01/01/2026
২৪শের গণ-অভ্যুত্থানে মেরুদণ্ডেও গুলি লেগে পঙ্গু হয়ে যায় তাহেরা বেগমের ছেলে।
এরপরও পরিবারটা টিকে ছিল—কারণ সংসারের একমাত্র ভরসা ছিলেন স্বামী নিরব হোসেন।
কিন্তু ‘খালেদা জিয়া’র জানাজায় গিয়ে শোকে মারা যান নিরব হোসেন।
এক মুহূর্তে সব হারিয়ে এখন দিশাহারা তাহেরা বেগম—পঙ্গু ছেলে তাহসীন আর মেয়ে নাফিজা নওরীনকে নিয়ে কীভাবে চলবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।
নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফলে।
এমন অসহায় পরিবারের পাশে সরকার ও সমাজ যদি দাঁড়ায়—তবেই তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।