
19/06/2023
ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:
১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।
২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।
৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।
৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।
৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।
৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।
৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।
প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে