
10/02/2023
লাখ টাকা খরচ হয় দৈনিক এই খাবার আয়োজনে। বিরতি থাকেনা কোনদিন। ঢাকার এক কিচেন থেকেই প্রতিদিন গড়ে দেড় হাজার খাবার প্যাকেট হয়।
কোন আনুষ্ঠানিকতা নেই। নেই কোন বিজ্ঞাপণ। ভালো-মন্দ যাই রান্না, দিনশেষে এই প্রজেক্টের সবকিছু যায় দরিদ্র মানুষের ঘরে।
আমরাও মানুষ এই আয়োজকরা ও মানুষ,,,,,,,☹️
আন্তরিক ধন্যবাদ জানাই এই আয়োজকদের গরিব- দুষ্ট মানুষের পাশে থাকার জন্য 🥰🥰
Collected:- 👇
এক টাকায় আহার - 1 Taka Meal