09/04/2025
বন্ধুবান্ধব, আপনজনকে আমরা প্রয়োজনে টাকা ধার দিই। অধিকাংশ ক্ষেত্রে সেই টাকা নির্দিষ্ট সময়ে ফেরত পাইনা। তাদের পেছনে হাঁটতে হাঁটতে জুতোর তলা ক্ষয় হয়ে যায়। নিজের কাছে নিজেকে বলদ মনে হয়, অসহায় লাগে খুব। সেই ব্যক্তির প্রতি আস্থা উঠে যায়, কখনো কখনো সম্পর্কও নষ্ট হয়।
এজন্য কাউকে টাকা ধার দেয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখুন।
__________________
১. সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।
অতীতে ধার নিয়ে সময়মতো ফেরত দিয়েছে কি না, তা খেয়াল করুন। অন্যদের থেকে ধার নিয়ে না ফেরত দেওয়ার ইতিহাস থাকলে সতর্ক থাকুন।
তার কোনো ইনকাম সোর্স আছে কিনা খোঁজ নিন। এখন বিপদে পড়ে টাকা নিচ্ছে, কিন্তু সেই ইনকাম সোর্স থেকে কিছুদিনের মধ্যেই টাকা উপার্জিত হবে, তখন আপনাকে ফেরত দিতে পারবে, এমন সম্ভাবনা থাকলে টাকা দিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নির্দিষ্ট ইনকাম সোর্স নাই, একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে, আবার তার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে। এরকম অভ্যাস থাকলে তাকে টাকা ধার না দেয়া শ্রেয়।
২. নিজের সামর্থ্য বিবেচনা করুন।
আপনি যদি সেই টাকা ফেরত না পান, তবু আপনার আর্থিক অবস্থার ওপর চাপ পড়বে না তো?
প্রয়োজনীয় খরচের টাকা ছেড়ে কখনো ধার দেবেন না।
৩. লিখিত চুক্তি বা প্রমাণ রাখুন।
বড় অঙ্কের টাকা হলে স্ট্যাম্পে চুক্তি করে নিন।
অন্তত টাকার পরিমাণ ও শর্তাবলি মেসেজে বা ইমেইলে লিখে রাখুন।
৪. স্পষ্ট শর্ত দিন।
ফেরতের সময়সীমা আগে থেকেই নির্ধারণ করুন। ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা থাকলে সেটাও আলোচনা করুন।
৫. সীমা নির্ধারণ করুন।
সম্পর্ক বজায় রাখার জন্য এমন পরিমাণ টাকা ধার দিন যা হারালেও আপনার কষ্ট হবে না।
৬. ‘না’ বলতে শিখুন।
যদি মনে হয় টাকা ফেরত পাবেন না, তাহলে সরাসরি না বলে দিন।
বিকল্প সাহায্যের উপায় থাকলে সেটাও প্রস্তাব করতে পারেন। ধরা যাক, আপনার হাতে কোনো কাজ বা চাকরির সুযোগ আছে। যিনি টাকা ধার চাচ্ছেন, তার দক্ষতার সাথে সেই কাজ উপযুক্ত, তাহলে সেই কাজে তাকে যুক্ত করতে পারেন, যাতে টাকা ধার না নিয়ে সে উপার্জন করতে পারে। আর যদি ছোটখাটো কাজ ভেবে সে রিজেক্ট করে, তার আত্মসম্মানে লাগে, তাহলে সেইসব জমিদারের বংশধরের জন্য আপনার কিছু করার নেই। মনে রাখবেন ঋণ করে চলার চেয়ে ছোটখাটো যে কোনো কাজ করে উপার্জন করা শ্রেয়।
৭. মানসিকভাবে প্রস্তুত থাকুন।
টাকা ফেরত না পেলে সম্পর্ক খারাপ হতে পারে— এটা মাথায় রাখুন।
প্রয়োজন হলে টাকা দেওয়া ‘উপহার’ হিসেবে বিবেচনা করুন, যাতে আশা ভেঙে না যায়।
•
আজকাল মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে বেশিরভাগ টাকা লেনদেন হয়। আপনি কাউকে টাকা দেয়ার সময় ক্যাশ আউট চার্জসহ দিয়ে দিলেন। কিন্তু ফেরত পাওয়ার সময় দেখলেন সেই ব্যক্তি বেসিক টাকাটা দিয়েছে, ক্যাশ আউট খরচ দেয়নি। পরবর্তীতে তাকে টাকা দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনি তার সুবিধা বিবেচনা করে ক্যাশ আউট চার্জ যোগ করে দিয়েছেন, কিন্তু সে আপনার এই আন্তরিকতার প্রতি সম্মান দেখালো না।
•
সর্বোপরি, টাকা ধার দেওয়া আর সম্পর্ক ধরে রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। ঠকতে না চাইলে আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন।
___________________