Scoop Station

Scoop Station দ্রুত সংবাদ জানতে আমাদের সাথে থাকুন।

!!!♦ একজন গেট দা'রোয়ানের ছেলের সফলতা"♦ দ'রি'দ্র পরিবারে জ'ন্ম নে'য়া গর্বের প্রতীক হলেন সুমন।♦ বরিশালের উজিরপুরের সন্তা...
31/10/2025

!!!♦ একজন গেট দা'রোয়ানের ছেলের সফলতা"
♦ দ'রি'দ্র পরিবারে জ'ন্ম নে'য়া গর্বের প্রতীক হলেন সুমন।
♦ বরিশালের উজিরপুরের সন্তান
♦ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন
♦ অভা'বের সংসারে বড় হওয়া
♦ আজ বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ হলেন
♦ সুমন দেখিয়ে দিলেন, স্বপ্ন যদি সত্যি হয়
♦ তবে গেট দারোয়ানের ছেলেও হতে পারে পরিবার ও এলাকার গর্ব
♦ সুমনের বাবা বলেন আমার জীবনের সকল ক'ষ্ট আজ সার্থক।


!!!!!

!!!আব্দুল্লাহ শেখ — ক্যানসারে আক্রান্ত আজ ১০ বছর।সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেছে — বাবা-মা, আত্মীয়, বন্ধুরা, এমনকি যাদে...
31/10/2025

!!!আব্দুল্লাহ শেখ — ক্যানসারে আক্রান্ত আজ ১০ বছর।সময়ের সাথে সাথে সবাই হারিয়ে গেছে — বাবা-মা, আত্মীয়, বন্ধুরা, এমনকি যাদের কখনো নিজের বলে ভাবতো তারাও না ফেরার দেশে চলে গেছে উদাসীনতার।

কিন্তু একজন রয়ে গেছে...
একজন যে শুধু নামেই নয়, কাজে প্রমাণ দিয়েছে — ভালোবাসা মানে পাশে থাকা।

সে তার বউ।
রক্ত যেখানে ছেড়ে গেছে, সেখানে সে রয়ে গেছে চিরসাথী হয়ে।দিনরাত এক করে যত্ন নেয়, ওষুধ হাতে হাসি দেয়, কাঁদে চুপিচুপি — শুধু যেন আব্দুল্লাহ কষ্ট না পায়।

আজকের পৃথিবীতে যেখানে সম্পর্কগুলো স্বার্থে গড়ে ওঠে,সেখানে এই এক নারী দেখিয়ে দিল —
ভালোবাসা মানে কষ্টে পাশে থাকা,
ভালোবাসা মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত হাত না ছাড়া।

#ভালোবাসার_নাম_বউ #মানবিক_গল্প #আব্দুল্লাহর_লড়াই #চোখে_জল_আসে!!!!

!!!অদম্য ইচ্ছে শক্তি আর স্বামী-সন্তানের অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন খুলনার শাম্মী আক্তার। উন্মুক্ত বিশ্বব...
31/10/2025

!!!অদম্য ইচ্ছে শক্তি আর স্বামী-সন্তানের অনুপ্রেরণায় ৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন খুলনার শাম্মী আক্তার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে বাংলাদেশ এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১৮ পেয়ে পাস করেন তিনি। তার এই সাফল্যে আনন্দিত স্বামী ও সন্তানেরা।
১৯৮৮ সালে দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয় শাম্মী আক্তারের। সংসার, সন্তান, দায়িত্ব সব মিলে তখনই থেমে যায় নিজের পড়াশোনা। কিন্তু থেমে থাকেননি তিনি। সন্তানদের উচ্চশিক্ষিত করার পাশাপাশি নিজের শিক্ষার স্বপ্নও রেখেছেন অটুট।
শাম্মী জানান, ২০১৯ সালে ছেলে ও স্বামীর উৎসাহে আবারও পড়াশোনার আগ্রহ জাগে তার মনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার ইকবাল নগর বালিকা বিদ্যালয়ে ভর্তি হলেও পরবর্তীতে কোর্স বন্ধ হয়ে যায়। বদলি প্রতিষ্ঠান থেকেও ভর্তি বাতিলের খবর পান তিনি। একপর্যায়ে ভেঙে পড়েছিলেন, মনে হয়েছিল হয়তো আর সম্ভব নয়। তবু ২০২১ সালে এক শিক্ষকের খুদে বার্তায় আবার জেগে ওঠে আশার প্রদীপ। স্বামী ও সন্তানকে জানিয়ে পড়াশোনা শুরু করেন নিয়মিতভাবে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করেন তিনি। পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করতে কাজ করছেন। পরিবারের সদস্যদের নিয়ে খুলনার করিমনগরের বাড়িতেই একটি ছোট ব্যবসা শুরু করেছেন তিনি।
তিনি বলেন, প্রতিদিনের পরিশ্রম আর ধৈর্যই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। পরিবারের সব কাজ শেষ করার পর রাত ১১টার পরে পড়তে বসি। সবাই তখন বিশ্রাম নেয়, আমি পড়তে বসি। কারণ সারাদিন আমি পড়ার সুযোগ পেতাম না। বাসায় কোনো কাজের লোক নেই। পড়তে পড়তে কখন যে রাত ১টা দুটো বেজে যেত টেরই পেতাম না। এমনও আছে কোনো দিন রাত ৩টাও বেজে যেতো। কোনো প্রাইভেট শিক্ষক ছিল না, অনেক সময় ইংরেজি ইউটিউব দেখে শিখতাম। এভাবে রাতে সময় বের করেছি।
শাম্মী বলেন, আমি মনে করি বয়স শুধু একটা সংখ্যা মাত্র। আমার যে ৫৬ বছর বয়স এটা আমি কখনোই মাথায় আনি না। আমি একটা মানুষ আমার অনেক দূর যেতে হবে। প্রকৃতি ও এই সমাজকে কিছু দিয়ে যেতে হবে। সামনে পড়াশোনা চালিয়ে যাব। এবার অনার্সে ভর্তি হব। পড়ার ইচ্ছা আছে।
তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. হাফিজুর রহমান মোল্লা বলেন, শাম্মীকে উদ্বুদ্ধ করেছি। ছেলে দুইটি যখন একটা কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে গেল তখন বললাম এখন আর তোমার বসে থাকার সময় নেই। লেখাপড়ার প্রতি ফোকাস করো। ভালো ফলাফল লাগবে না, পাস করে আসো। এতে সমাজের জন্যও কিছু করতে পারবা, পরবর্তী প্রজন্ম বলতে পারবে আমার দাদী-নানী এই ছিল। কোনো কোনো সময় কাজের কিছুটা ব্যাঘাত ঘটলেও সেগুলোকে অভারলুক করে নিজেরটা নিজে করেছি। দৈনন্দিন কাজে সহযোগিতা করেছি।
শাম্মীর বড় ছেলে মো. মামুনুর রশীদ বলেন, আমি পৃথিবীর কম সংখ্যক সন্তানদের মধ্যে একজন যে তার মায়ের ফলাফল পেয়ে আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দিনটার স্বপ্ন ২০১৯ সালে দেখেছি, যখন সবাই একমত হলাম মায়ের নতুন শিক্ষা জীবনের জন্য। আমাদের সেই স্বপ্নেরই বহি:প্রকাশ এটা।
!!!!!

!!! মা বাবার মুখের হাসি চোখের জল সন্তান আজ তাদের স্বপ্নের প্রতিচ্ছবি!
31/10/2025

!!! মা বাবার মুখের হাসি চোখের জল সন্তান আজ তাদের স্বপ্নের প্রতিচ্ছবি!

!!! সুদে ১৭ লাখ টাকা লোন নিয়ে ১৮ লাখ টাকা ফেরত তারপরও বাড়ি দখল!!!!
31/10/2025

!!! সুদে ১৭ লাখ টাকা লোন নিয়ে ১৮ লাখ টাকা ফেরত তারপরও বাড়ি দখল!!!!

!!!🏡 জরুরি ভিত্তিতে জমি বিক্রি📐 জমির পরিমাণ: মোট ২ বিঘা , ৪০ কাঠা , ৬৬ শতাংশ ।প্রতি কাঠ ৩ লক্ষ ৭৫ হাজার চাওয়া দাম ।📍 লো...
31/10/2025

!!!🏡 জরুরি ভিত্তিতে জমি বিক্রি

📐 জমির পরিমাণ: মোট ২ বিঘা , ৪০ কাঠা , ৬৬ শতাংশ ।

প্রতি কাঠ ৩ লক্ষ ৭৫ হাজার চাওয়া দাম ।
📍 লোকেশন: গাজীপুর, শ্রীপুর

✨ বিশেষ সুবিধা:
• মূল্য আলোচনা সাপেক্ষে কমানো যাবে
• সরাসরি মালিকের সাথে যোগাযোগ (কোনো দালাল নয়)

📞 যোগাযোগ: 01731082263!!!!

!!!🏠 Semi Decorated Used Flat For Sale.🔎 Uttara.📐 Size: 1977 SFT | 3rd Floor 🛏️ 3 Bedrooms🚿 3 Bathrooms +Servent🏞️ 3 Bal...
31/10/2025

!!!🏠 Semi Decorated Used Flat For Sale.

🔎 Uttara.

📐 Size: 1977 SFT | 3rd Floor

🛏️ 3 Bedrooms
🚿 3 Bathrooms +Servent
🏞️ 3 Balconies + Servent
🛋️ Drawing &
Dining Separate
🍳 Kitchen + Store

🏢 Building Info:
G+7 Storied Building
Handover: 2017
Per Floor 2 Units.

✅ Lift
✅ Titash Gas Connection
✅ 1 Car Parking

📞 Call / WhatsApp for details:
☎️ 01301320684!!!!

!!!৩ বেড রুমের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর্জেন্ট বিক্রি হবে। খুবই সুলভ দামে"বায়তুল আমান হাউজিং সোসাইটি" আদাবরে ১৪৫০-১৫৫০ স...
31/10/2025

!!!৩ বেড রুমের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর্জেন্ট বিক্রি হবে। খুবই সুলভ দামে
"বায়তুল আমান হাউজিং সোসাইটি" আদাবরে ১৪৫০-১৫৫০ স্কয়ার ফিটের কিছু সংখ্যক ব্র্যান্ড নিউ ফ্ল্যাট জরুরি ভিত্তিতে বিক্রয় হইবে।
🎯বিস্তারিত জানতে: ‪01781521132 (Call / What's app)
👉 ফ্ল্যাট সাইজ- (১৪৫০-১৫৫০) স্কয়ারফিট ।
👉 বিল্ডিং -১০ তলা (B+G+9)
👉 বিক্রয় যোগ্য ফ্ল্যাট- (৩য়, ৫ম, ১০ম) তলা
👉 বেড- ৩
👉 বাথ- ৩
👉 বেলকনি-২
👉 ড্রয়িং এবং ডাইনিং স্পেস
👉 কিচেন - Yes
👉 লিফট- ২ টি
👉 গ্যাস - LPG
👉 পার্কিং -yes ✅
👉 ইউনিট প্রতি ফ্লোর- ৩
👉 বিল্ডিংয়ে মোট ইউনিট -২৭ টি
👉 জমির পরিমান- 7.5কাঠা
👉 বিল্ডিংয়ের সামনের রাস্তা - ২০ ফিট
👉 জেনারেটর - Yes
👉 সাব ষ্টেশন - Yes
👉 CCTV, ২৪ ঘন্টা সিকিউরিটি সার্ভিস।
👉 বিস্তারিত জানতে: ‪01781521132.(Call / What's app)!!!!

!!!ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে না নিয়ে নিজের হুইল চেয়ারকে রোজগারের মাধ্যম বানিয়েছেন শারীরিক প্রতিবন্ধী শাওন শেখ। রাজ...
31/10/2025

!!!ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে না নিয়ে নিজের হুইল চেয়ারকে রোজগারের মাধ্যম বানিয়েছেন শারীরিক প্রতিবন্ধী শাওন শেখ। রাজবাড়ী জেলা শহরের শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিন সকালেই নিজের হুইল চেয়ারের ওপর খুলে বসেন তার ছোট্ট দোকান। সেই দোকানের আয় দিয়ে দিন শেষে মায়ের জন্য প্রয়োজনীয় ওষুধ ও ভাইয়ের জন্য খাবার কিনে ঘরে ফেরেন শাওন।

শাওন শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ভূমিহীন বাসিন্দা রিকশাচালক শাফিক শেখ ও সাহানা বেগম দম্পতির মেজ ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী।!!!

!!!অসুস্থ সন্তান জন্ম দেওয়ায় সব কিছু ভূলে বাবা সংসার শুরু করলেন অন্যত্র, রেখে গেলেন অসহায় মা আর দু’টি প্রতিবন্ধী সন্তান।...
31/10/2025

!!!অসুস্থ সন্তান জন্ম দেওয়ায় সব কিছু ভূলে বাবা সংসার শুরু করলেন অন্যত্র, রেখে গেলেন অসহায় মা আর দু’টি প্রতিবন্ধী সন্তান।

তারপর শুরু এক মায়ের যুদ্ধ — সমাজের সাথে, দারিদ্র্যের সাথে, ভাগ্যের সাথে।দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে আজ ৩০ বছর।এখনো সেই মা দুই সন্তানকে নিয়ে বেঁচে আছেন।

২টি সন্তান ঠিক ভাবে হাঁটতে পারে না,কথা বলতে পারে না।চিকিৎসার খরচ, ওষুধ, খাবার সব কিছুর ভার একা সেই মায়ের কাঁধে।
কখনো মানুষের দরজায় সাহায্য চান, কখনো না খেয়েই ঘুমান সন্তানদের মুখ চেয়ে।

এই পৃথিবীতে মা-ই একমাত্র মানুষ, যিনি নিজের জীবন ভুলে সন্তানের জীবনের জন্য লড়ে যান।
আজ সেই মা ক্লান্ত, অসহায়, তবু হাল ছাড়েননি

কারণ তিনি জানেন, তাঁর না থাকলে এই দুটো প্রাণ নিঃশেষ হয়ে যাবে।

#মায়ের_সংগ্রাম #চোখে_জল_আসুক #মানবতার_গল্প #অসহায়_মা #রিদয়স্পর্শী_বাস্তবতা!!!

!!!মাত্র ৭ বছরের কাজল রেখা আর ৩ বছরের আবরার — দু’জনই এতিম।মা চলে গেছে না ফেরার দেশে, আর বাবা হারিয়ে গেছে দুনিয়ার মায়াতে।...
31/10/2025

!!!মাত্র ৭ বছরের কাজল রেখা আর ৩ বছরের আবরার — দু’জনই এতিম।মা চলে গেছে না ফেরার দেশে, আর বাবা হারিয়ে গেছে দুনিয়ার মায়াতে।

গায়ে ছেড়া, মলিন পোশাক; মুখে ধুলো, চোখে অজস্র প্রশ্ন — “আমরা কি ভুল করেছি জন্ম নিয়ে?”

ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ছোট আবরারটা বোনের কোলে ঘুমিয়ে পড়েছে।কাজল রেখার চোখে ঘুম নেই, শুধু শূন্যতা।ক্ষুধায়, ক্লান্তিতে, অবসাদে ঢুলে পড়ছে সেও…তবু বুকের ভেতর একটুখানি আশা “হয়তো কেউ একটা খাবার দেবে।”

এই পৃথিবী কত নির্মম হতে পারে, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায়।একটা কোণে নিঃশব্দে বসে থাকা এই দুই প্রাণ যেন পুরো মানবতার কাছে প্রশ্ন রাখে—
আমাদের মতো বাচ্চাদেরও কি বাঁচার অধিকার নেই?

আহ রে দুনিয়া... কোথায় তোমার মানবতা?
আজও ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে যায় দুই নিষ্পাপ ফেরেশতা।

#অসহায়_শিশু #মানবতা #চোখে_জল_আসে #হৃদয়স্পর্শী_বাস্তবতা #ভালোবাসা_ছড়াও!!!

!!!বয়সের ভারে নুয়ে পড়া এক মা।যার চোখের কোণে জমে আছে ২২ বছরের কান্না, অপেক্ষা আর অভিমান।স্বামী মারা গেছেন বহু বছর আগে — ত...
31/10/2025

!!!বয়সের ভারে নুয়ে পড়া এক মা।যার চোখের কোণে জমে আছে ২২ বছরের কান্না, অপেক্ষা আর অভিমান।

স্বামী মারা গেছেন বহু বছর আগে — তখন সন্তানগুলো ছোট,অসহায়।সেই ছোটদের বুকের ভরসা হয়ে মা লড়েছেন দিনরাত, একটুখানি ভালোবাসার আশায়।

নিজে না খেয়ে খাইয়েছেন সন্তানদের, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কষ্টের পাহাড় বয়ে বড় করেছেন চারটি প্রাণ।

কিন্তু আজ।আজ সেই সন্তানেরাই মাকে ফেলে গেল ধানের ক্ষেতে,অসুস্থ শরীর, কাঁপা হাতে পানি চাওয়া কেউ ফিরে তাকায়নি!

যে বুকের দুধে তারা বেঁচেছিল, আজ সেই বুকটাকেই তারা ফেলে গেছে অনাদরে, অপমানে।একসময় যাদের জন্য প্রাণ ত্যাগ করতে পারতেন,আজ সেই মায়ের পাশে দাঁড়ানোর সময় নেই তাদের।

আত্মীয়-স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছে, যেন মা নামের এই নারী এখন শুধুই এক বোঝা!

হায়! এ কেমন সন্তান, এ কেমন মানুষ আমরা?
মা যিনি আল্লাহর পরেই সর্বশ্রেষ্ঠ আশ্রয়,
আজ তাঁর কণ্ঠে শুধু একটিই কথা আহারে জীবন... যদি জানতাম ভালোবাসার প্রতিদান এমন নিষ্ঠুর হয়,তবে হয়তো জন্মই দিতাম না।

া #হৃদয়বিদারক #মানুষ_হও_আগে_সন্তান
#মায়ের_চোখের_জল #আহারে_জীবন!!!!

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Scoop Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share