Fastline-360

Fastline-360 Always for you Please subscribe to our Channel. For more information please contact us, Thank You.

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না , কেউ জল দেয় না , সার দেয় না , গোড়ায় কেউ মাটি দেয় না ...
20/04/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না , কেউ জল দেয় না , সার দেয় না , গোড়ায় কেউ মাটি দেয় না । নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক ।
তার ফল খুব মিষ্টি , তার রসের জন্য হাহাকার । তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী । রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয় । যত দিন বেঁচে থাকে তাকে কাটা হয় , তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয় । রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে ।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয় , মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য ।
কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না , প্রতিবাদ করে না , কিছু প্রত্যাশা করে না , ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায় , রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো ।

খেজুরগাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা ।
সবাই ভালো , সুস্থ ও সুন্দর থাকুক ...

মটর গাড়ীর ট্যাক্স টোকেন খুজে পাচ্ছেন না??? নাই তো নাইই। কিভাবে নতুন কপি তুলতে হবে? BRTA service Portal এ আকাউন্ট খুলে, ...
10/04/2025

মটর গাড়ীর ট্যাক্স টোকেন খুজে পাচ্ছেন না??? নাই তো নাইই। কিভাবে নতুন কপি তুলতে হবে?

BRTA service Portal এ আকাউন্ট খুলে, অনলাইনে ২০ টাকা সাথে ১৫% ভ্যাট সহ ২৩ টাকা দিয়ে আবেদন করুন। ওরা ডুপ্লিকেট প্রিন্টেড কপি বাসায় এসে পৌঁছে দেবে। ডেলিভারি চারজ লাগবে ৫০ টাকা। মোট ৭৩ টাকায় কাজ সারা।

এভাবে সরকারী সকল সেবা বাসায় বসে পেতে চাই। সবার জন্য সেবা নিশ্চিত করতে হবে।🙏❤️❤️❤️❤️

দালাল মালালের খ্যাতা পুরি!
আপনার গাড়ি/বাইক থাকলে এখানে ঢুকুন। আপনার গাড়ির সব আমলনামা এখানে আছে। মালিকানা বদল থেকে শুরু করে সব পাবেন। https://bsp.brta.gov.bd/
❤️❤️❤️❤️🙏🙏🙏.
#মোটরসাইকেল

Dear All,Greetings from the Outreach, Extension and Continuing Education unit of the Office of the Pro-Vice Chancellor, ...
27/03/2025

Dear All,

Greetings from the Outreach, Extension and Continuing Education unit of the Office of the Pro-Vice Chancellor, Independent University, Bangladesh!

We are pleased to inform you that we will be offering the following globally acclaimed CCNA (CISCO Certified Network Associate) modules in April 2025:



📚 Modules Covered:

1️⃣ Introduction to Networks

(This introductory course can be taken by students from all majors except current students who are doing B.Sc. in CSE.)

2️⃣ Switching, Routing, and Wireless Essentials
(Those who have previously completed CCNA Module 1 or CSE 316L at Independent University, Bangladesh are eligible to enrol in CCNA Module 2.)

3️⃣ Enterprise Networking, Security, and Automation

(Students who have completed CCNA Module 2 may proceed to enrol in Module 3.)


⏰Course Duration: 48 hours (Modules 1 & 2 each) 72 hours (Module 3)

📝Admission Requirement: HSC/A-Level Minimum

📅Starting Date: April 18, 2025

💰Academy Admission Fee: BDT 1000 (One-time)

Course Fee:

Modules 1 & 2:

BDT 6,000/- for IUB students

BDT 7,000/- for external participants

Module 3:

BDT 10,000/- for IUB students

BDT 11,000/- for external participants

⏳Application Deadline: April 10, 2025

🔗For more course details visit: http://iub.ac.bd/site/ccna

📝To apply, click: https://forms.gle/UPQTfHaNkd8mBCQM6

📞Registration & Payment Queries? Dial: 01789118077

📞For program-related information, contact: 01922966065

Don't miss out on this great opportunity! ✨🎓

আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ
09/01/2025

আলহামদুলিল্লাহ
নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ

দেশে বিয়ে ও হানিমুনের সুযোগ, লাগবে না টাকা-পয়সা | Wedding | ASH Founda...

আশা করি সবাই নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে ক্রয় করবেন।
17/12/2024

আশা করি সবাই নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে ক্রয় করবেন।

পল্লী বাংলার পন্যসামগ্রি ক্রয় করুন, বেওয়ারিশ মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসুন || Support Humanity By Showkat Hossain ppmআস্সালামু আলাইকুম,,...

বর্তমান সময়ে যারা  #কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ ১. বাস থেকে নামার পর নিজে...
26/11/2024

বর্তমান সময়ে যারা #কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯,-কে।

কালেক্টেড💫

এই গরমে জুতার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন https://click.daraz.com.bd/e/_CWI7Gb
20/04/2024

এই গরমে জুতার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন
https://click.daraz.com.bd/e/_CWI7Gb

Be careful
18/04/2024

Be careful

 #ঢাকা  #বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, যার দান করা ৬০০ একর জমির উপর দা‌ড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা  #মেডিকে...
17/01/2024

#ঢাকা #বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, যার দান করা ৬০০ একর জমির উপর দা‌ড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা #মেডিকেল, #বুয়েট সেই নবাব স্যার #সলিমুল্লাহর আজ #মৃত্যুবার্ষিকী।

***জীবনী :
নবাব সলিমুল্লাহর জন্ম ১৮৭১ সালের ৭ ই জুন। তাঁর বাবা ছিলেন নওয়াব স্যার খাজা আহসানউল্লা (১৮৪৬-১৯০১) এবং দাদা ছিলেন নওয়াব স্যার খাজা আবদুল গণি (১৮১৩-৯৬)। এই দুজনই ঊনবিংশ শতকের বাংলাদেশের সমাজ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নিঃসন্দেহে পরিবারটি ছিল অভিজাত ও ধনাঢ্য। কিন্তু অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে করতেন। তিনি আকাতরে দান-খয়রাত করে গেছেন।

স্যার সলিমুল্লাহর বাবা আহসানউল্লা ১৯০১ সালের ৭ ডিসেম্বর সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ঢাকায় তথা বাংলাদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন, প্রথম বিজলি বাতির আলো জ্বলেছিল আহসান মঞ্জিলে।
(১) নবাব সলিমুল্লাহ সেই যিনি সর্বপ্রথম পানীয় জল এবং টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে আধুনিক ঢাকার জন্ম দেন।
(২) ঢাকার ইঞ্জিনিয়ারিং বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯০২ সালে তিনি ১ লাখ ২০ হাজার টাকা দান করেছিলেন। সেই টাকায় এবং তাঁর দান করা জমিতে স্থাপিত হয়েছিল আহসানউল্লা স্কুল অব ইঞ্জিনিয়ারিং, ১৯২২ সালে যা আহসানউল্লা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১৯৬০ সালে আহসানউল্লা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে উন্নীত হয়। সেটিই এখনকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)।
(৩) নবাব সলিমুল্লাহ যিনি ১৯০৩ সালে বড় লাট লর্ড কার্জন ঢাকায় সফরে এলে আহসান মঞ্জিলে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন। শেষ পর্যন্ত ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠনের বিষয়ে ইংরেজরা মত দেয়।
(৪) নবাব সলিমুল্লাহ যিনি ১৯১১ সালের ২৯ আগস্ট ঢাকার কার্জন হলে ল্যান্সলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াব আলী চৌধুরীকে নিয়ে পৃথক দুটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
(৫) (DU) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি জমিই শুধু দান করেননি, প্রধান অর্থদানকারীও ছিলেন। এতে তাঁর অর্থভাণ্ডারে ঘাটতি দেখা দিয়েছিল। শেষে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হয়েছিল। জমিদারি চলে গিয়েছিল কোর্ট অব ওয়ার্ডসে।
(৬) নবাব সলিমুল্লাহ যিনি ১৯০৬ সালে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং ধর্ম রক্ষায় প্রায় ছয় মাসের প্রচেষ্টায় পাক-ভারত উপমহাদেশে ‘অল ইন্ডিয়া মুসলিম লীগ’ গঠন করেন।
(৭) নবাব সলিমুল্লাহ যার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কর্তৃক শিক্ষা বিভাগে মুসলমানদের জন্য সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টরের পদ সৃষ্টি করেন।
(৮) নবাব সলিমুল্লাহ যিনি বর্ণবাদী-ব্রাহ্
মণ্যবাদী চক্রান্তে ব্রিটিশ সামাজ্যবাদে শত বছরের অধিক চাষাভূষা, কচোয়ান-দাঁরোয়ান ও গোলাম বানিয়ে রাখা মুসলিমদের কথা ভেবে প্রথম জেগে উঠেন তারপর মুসলিমদের সংগঠিত করার কাজ শুরু করেন।
(৯) নবাব সলিমুল্লাহ, যিনি সুদূর তুরস্কের ভূমিকম্পে মানুষের কষ্টের কথা শুনে সাহায্যের জন্য টাকা-পয়সা পাঠিয়েছিলেন।
(১০) নবাব সলিমুল্লাহ, যিনি মানুষকে তার সকল সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে ঋণী হয়েছিলেন। #সোনালী #ব্যাংক সদরঘাট শাখায় এখনও তার বন্ধক রাখা সিন্ধুক “দরিয়ায়ে নূর” রক্ষিত আছে।

আমরা ক'জন জানি এই মহান ব্যক্তির কথা ? তার অসামান্য কীর্তির কথা ?
এই বুয়েট না থাকলে কারা বিশ্বমানের ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ করে দিত ?
আজ যত-শত আবর্জনার মাঝেও আমাদের জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে যেখানে, সেখানে এই মহান ব্যক্তিদের একটু জায়গা কোথায় !!

আজ ১৬ #জানুয়ারী নবাবের #মৃত্যুবার্ষিকী। উনার #আত্মার #মাগফিরাত কামনা করছি , #আল্লাহ্‌ উনাকে #জান্নাত দান করুন (আমিন)।
- সংগৃহীত ও পরিমার্জিত

     #কুমিল্লা  #বোর্ডের  #সুইসাইড করা ১১ জন  #ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড  #নোটঃ• আগামি বছর আবার  #পরীক্ষা দিবো। মা, ব...
01/12/2023


#কুমিল্লা #বোর্ডের #সুইসাইড করা ১১ জন #ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড #নোটঃ

• আগামি বছর আবার #পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের #মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন #প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
#পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
#মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন #ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!

শীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক পরামর্শঃষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের ধারায় ইতোমধ্যে শীতের আমেজ শুরু ...
21/11/2023

শীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক পরামর্শঃ

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের ধারায় ইতোমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। তবে নভেম্বর মাস থেকেই শীতের আমেজ অনুভব করা যায়। আবহাওয়া পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দেয়; বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে। এ সময় শারীরিক সুস্থতার জন্য নিম্ন লিখিত পরামর্শ/দিক নির্দেশনাগুলো অনুসরণ করা যেতে পারে :

১। শীতে সর্দি, কাশি, ভাইরাল জ্বর ইত্যাদির প্রবণতা বাড়ে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ সময় ভিটামিন সি ও ভিটামিন-এ সমৃদ্ধ মৌসুমি বিভিন্ন ফল ও শাক-সবজি বেশি করে গ্রহণ করলে উপকার পাওয়া যাবে।

২। শীতে উষ্ণতা পেতে ভেষজ বা মসলাযুক্ত এক কাপ চা তুলনাহীন যেমন- আদা, তুলসী, এলাচ, লবঙ্গ, সাবরাং, পুদিনা যা অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং বিভিন্ন ধরনের প্রতিরোধে কাজ করে। এছাড়াও হালকা কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে খেলেও সর্দি-কাশি উপশম হয়।

৩। যারা রক্ত স্বল্পতায় (এনিমিয়া) ভুগছেন তাদের মধ্যে এ সময় ঠাণ্ডা লাগাসহ বিভন্ন রোগের প্রবণতা বেশি থাকে। তাই এ সময় আয়রন সমৃদ্ধ খাবার, কলিজা, ডিমের কুসুম, মসুর ডাল, ছোলা, পালং শাক, বাদাম ও বিভিন্ন বীজ, মাশরুম প্রভৃতি বেশি করে খাওয়া প্রয়োজন ।

৪। এ সময় বাচ্চাকে ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে। মায়ের মুখ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শিশু সহজে ঠাণ্ডা, কাশি ইত্যাদিতে আক্রান্ত হবে না।

৫। ছয় মাসের বেশি বয়সী শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার যেমন, ডিম, লাল শাক, পালং শাক ইত্যাদি দিয়ে রান্না করা খিচুড়ি দিতে পারেন। এছাড়া বিভিন্ন স্যুপ, লেবুর রস, কমলার রস খাওয়াতে পারেন।

৬। মৌসুমি বিভিন্ন ফল ও শাক সবজিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ (ফাইবার), অ্যান্টি- অক্সিডেন্ট প্রভৃতি থাকে যা শরীরের সজীবতা রক্ষা করতে এবং ত্বক ও চুল ভালো রাখতে সহায়তা করে। তাই শীতে এ জাতীয় খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করা যেতে পারে।

৭। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দানাদার শস্য, মাছ, মাংস, ডিম, দুধ, তাজা ফল ও শাকসবজি, বাদাম, বিভিন্ন বীজ জাতীয় খাদ্য ও লেবুর সমন্বয়ে সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা যেতে পারে।

৮। শীতে আবহাওয়া শুষ্ক থাকে। শীতের শুরু ও শেষ সময়ে পানি পানের প্রবণতা কমে যাওয়ায় ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। এই সময় বেশি করে পানি পান করা
প্রয়োজন। হালকা কুসুম গরম পানি পান করা যেতে পারে। পানি আমাদের দেহের
অভ্যন্তরীণ টক্সিন অপসারণ করতে, শরীরের কোষগুলিতে পুষ্টি বহন করতে এবং দেহে তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

৯। শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম বা খেলাধুলা শরীরকে উষ্ণ রাখতে এবং জ্বর, সর্দি-কাশির মতো মৌসুমি বিভিন্ন অসুস্থতার বিরুদ্ধে রোগ প্রতিরোধে সহায়তা করে। ।

১০ এ সময় ভিটামিন ডি এর অভাব জনিত বিষণ্ণতা বেশি পরিলক্ষিত হয়। তাই ভিটামিন ডি এর ঘাটতি পূরণে পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে। (সংগৃহীত)

Address

Aftabuddin Ahmed Road, Bashundhara R/A
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Fastline-360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fastline-360:

Share