প্রতিবাদী প্রজন্ম

প্রতিবাদী প্রজন্ম এই প্রজন্ম প্রশ্ন করে, প্রতিবাদ করে, পরিবর্তন আনে।

২৪শের গণ-অভ্যুত্থানে মেরুদণ্ডেও গুলি লেগে পঙ্গু হয়ে যায় তাহেরা বেগমের ছেলে।এরপরও পরিবারটা টিকে ছিল—কারণ সংসারের একমাত্র ...
01/01/2026

২৪শের গণ-অভ্যুত্থানে মেরুদণ্ডেও গুলি লেগে পঙ্গু হয়ে যায় তাহেরা বেগমের ছেলে।
এরপরও পরিবারটা টিকে ছিল—কারণ সংসারের একমাত্র ভরসা ছিলেন স্বামী নিরব হোসেন।

কিন্তু ‘খালেদা জিয়া’র জানাজায় গিয়ে শোকে মারা যান নিরব হোসেন।
এক মুহূর্তে সব হারিয়ে এখন দিশাহারা তাহেরা বেগম—পঙ্গু ছেলে তাহসীন আর মেয়ে নাফিজা নওরীনকে নিয়ে কীভাবে চলবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফলে।
এমন অসহায় পরিবারের পাশে সরকার ও সমাজ যদি দাঁড়ায়—তবেই তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।

বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পর শুধু তারেক রহমান নয়—আরও একজন মানুষ নীরবে একা হয়ে পড়েছেন।তিনি ফাতেমা বেগম, যিনি দীর্ঘদিন ...
01/01/2026

বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পর শুধু তারেক রহমান নয়—আরও একজন মানুষ নীরবে একা হয়ে পড়েছেন।
তিনি ফাতেমা বেগম, যিনি দীর্ঘদিন ধরে দেশনেত্রীর পাশে ছায়ার মতো থেকেছেন, ভালোবাসা ও দায়িত্ব দিয়ে আগলে রেখেছেন।

ফাতেমা আপার জীবনটা ছিল নিঃস্বার্থ ত্যাগের গল্প।
নিজের সংসার নেই, কিন্তু খালেদা জিয়ার জন্য তিনি ছিলেন নির্ভরতার ঠিকানা। এমনকি কঠিন সময়ের কারাগার পর্যন্ত তিনি সঙ্গ ছাড়েননি।

গ্রামের বাড়িতে রেখে এসেছেন বাবা-হারা সন্তানদের, তবু দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।
খালেদা জিয়া যেখানে গেছেন, ফাতেমা আপা থেকেছেন সেখানেই—একজন আপন মানুষ হয়ে, একজন অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে।

আজ থেকে ফাতেমা আপাও যেন আরও বেশি নিঃসঙ্গ।
যে মানুষটিকে আঁকড়ে ধরে জীবনটা কাটিয়েছেন, তিনি আর নেই—এটাই সবচেয়ে বড় শূন্যতা।

আশা করি, এই মানবিক ও পরোপকারী মানুষটিকে জিয়া পরিবার ভুলবে না।
কারণ ফাতেমা আপা শুধু কর্মী নন—তিনি ছিলেন পরিবারটির নীরব শক্তি ও আত্মার অংশ।

সাকিবের দেশ এসে খেলতে না পারার দায় আমার না—দায়টা যাদের, তাদের নামও পরিষ্কার।“সেফটি-সিকিউরিটি”র অযুহাত দেখিয়ে সরকার আগে থ...
01/01/2026

সাকিবের দেশ এসে খেলতে না পারার দায় আমার না—দায়টা যাদের, তাদের নামও পরিষ্কার।

“সেফটি-সিকিউরিটি”র অযুহাত দেখিয়ে সরকার আগে থেকেই না আসার ডিল করে রেখেছিল—এইটাই সত্য।
আর এই ডিলের পেছনে ছিল বর্তমান সরকার এবং সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।

দেশের মানুষের সামনে নাটক সাজিয়ে এখন দায় চাপানোর চেষ্টা—এটা আর চলবে না।
দেশের ক্রিকেট নিয়ে এমন রাজনীতি, চালাকি আর ছলচাতুরি বন্ধ করতে হবে।

— ফারুক আহমেদ, সাবেক বিসিবি প্রেসিডেন্ট।

দেশের স্বার্থে বারবার সবাইকে এক টেবিলে বসতেই হবে—দলমত বা মতাদর্শের ভেদাভেদ ভুলে।কারণ দেশের মানুষ চায় সঠিক সিদ্ধান্ত, চায়...
01/01/2026

দেশের স্বার্থে বারবার সবাইকে এক টেবিলে বসতেই হবে—দলমত বা মতাদর্শের ভেদাভেদ ভুলে।

কারণ দেশের মানুষ চায় সঠিক সিদ্ধান্ত, চায় স্থিরতা, চায় সমাধান—কথা নয়, কাজ।

যেখানে দেশের প্রয়োজন, সেখানে একতা জরুরি।
দল নয়—আগে দেশ।

— মিজানুর রতমান আজহারী

যেই হারে স্বর্ণের দাম বাড়তাছে, হুজুর কিন্তু একদম টিক কাজ করছেন। সামনে কোনো প্রয়োজন হলে কয়েক ভরি বিক্রি করলেই হয়ে যাবে।এট...
01/01/2026

যেই হারে স্বর্ণের দাম বাড়তাছে, হুজুর কিন্তু একদম টিক কাজ করছেন। সামনে কোনো প্রয়োজন হলে কয়েক ভরি বিক্রি করলেই হয়ে যাবে।

এটাই বুদ্ধি মানের কাজ। হালাল পন্থায় টাকা বৃদ্ধি। এটা হয়তো অনেকর অজানা তাই এমন টা বলতেছেন। টাকা যেকোন সময় বেন হয়ে যেতে পারে।

হলফ নামা সবাই দেয় কিন্তু বাস্তব নামা কেউ দেয় না।তবে  সত্যি সত্যি বলতে পারা হচ্ছে সৎ সাহসীকতা। তবে যাই হইক হলফনামা আর খোয়...
01/01/2026

হলফ নামা সবাই দেয় কিন্তু বাস্তব নামা কেউ দেয় না।
তবে সত্যি সত্যি বলতে পারা হচ্ছে সৎ সাহসীকতা।
তবে যাই হইক হলফনামা আর খোয়াবনামা একই কথা, বাস্তবনামা অন্য জিনিস।🫣

শহীদ ওসমান বিন হাদির প্রিয় মা বর্তমানে অসুস্থ।আজ হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এলাম—মায়ের চোখেমুখে সন্তানের স্মৃতি, আর আমাদে...
01/01/2026

শহীদ ওসমান বিন হাদির প্রিয় মা বর্তমানে অসুস্থ।
আজ হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এলাম—মায়ের চোখেমুখে সন্তানের স্মৃতি, আর আমাদের ভেতরে চাপা কষ্ট।- নাসিরুদ্দিন পাটুয়ারী

এনসিপির ডক্টরস উইংয়ের ডা. আব্দুল আহাদ নিয়মিত তাঁর খোঁজখবর রাখছেন।
তিনি হাদিকে নিয়ে অনেক আদুরে কথা বললেন—যেন প্রতিটি গল্পে হাদির উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠল।

ডাক্তার সাহেব সাবধানে থাকার পরামর্শ দিলেন, পাশাপাশি সংগ্রাম চালিয়ে যাওয়ার সাহসও দিলেন।
দোয়ার আশ্বাস দিয়ে মাথায় হাত বুলিয়ে আগামীর পথে শক্ত করে দাঁড়ানোর দিকনির্দেশনা দিলেন।

হাদি হত্যাকাণ্ডের বিচার—এই দাবিটা ভুলে যাওয়ার নয়।
ন্যায়ের জন্য আমাদের লড়াই চলবে, ইনশাআল্লাহ।

ওসমান বিন হাদীর খু'নীর মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ তার সবশেষ অবস্থান পেয়েছে ডিওএইচের একটি বাসায় যে বাসাটি একজন ব্রি.জেনা...
01/01/2026

ওসমান বিন হাদীর খু'নীর মোবাইল লোকেশন
অনুযায়ী পুলিশ তার সবশেষ অবস্থান পেয়েছে ডিওএইচের একটি বাসায় যে বাসাটি একজন ব্রি.জেনারেলের

- ইলিয়াস হুসাইন - প্রবাসী সাংবাদিক

নতুন বছরের শুরুতে আমার একটাই চাওয়া—হাদী ভাইয়ের হ/ত্যা/র বিচার যেন নিশ্চিত হয়।এমন কিছু ভিডিও সামনে এলে এখনও মনে হয়, তিনি ...
01/01/2026

নতুন বছরের শুরুতে আমার একটাই চাওয়া—হাদী ভাইয়ের হ/ত্যা/র বিচার যেন নিশ্চিত হয়।
এমন কিছু ভিডিও সামনে এলে এখনও মনে হয়, তিনি যেন ঠিক আমাদের মাঝেই আছেন… হারিয়ে যাননি।

ইতিহাস আমরা অনেক শুনেছি। কিন্তু ইতিহাস কীভাবে তৈরি হয়—সেটা শহীদ ওসমান হাদী নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

কিছু মৃত্যু কেবল শেষ নয়—কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়, আর মানুষটাকে করে দেয় অমর।

আজ নয়, শত বছর পরেও জন্ম নেওয়া শিশুটিও জানবে—এই দেশে একদিন ওসমান হাদী নামে একজন ছিলেন,
যিনি চলে গিয়েও মানুষের ভেতরে বেঁচে আছেন… সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে, সত্যের জন্য।

⚠️ হাদি ভাই বিচারের বিষয়টা যেনো ধামচাপা দিতে না পারে—তাই সব পোস্ট শেয়ার করুন, সাথে কমেন্ট করুন।

ভারত এতো গোপনে গোপনে খেলতে চায় কেনো? কথা কিন্তু দুইজনের সেইম ,কি নিয়ে বৈঠক সেসব কিন্তু কেউই বলে নাই :-
01/01/2026

ভারত এতো গোপনে গোপনে খেলতে চায় কেনো?
কথা কিন্তু দুইজনের সেইম ,কি নিয়ে বৈঠক সেসব কিন্তু কেউই বলে নাই :-

কনকনে শীতের সন্ধ্যায়ও থেমে থাকেননি মোনামি ম্যাম।শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ছেলেকে সঙ্গে নিয়েই দাঁড়িয়ে গেলেন প্রতিবা...
01/01/2026

কনকনে শীতের সন্ধ্যায়ও থেমে থাকেননি মোনামি ম্যাম।
শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ছেলেকে সঙ্গে নিয়েই দাঁড়িয়ে গেলেন প্রতিবাদের কাতারে।

একজন মায়ের এই উপস্থিতি শুধু কর্মসূচি নয়—এটা সাহস, দায়িত্ব আর ন্যায়বোধের শক্ত বার্তা।
যে সমাজে অন্যায়কে স্বাভাবিক করে ফেলার চেষ্টা হয়, সেখানে এমন কণ্ঠই আশা জাগায়।

বিচার চাই—আর তা চাই এখনই।

01/01/2026

ওসমান হাদি ভাইকে নিউজফিড থেকে হারিয়ে যেতে দিয়েন নাহ প্লিজ
🙏

ที่อยู่

Bang Kapi

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ প্রতিবাদী প্রজন্মผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ติดต่อ ธุรกิจของเรา

ส่งข้อความของคุณถึง প্রতিবাদী প্রজন্ম:

แชร์