
30/06/2025
কেউ আমাকে মা হতে শেখায়নি...
গর্ভে সন্তান ধারণের মুহূর্ত থেকেই শুরু হয়েছিল এক অজানা যাত্রা।
আমি শেখার কোনো ক্লাসে যাইনি, কোনো বই-খাতা খুলিনি, তবু আমি শিখেছি—
আমি শিখেছি কিভাবে বুকের মাঝে তাকে প্রথম কোলে নিতে হয়,
শিখেছি নিদ্রাহীন রাতের একাকী স্তব্ধতা থেকে,
আমার নিজের নিঃশব্দ কান্না আর ভেতরের অস্থিরতা থেকে।
আমি শিখেছি আমার সহজাত মাতৃত্ববোধ থেকে,
আমার ভয়, দুশ্চিন্তা, অজানা সব আতঙ্ককে আলিঙ্গন করে।
আমি শিখেছি ভালোবাসা থেকে—
এক এমন ভালোবাসা, যার কোনো শর্ত নেই, যার কোনো শেষ নেই।
আমি নিখুঁত নই, আজও নই।
তবু প্রতিটি দিন আমি চেষ্টা করি—
আমার সন্তানের জন্য আরও একটু ভালো মা হতে।
কারণ সে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা,
আর তার জন্য আমি আমার সমস্ত সেরাটুকু দিতে প্রস্তুত।