শেখ নজরুল

শেখ নজরুল __নগরীর প্রবেশপথে লিখে দিবো__
__অবহেলা কারীদের প্রবেশ নিষেধ__

21/12/2023

মাইনষে আমারে কয় ময়না চইল্লা যাওনের পরে আমি নাকি পাগল হইয়া গেসিলাম। তহন আমার মায়ে আমারে জ্বোর কইরা ধইরা ডাক্টারের কাসে নিয়া যায়.. ডাক্টারে আমারে দেইখা লম্বা একটা ঔষধের লিস্ট ধরাইয়া দেয়। অথচ আমি প্রেসক্রিপশনে চাইয়া দেহি কোথাও তোমার নামডা লেহা নাই.. ডাক্টাররে আমি তোমার কথা কইতে না কইতেই ডাক্টারে আমারে ধরাইয়া দিলো একটা সার্টিফিকেট, যেইখানে বড় কইরা লেখা "পাগল"...🤣🤣

েড

04/12/2023

,💔

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

েড

02/11/2023

💔

12/10/2023

দেখতে গেলে বর্তমান কঠিন,
বুঝতে গেলে অতীতই রঙিন।
ভাবতে গেলে ভবিষ্যত অজানা,
হিসেব কষলে জীবন মিলেনা।

েড_

09/10/2023

অ'ভিযোগ জমিয়ে রাখতে নেই। হয় ক্ষ'মা করে দিতে হয়, নাহয় সরে আসা লাগে। আমি ক্ষ'মা করবার মতন ম'হত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি; তাই সরে আসি নিঃশ'ব্দে, নিঃশ'র্তে, গো'পনে!

েড_

05/10/2023

🥀💔🥀

তুমি হাজার চে'ষ্টার পরও ভালো থাকতে পারবে না আমাকে ছাড়া। কারণ, তোমার র'গে র'গে প্রতিটা শ্বা'স-প্র'শ্বাসে মিশে আছে আমাকে নিয়ে হাজারো অ'নুভূতি, আমার হাজারো স্মৃ'তি!.

েড_

03/10/2023

কেউ তোমাকে ঠ'কিয়েছে ধৈর্য ধরো,
আর অপেক্ষা করো সময়ের।
সময় দেখিয়ে দিবে যে তোমাকে ঠ'কিয়েছে,
তাকেও কেউ না কেউ ঠ'কাচ্ছে।

েড_

25/09/2023

💔🥀

কোনো কিছুর শুরু দেখে খুশি হয়ো না। শেষটার জন্য অ'পেক্ষা করো। হয়তো শেষটা তোমাকে কাঁ'দিয়ে ছাড়বে!

েড_

21/09/2023

💔🥀💔

মানুষের বহুরূপী ছলনার আচরণ,
শুরুতেই চেনা যায়না বলেই!
বে'ঈমা'ন মানুষেরা দিব্যি দুর্ব'লতা'র-
সুযোগ নিয়ে আ'ঘা'ত করে!

েড_

-_ প্রিয় বিষের চেয়ে বেশি ভয়ংকর ছিলো... 💔-_ তোমার নিখুত অভিনয়-_🙏                 💔🥀 েড_
11/09/2023

-_ প্রিয় বিষের চেয়ে বেশি ভয়ংকর ছিলো... 💔
-_ তোমার নিখুত অভিনয়-_🙏
💔🥀

েড_

29/08/2023

আমাকে কেউ আঘাত করলে,
উল্টো আঘাত আমি করতে পারিনা
কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ আমি
আমার বিবেক আমার কাছে অনেক দামি।

েড_

💔অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার                 ফিরবেন না !!যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও         যোগাযোগ করবেন না!...
29/08/2023

💔
অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার
ফিরবেন না !!
যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও
যোগাযোগ করবেন না!!!

েড_

26/08/2023

💔🥀

তোমাকে পেয়ে গেলে হয়তো পৃথিবীর কোন অ'পূর্ণতা আমাকে ছুঁয়ে দেখার সাহস পেত না।
অথচ তোমাকে পাইনি বলে সব কিছু পেয়েও অপূর্ণ রয়ে গেলাম।

েড_

24/08/2023

💔💔

আমি যদি তোমার মত হতাম
তুমি যদি আমার মত হতে,
তোমার মত এভাবে যদি
আমি তোমাকে অবহেলা করতাম,
তখন তুমি বুঝতে পারতে
ভালোবাসার মানুষ চোখের সামনে থাকতেও
যদি দূরে সরে থাকে, তখন ঠিক কেমন লাগে।

েড_

23/08/2023

💔😢😢

একটা মানুষ চেয়েছিলাম,
যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না!
আমার মন খারাপের মুহূর্তে -
পুরো পৃথিবীকে এক পাশে রেখে আমার-
মন ভালো করা নিয়ে ব্যস্ত থাকবে।
অথচ সে মানুষটাই আজ আমার-
মন খারাপের কারণ।

েড_

23/08/2023

💔💔

তোমাকে ভালোবেসে আমি রাত জাগা শিখলাম
একটা সময় তুমি চলে গেলে—
কিন্তু রাত জাগার অভ্যাসটা ঠিকই থেকে গেলো।
চলেই যাবে যদি—
কেন এই নির্ঘুম রাতগুলো রেখে গেলে?

েড_

21/08/2023

💔🥀

কারো পা'গ'লে'র মতো ভালোবাসা পেয়েও যে মানুষটি অবহেলা করে তাকে ছেড়ে গিয়েছে, খোঁজ নিয়ে দেখো
আজ না হয় কাল সেও ভালোবেসে ভালোবাসা না পেয়ে পা'গ'লই হয়েছে;

েড_

19/08/2023

💔💔

কিছু কিছু ভালোবাসায় কখনো জীবন থাকে না।
থাকে না পাশাপাশি চলার মত এক পথ।
কেউ কেউ দূর থেকেই ভালোবেসে যায়,
ছোঁয়া যায় না হাতে হাত রাখা যায় না,
চোখে চোখ রেখে দুদন্ড কথা বলা যায় না।
তবুও মানুষ ভালোবাসে

আচ্ছা,
যে ভালোবাসা পূর্ণতা পায় না,
সে ভালোবাসায় কি জীবন আছে?

েড_

Address

Nozrulislam998@gmail. Com
Dhaka

Telephone

01632440178

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেখ নজরুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share