Tabiha

Tabiha "There is nothing so sweet, so deep, so beautiful as death because death is inevitable"
(4)

21/11/2025

একদিন এমন এক শুক্রবারে,জুমাবারে এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন!

যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন কেমন হতে পারে।

সেই দিন আসন্ন।
অবশ্যই আসবে।
ঠিক এমনই কোনো এক জুমাবারে।

21/11/2025

আপনি জানেন কি! আজ থেকে ২৮ বছর পূর্বেও একই তারিখে প্রায় একই সময়ে এবং প্রায় একই মাত্রার ভূমিকম্প হয়েছিল! ১৯৯৭ সালের ২১ নভেম্বর, সকাল ১১টা ২৩ মিনিটে ৬.১ মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম আর ঢাকা কেঁপে উঠেছিল। সেই ঘটনায় ২৩ জনের প্রাণও গেছে।

আজ ২৮ বছর পর একই দিনে আবার কাঁপলো দেশ।

২০২৫ সালের ২১ নভেম্বর, সকাল ১০টা ৩৭ মিনিটে নরসিংদী এবং ঢাকায় সহ অনেক জায়গায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের অনেকের প্রাণ গেছে।

পৃথিবীতে অনেক ইতিহাস ই কাকতালীয়ভাবে ফেরত আসে।

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড...
21/11/2025

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড়তে পারে। কম্পন শুরু হলে সিঁড়ি বা বারান্দায় যাওয়া বিপজ্জনক। বের হওয়ার চেষ্টা করবেন না! সিঁড়িতে লোকের ভীড়, ধাক্কাধাক্কি, অন্ধকার – ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা আহত হয়। Think Fast!

Drop–Cover–Hold On:
বেডরুমে থাকলে খাটের নিচে, ড্রয়িং বা ডাইনিং-এ থাকলে মজবুত টেবিলের নিচে, কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন! বারান্দায় যাবেন না—রেলিং ভেঙে পড়তে পারে
বাথরুম নিরাপদ হতে পারে; বালতি উল্টো করে মাথার ওপর দিয়ে বসে থাকলে অনেকে বেঁচেছে! হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা খুঁজে পাবেন মাথার ওপর রাখুন।

যদি আপনি ১ম/২য় তলায় থাকেন (এটাই সবচেয়ে ভাগ্যবান):
কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন (দরজা জ্যাম হলে বের হতে পারবেন না) ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসুন কিন্তু রাস্তায় এসে বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না – ১০০ ফুট দূরে সরে যান! ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান!

ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে চিৎকার করবেন না—ধুলো ঢোকে, গলা শুকায়, হুইসেল থাকলে বাজান, না থাকলে দেয়ালে বা পাইপে ৩ বার টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল) মোবাইল টর্চ অন রাখুন, কথা বলবেন না—ব্যাটারি বাঁচান,মুখে কাপড় চেপে ধরুন, ধুলো ঢোকা কমবে!

আজ থেকেই যা করবেন, বিছানার পাশে জুতা রাখুন, বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন, ভারী আলমারি, টিভি বা ফ্রিজের অবস্থান এমন রাখুন যাতে পড়ে গেলে আঘাত না হয়,গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন, দরজা কখনো অটো-লক হবে না, চাবি কাছে রাখুন!

ঢাকা, একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টগুলো শহরের প্রধান আবাসন। একটি লাইন মনে রাখুন:

আমি ৪র্থ তলার উপরে – তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি — প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর। প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে।

জীবনকে কখনও কখনও খুব কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি!

দুর্যোগ দেখলে বোঝা যায়!
জীবন মানে শুধু শ্বাস নেওয়া না,
জীবন মানে সচেতন আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা,যেন এটা শেষ সুযোগ।
তাই শেষ কথা জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে যতটুকু আছে -সেটাই আমাদের শক্তি এবং সেই শক্তির নামই আলহামদুলিল্লাহ ❤️

“যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” – (সূরা আত-তালাক: ৩)শুভ সন্ধ্যা
21/11/2025

“যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” – (সূরা আত-তালাক: ৩)
শুভ সন্ধ্যা

21/11/2025

অনেক বড় ভুমিকম্প হয়ে গেলো ঢাকা তে আল্লাহ আমাদের রক্ষা করুন।
৫.৭ মাত্রার

21/11/2025

দেশে শক্তিশালী ভূমিকম্প টের পেলাম
আল্লাহ সহায় হোক(ঢাকাতে)

যেদিন নিজের সমস‍্যা অন‍্যকে বলার আগে দুইবার চিন্তা করবেন, বলতে যেয়েও থেমে যাবেন 😐সেদিন বুঝবেন জীবন বুঝে গেছেন ।😒শুভ সকাল...
21/11/2025

যেদিন নিজের সমস‍্যা অন‍্যকে বলার আগে দুইবার চিন্তা করবেন,
বলতে যেয়েও থেমে যাবেন 😐
সেদিন বুঝবেন জীবন বুঝে গেছেন ।😒
শুভ সকাল 🌺

মানুষের ব'দনজর শুধু সম্পর্ক না, শরীর, সৌন্দর্য্য, শান্তি, ক্যারিয়ার সব ন'ষ্ট করে দিতে পারে!! 💔
20/11/2025

মানুষের ব'দনজর শুধু সম্পর্ক না, শরীর, সৌন্দর্য্য, শান্তি, ক্যারিয়ার সব ন'ষ্ট করে দিতে পারে!! 💔

পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বড় বোঝা লাগে কাউকে কিছু অনুরোধ করতে...! তাও আবার নিজের জন্য ! অনেক পাহাড় এর মতন কঠিন লাগে বিষয়...
20/11/2025

পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বড় বোঝা লাগে কাউকে কিছু অনুরোধ করতে...!
তাও আবার নিজের জন্য !
অনেক পাহাড় এর মতন কঠিন লাগে বিষয়টা।
শুভ সকাল 🌿

19/11/2025

"আমরা " শত জনকে অবহেলা করে একজনের কাছে অবহেলিত হই 💔
শত জনকে অবহেলা করে একজনকে ভালোবেসে তার কাছে অবহেলিত হওয়ার ব্যাপারটা...!💔😅

ভোরের হাওয়া, শিশির ভেজা ঘাস আর মন ভরা প্রশান্তি💚🌿🍃শুভ সকাল 🌷শীতের কুয়াশা নির্মল সূর্যের সকালটা বেশ সুন্দর 🌸🌸 ゚
19/11/2025

ভোরের হাওয়া, শিশির ভেজা ঘাস আর মন ভরা প্রশান্তি💚🌿🍃
শুভ সকাল 🌷
শীতের কুয়াশা নির্মল সূর্যের সকালটা বেশ সুন্দর 🌸🌸 ゚

Address

West Shewrapara
Dhaka
MIRPUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tabiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share