্রতি আল্লাহর এক বিশেষ দয়া। কেননা, তিনি আক্রান্ত হওয়ার পর ফেসবুকে স্বীকার করেছিলেন যে, জ্বিন-যাদু সত্য—এসবের অস্তিত্ব আছে। অর্থাৎ মৃত্যুর আগে তিনি অন্তত এই বিশ্বাস নিয়েই ইহলোক ত্যাগ করেছেন যে, জ্বিন-যাদু, বদনজর—all these are real and proven by Qur'an and Sunnah.
কিন্তু যদি তিনি আক্রান্ত না হতেন, এবং শেষ পর্যন্ত সেগুলোকে অস্বীকার করেই মারা যেতেন—তাহলে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন, যার পরিণতি হতো চিরস্থায়ী জাহান্নাম। তাই আমি মনে করি, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে তাকে যাদুর দ্বারা আক্রান্ত করেছেন, যেন তিনি ভুল থেকে ফিরে এসে অন্তত এই বিষয়ে সঠিক ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারেন।
আল্লাহ কখন, কাকে, কীভাবে দয়া করেন—তা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বোঝা খুব কঠিন। তিনি নিঃসন্দেহে পরম দয়ালু, অসীম করুণাময়।
Raqi Sulaiman
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুশ শিফা রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার
শায়েস্তাগঞ্জ পুরান বাজার হবিগঞ্জ সিলেট
(অনলাইন অফলাইন দুভাবেই সেবা প্রদান করা হয়)