Tajul Islam - Life At Sea

Tajul Islam - Life At Sea "Living my best life at sea! ⚓️ As a Merchant Mariner, I get to explore incredible places and have amazing adventures.

Follow along for stunning views, travel inspiration, and a glimpse into life on the open water!"

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ ...
05/09/2025

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির চাওয়ায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের ইচ্ছামাফিক চিলির বিপক্ষে ম্যাচটি মারাকানায় রাখা হয়। যেখানে বড় জয়ে উৎসব নামিয়েছেন এস্তেভাও-গুইমারেস ও লুকাস পাকেতারা। বিশ্বকাপের আগে ব্রাজিল ঘরের মাঠে শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে।

নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটা আগেই দখলে ছিল ব্রাজিলের। যেখানে তাদের প্রতিপক্ষ চিলি। গত বছরের অক্টোবরে তাদের সঙ্গে সর্বশেষ দেখায় সেলেসাওরা ২-১ গোলে জিতেছিল। সবমিলিয়ে চিলির বিপক্ষে ৭৪ ম্যাচে ৫২ জয় ছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই সংখ্যাকে তারা মারাকানায় আরেকটু বাড়িয়ে নিলো। ব্রাজিলের হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।

ম্যাচজুড়ে পজেশন থেকে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় আনচেলত্তির শিষ্যরা। এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে চিলি ৩টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। বোঝাই যাচ্ছে সেলেসাও রক্ষণ দেয়ালে তারা কতটা নাস্তানাবুদ ছিল। শুরু থেকেই ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শাণাতে থাকে। পঞ্চম মিনিটেই ক্যাসেমিরো হেডে গোল করেছিলেন। কিন্তু তাদের উদযাপন ভেস্তে যায় অফসাইডের কারণে।

ফলে দর্শকদের পুনরায় উৎসবের আমেজটা আসে ৩৭ মিনিটের পর। নিখুঁত দলীয় আক্রমণ যাকে বলে। জোয়াও পেদ্রো, সান্তোস হয়ে বল পেয়ে ড্রিবলিং করে বক্সে ঢুকে শট নেন রাফিনিয়া। কিন্তু চিলি গোলরক্ষকের বাধায় সেটি বেরিয়ে যাওয়ার পথে থাকলে, দ্বিতীয় বারের সামনে থাকা এস্তেভাও কিছুটা লাফিয়ে মাথার ওপর দিয়ে শটে বল জালে জড়ান। কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে গোল করলেন তিনি (১৭ বছর ৪ মাস )। পিছিয়ে পড়া চিলির জন্য ধাক্কা হয়ে আসে ৪৫ মিনিটে মারিপানকে দেখানো লাল কার্ড। ওয়েসলিকে বেপরোয়া ফাউল করায় তাকে রেফারির সরাসরি মাঠ ছাড়ার নির্দেশ দেন, তবে খানিক বাদে মনিটর দেখে সেটি বাতিল করে হলুদ কার্ড দেওয়া হয়।

বিরতির পর অল্প সময়ের মাঝে ব্রাজিলের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আনচেলত্তি। বদলি নেমে লুইস হেনরিক, কাইও জর্জ ও পাকেতারা ঝলক দেখান। ইংলিশ লিগে নিষিদ্ধ হওয়ার শঙ্কা থাকায় মাঝে দলে ডাক পাননি পাকেতা। তবে ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডারের জাতীয় দলে ফেরার ম্যাচে দর্শকরা শোরগোল তুলে অভিবাদন দেন। এরপর ব্রাজিলের দ্বিতীয় গোলটাই আসে তার হেডে। অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে দ্বিতীয় বারে শট নেন। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।

মিনিট চারেক বাদেই ফের মারাকানায় স্বাগতিক শিবিরে উৎসবের উপলক্ষ্য। এবারও বলের জোগানদাতা হেনরিক। তবে তিনি নিজেই জোরালো শট নিয়েছিলেন। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। আক্রমণ অব্যাহত ছিল বাকি সময়েও, তবে আর কেউ গোলের দেখা না পেলেও বড় জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

অবিরাম বর্ষণে ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে চলে গেছে। এতে ত্রাণকেন্দ্র প্লাবিত হয়েছে, ভেসে গেছে...
04/09/2025

অবিরাম বর্ষণে ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে চলে গেছে। এতে ত্রাণকেন্দ্র প্লাবিত হয়েছে, ভেসে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্যাদুর্গত এলাকা থেকে শত শত মানুষকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

এছাড়া দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, অবিরাম বর্ষণে দিল্লিতে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে গেছে। এতে ময়ুর বিহার ফেজ-১–সহ নিম্নাঞ্চলের ত্রাণকেন্দ্রগুলো বৃহস্পতিবার প্লাবিত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টায় দিল্লির পুরোনো রেল সেতুতে যমুনার পানি ছিল ২০৭.৪৮ মিটার। রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পানি একই মাত্রায় থাকলেও সকাল থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে দিল্লিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এদিন আলিপুর এলাকায় সড়কের একাংশ ধসে যায়। সিভিল লাইনস অঞ্চলে গাড়ি ডুবে যায়, ভবন প্লাবিত হয়। কাশ্মিরি গেটের বিভিন্ন অংশেও পানি ঢুকে পড়েছে।

বুধবার বিকেলের বৃষ্টিতে দিল্লি ও এনসিআরে যানজট ও জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করে। যমুনার পানি বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে নদীর তীরবর্তী এলাকায়। সেখানে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ত্রাণকেন্দ্র প্লাবিত হয়েছে।

এছাড়া লোহাপুল এলাকায় তোলা ছবিতে দেখা গেছে, বন্যার পানি বাঁধ উপচে ত্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে যমুনা বাজার ও যমুনা খাদার থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন।

এক্স–এ দেওয়া পোস্টে এনডিআরএফ জানায়, যমুনার পানি বিপৎসীমার ওপরে যাওয়ায় যমুনা বাজার, নাজাফগড় ও জইতপুরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়, নিরাপদে সরিয়ে নেওয়া হয় ৬২৬ জন মানুষ ও ১৩টি গবাদি পশুকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সর্বশেষ আপডেটে আবহাওয়া দপ্তর হরিয়ানার পানিপথ, সোনিপথ, গুরগাঁও, ফারিদাবাদ, পালওয়াল ও মেওয়াটে রেড অ্যালার্ট জারি করেছে। ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল, জম্মু-কাশ্মিরসহ আরও কয়েকটি অঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

এদিকে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। ২৩টি জেলায় ১ লাখ ৭৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

কর্মকর্তাদের মতে, ১৯৮৮ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। রূপনগর ও পাটিয়ালা জেলায় সতর্কতা জারি করা হয়েছে, রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়রাত ১১টার পর হলে প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌ...
04/09/2025

ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাত ১১টার পর হলে প্রবেশ করা ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিলনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন জুলাই-৩৬ হলের ছাত্রীরা।

এ সময় তারা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’, ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে নানান স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ থেকে ছাত্রীরা ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইওয়ার শর্ত দেন। এছাড়া সাইবার বুলিং সেল গঠন, ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।

ছাত্রদল নেতাআনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। অভিযোগ ওঠার পর রাতে ওই নেতার পদ সাময়িক স্থগিতের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, “বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত আনিসুর রহমানের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। সত্যতা যাচাই ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করেছি। তিনি জানিয়েছেন, তার আইডির নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। সাংগঠনিক দায়িত্বে থেকে এমনটা করার কথা না। আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি ঘটনার সতত্য পাওয়া যায়, তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাস্তি দেওয়ার জন্য ছাত্রদল থেকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

অন্যদিকে, ছাত্রদল নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদ ও তাকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কাল বেলা ১১টায় প্যারিস রোডে একযোগে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা। এছাড়া একই সময়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন ও সোচ্চার বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টার পরে হলে ফেরায়, জুলাই-৩৬ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন মঙ্গলবার সমালোচনার মুখে অনিবার্য কারণ দেখিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এ-সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ বলে মন্তব্য করা হয়।

সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখার অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ শেষ হয়। একই সরলর...
04/09/2025

সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখার অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ শেষ হয়। একই সরলরেখায় অবস্থান করলেও, এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে পূর্ণগ্রাস গ্রহণ হবে না খণ্ডগ্রাস। এই বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী ৭ সেপ্টেম্বর। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো— পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ম...
04/09/2025

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায়। এতে অংশ নেয় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার প্রস্তুতি চলছিল। বিভিন্ন স্থান থেকে কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন।

এ সময় উচালিয়াপাড়ার মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলার মুজাহিদের ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তাকে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

03/09/2025

গোপাল ভাঁড় _ Gopal Bhar _ new episode 2025

পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।স...
02/09/2025

পরিচয় গোপন রেখে গোপালগঞ্জে বিয়ে করতে এসে মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। পরে তাকে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাজ্জাদ ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ থেকে গত ১ জুলাই পর হতে ছুটি ব্যতীত অনুপস্থিত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

কাশিয়ানী আর্মি ক্যাম্প জানায়, সোমবার সন্ধ্যায় বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়া গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ার বাসিন্দা মো. আক্তার হোসেনের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে আসেন। এ সময় মেয়ের আত্মীয়রা তাঁর পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন তারা। খবর পেয়ে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ঘটনাস্থলে যান। ৫৩ বিজিবিতে ফোন করলে তার পলাতক ও গ্রেফতারি পরোয়ানার বিষয় নিশ্চিত করে। পরে সাজ্জাদকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।’

02/09/2025

মগজের জয় - গোপাল ভাঁড় - Gopal Bhar new episode 2025

31/08/2025

মন্ত্রী হলেন কাবু- গোপাল ভাঁড় - Gopal Bhar - new episode 2025

ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কনৌজ জেলায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর মৃত্যুর পর প্রথমে তার ছোট বোনকে বিয়ে করেছিলেন এ...
30/08/2025

ভারতের উত্তরপ্রদেশের কানপুরের কনৌজ জেলায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর মৃত্যুর পর প্রথমে তার ছোট বোনকে বিয়ে করেছিলেন এক যুবক। এরপর আবার আরেক শ্যালিকাকে বিয়ে করার দাবিতে বিদ্যুতের টাওয়ারে উঠে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রাজ সাক্সেনা নামের ওই যুবকের প্রথম বিয়ে হয় ২০২১ সালে। তবে বিয়ের এক বছরের মাথায় স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর তিনি স্ত্রীর বোনকে বিয়ে করেন।

কিন্তু দুই বছর পর সেই স্ত্রীর আরেক বোনের প্রেমে পড়েন রাজ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্ত্রীকে সরাসরি জানিয়ে দেন যে তিনি তার দ্বিতীয় শ্যালিকাকেও বিয়ে করতে চান। এতে রাজি না হওয়ায় হঠাৎ করেই রাজ সাক্সেনা বলিউডের জনপ্রিয় সিনেমা শোলের ভিলেন গব্বর সিংয়ের মতো বিদ্যুতের টাওয়ারে উঠে বসেন এবং উচ্চস্বরে শ্যালিকাকে বিয়ে করার দাবিতে হট্টগোল শুরু করেন।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ ও পরিবার ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালায় তাকে নিচে নামাতে। অবশেষে সাত ঘণ্টার চেষ্টায় রাজকে রাজি করানো হয়। পরিবারের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয় যে শ্যালিকাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

টাওয়ার থেকে নামার পর রাজ সাংবাদিকদের বলেন, ‘আমার শ্যালিকাও আমাকে ভালোবাসে। তাই আমি তাকে বিয়ে করতে চাই।

30/08/2025

সেরা রাজসভার পুরষ্কার কে পেতে যাচ্ছে - Gopal Bhar new episode 2025

30/08/2025

মুরুব্বিকে ঘাড় থেকে নামানো - Gopal Bhar - new episode 2025...............

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tajul Islam - Life At Sea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajul Islam - Life At Sea:

Share