24/12/2025
রাজনীতির হাজারো বক্তৃতার মাঝেও কিছু মানুষ আলাদা হয়ে যায়—কারণ তারা শুধু নেতা না, একজন আদর্শ বাবাও।
তারেক রহমানকে নিয়ে মতপার্থক্য থাকতে পারে।
কিন্তু একটা বিষয় চোখ এড়ায় না—
তার একমাত্র কন্যা জাইমা রহমানের পড়াশোনা ও আইন পেশায় এগিয়ে যাওয়ার পেছনে তারেক রহমানের প্রত্যক্ষ অনুপ্রেরণা ও সমর্থন আছে।
আজকে জাইমাকে দেখে বোঝা যায়—
শুধু পরিচয়ে নয়, যোগ্যতা ও প্রস্তুতির পথেও তিনি এগোচ্ছেন।আর একজন বাবা হিসেবে মেয়ের ভবিষ্যৎ গড়ে দিতে পারা—এটাই সবচেয়ে বড় অর্জন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—
শত প্রতিকূলতার মাঝেও মেয়ের সাথে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখা সহজ কাজ না।
যে বাবা সেটা পারে, তার ভেতরে দায়িত্ববোধও থাকে, আত্মমর্যাদাও থাকে।
রাজনীতি আসবে-যাবে।
কিন্তু একজন বাবার সবচেয়ে বড় পরিচয়—
সে তার সন্তানকে কীভাবে মানুষ করেছে।