SM E-shop

SM E-shop মানুষের কল্যান হয় এমন সব পোস্ট এখানে করা হয়, যেমন শিক্ষনীয় গল্প, হারানো পোস্ট, নিখোঁজ সংবাদ, জরুরি রক্তের প্রয়োজন ইত্যাদি।

মানুষের কল্যান হয় এমন সব পোস্ট এখানে করা হয়, যেমন শিক্ষনীয় গল্প, হারানো পোস্ট, নিখোঁজ সংবাদ, জরুরি রক্তের প্রয়োজন, অসচ্ছল অসুস্থ ব্যাক্তির সাহায্যের পোস্ট, সফল ব্যক্তিদের জীবনী, অনুপ্রেরণা মূলক পোস্ট, প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সমস্যা ইত্যাদি তুলে ধরা হয়।

16/09/2025
14/09/2025

মেহমেদের জন্য সবাই দোয়া করবেন 🤲

06/09/2025

মেহমেদ বিড়ালের সাথে খেলা করছে🥰

05/09/2025

গল্প: বাবা, ছেলে আর এক মুঠো দড়ি

একদিন এক বাবা তার ছোট ছেলেকে নিয়ে গ্রামের মেলায় গেলেন। মেলায় তারা একটি ছোট্ট ঘোড়া দেখল। ঘোড়াটি বাঁধা আছে শুধু একটা পাতলা দড়ি দিয়ে। ছেলেটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলঃ

— “বাবা! এত বড় ঘোড়াকে এত ছোট্ট দড়ি দিয়ে কিভাবে বেঁধে রাখা সম্ভব? ঘোড়াটা কি চাইলে পালাতে পারবে না?”

বাবা হেসে উত্তর দিলেনঃ
— “হ্যাঁ বাবা, পারবে। কিন্তু জানিস, এই ঘোড়াটিকে ছোটবেলায় এই একই দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখন তার শক্তি ছিল না, তাই পালাতে পারেনি। ধীরে ধীরে সে বিশ্বাস করে নিয়েছে যে এই দড়ি দিয়ে সে কখনোই মুক্ত হতে পারবে না। আজও সেই ভ্রান্ত ধারণাটাই তাকে বেঁধে রেখেছে।”

ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে বললঃ
— “মানে, আসলে দড়িটা না, তার নিজের ভুল বিশ্বাসই তাকে বেঁধে রেখেছে?”

বাবা মাথা নেড়ে বললেনঃ
— “ঠিক তাই! জীবনে অনেক সময় মানুষও নিজের ভেতরের ভয়, ভুল ধারণা আর হাল ছেড়ে দেওয়ার মানসিকতা দিয়ে নিজেকেই বেঁধে রাখে। অথচ সে চাইলে সেই বন্ধন ভেঙে অনেক বড় কিছু করতে পারে।”

---

শিক্ষা:

আমাদেরকে আটকে রাখে বাইরের শিকল নয়, বরং ভেতরের ভুল বিশ্বাস আর ভয়। সাহস করে চেষ্টা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪রি...
04/09/2025

■▪রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।
■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।
■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।
■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।
■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।
■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!
■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!
■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।
■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব্য আমি আল্লাহর উপর নেই।

সংগৃহীত

03/09/2025

প্রতারণার অভিনব পন্থা;
তাও আমার সাথে!

গত শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে,আমি হার্ট ফাউন্ডেশনের মিটিং এ, একটি নাম্বার থেকে আমার WhatsApp এ কল এলো, ছবি একজন পুলিশ অফিসারের।
আমি রিসিভ করলাম,বললো আমি পুলিশ অফিসার ওমর বলছিলাম আপনার সাথে জরুরী কথা আছে। উত্তরে বললাম আমি একটা মিটিং এ আছি,মিটিং শেষে কলব্যাক করবো। পরে আমি কলব্যাক করলাম, ধরে নাই। দুই মিনিটের মাথায় একই নাম্বার থেকে কল করে বললো "আপনি ছাড়া আপনার WhatsApp কেউ ব্যবহার করে নাকি,আমি বললাম নাতো কেনো?,বললো আপনার WhatsApp একাউন্টটি কেবা কারা ক্লোন করেছে,সেখান থেকে আপত্তিকর ভিডিও এবং অডিও শেয়ার করা হচ্ছে,অতএব আপনি যদি জানতে চান কারা এ কাজটি করেছে, আমরা একটা লিংক পাঠাচ্ছি তাতে ঢুকলেই দেখতে পাবেন।
লিংক এর কথাটি বলাতে বুঝতে আর বাকি রইলনা এটি একটা প্রতারক চক্র।বললাম আপনাদের লিংক এ না ঢুকে প্রয়োজনে আইনের আশ্রয় নিবো।
উত্তরে আমাকে বললো আমরা আপনার বিরুদ্ধে মামলা করবো।
তার সাথে কথা বলার ফাঁকে আমি স্কিনসট নিলাম। কেটে দিলো ফোন,পরক্ষণই প্রথমে ছবি এবং পরে পুরোটাই ডিলেট করে ফেলে।
সাথে সাথে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কিনসটটি পাঠাই এবং ফোনে কথা বলি। জানতে পারি এধরনের অহরহ ঘটনা ঘটছে এবং এব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছি।
হ্যাঁ যদি আমি তাদের পাঠানো লিংক এ ক্লিক করতাম তখন আমার বারটা বাজতে সময় লাগতোনা।
সুতরাং সবাই এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকুন।

01/09/2025

মেহমেদ তার নানোর ব্যায়াম কপি করতেছে🥰

 #কোন এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়...
31/08/2025

#কোন এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।

একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।

তার কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে। তবুও আমি জেনে-শুনে, দেখেও না দেখার ভান করে কখনও তাকে বাধা দেইনি।

কারন, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়। সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশেপাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে দোয়া চায় যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে খেতে পারে।

এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি। বরং এটাও হতে পারে যে, আমিও কারো ভাগেরটা খাচ্ছি।
সময় করে পড়ার জন্য ধন্যবাদ 💞🌺🥀🍁💐🌿🍂☘️
সংগৃহীত পো*স্ট,,,,,

আমি যদি কখনো আপনাদের কাছে কিছু অসহায় পথ শিশুদের জন্য হাত পাতি কখনো কি আপনারা পাশে দাঁড়াবেন? সহযোগিতার হাত বাড়াবেন ‌ আ...
31/08/2025

আমি যদি কখনো আপনাদের কাছে কিছু অসহায় পথ শিশুদের জন্য হাত পাতি কখনো কি আপনারা পাশে দাঁড়াবেন?
সহযোগিতার হাত বাড়াবেন ‌ আমার ইচ্ছা একটাই আমি অসহায় এবং পথ শিশুদের পাশে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। আপনাদের মতামত আশা করছি, আমি নিজেও ১/২ জনের দায়িত্ব নেবো যারা কি না পড়াশোনা করতে আগ্রহী আপানারাও নেবেন আশা করছি।

দয়া করে কেউ এড়িয়ে যাবেন না 🥲আল্লাহর ওয়াস্তে পোস্টটি সবাই সেয়ার করুন 🥲আমাদের একজন প্রবাসী ভাই। একজন রেমিট্যান্স যোদ্ধ...
30/08/2025

দয়া করে কেউ এড়িয়ে যাবেন না 🥲আল্লাহর ওয়াস্তে পোস্টটি সবাই সেয়ার করুন 🥲আমাদের একজন প্রবাসী ভাই।
একজন রেমিট্যান্স যোদ্ধা, সৌদি আরবে ইন্তেকাল করেছেন, উনার ফোন লক থাকায় কোন আত্মীয় স্বজনকে ফোন করা যাচ্ছেনা, এমনকি কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না। 🥲

কেউ চিনলে নিছে দেয়া নাম্বারে
যোগাযোগ করার অনুরোধ রইল।
বিশেষ অনুরোধ রইল

পোস্টটি শেয়ার /কপি করে রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে খুঁজে বের করতে সহজোগিতা করুণ।
+966 50 926 7013

একটি হারানো সংবাদ, জরুরী সংবাদ। আগামীকাল ফ্লাইট, আজকে ঢাকা এয়ারপোর্ট এলাকায় নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেন লক্ষীপুরে র, রাশ...
30/08/2025

একটি হারানো সংবাদ, জরুরী সংবাদ।

আগামীকাল ফ্লাইট, আজকে ঢাকা এয়ারপোর্ট এলাকায় নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেন লক্ষীপুরে র, রাশেদুল ইসলাম,পাসপোর্ট হারিয়ে তিনি পাগলপ্রায়।
রাশেদুল এর পাসপোর্ট টি পেতে ঢাকা তথা দেশের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করছি।

মোবাইল 01847206479 01621159268

পোস্টটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি।

Address

Aftabnagar Main Road, Dhaka
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 00:05
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 01:00
Friday 09:00 - 01:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801325940021

Alerts

Be the first to know and let us send you an email when SM E-shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM E-shop:

Share