Kitchen Wizard

Kitchen Wizard Let's dive in to cooking world!

22/02/2024

রেসিপি:
চিকেন শর্মা:

উপকরন:
১.শর্মার বেসের উপকরন
২.ময়দা ২ কাপ
৩.চিনি ১ চা চামচ
৪.স্বাদ মত লবণ
৫.তেল ১.৫ টেবিল চামচ

পুরের উপকরন:
১.চিকেন ৪০০ গ্রাম
২.মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ
৩.জিরে গুঁড়ো ১ চা চামচ
৪.গরম মশলা গুঁড়ো ১ চা চামচ
৫.আদা রসুন বাটা ২ টেবিল চামচ
৬.পানি ঝড়ানো টক দই ১ টেবিল চামচ
৭.সয়া সস ১ টেবিল চামচ
৮.স্বাদ মত লবণ
৯.তেল ১ টেবিল চামচ

সসের উপকরণ:
১.পানি ঝড়ানো টক দই ১/২ কাপ
২.মেয়োনিস ২ টেবিল চামচ
৩.টম্যাটো সস ২ টেবিল চামচ
৪.কাসুন্দি ১ চা চামচ
৫.গোলরিচ গুঁড়ো ১/২ চা চামচ
৬.স্বাদ মত চিনি
৭.স্বাদ মত লবন
৮.লেবুর রস ১ চা চামচ
৯.লম্বা ও সরু করে কাটা ১/২ কাপ মত ক্যপসিকাম,বাঁধাকফি,গাজর ।

প্রস্তুত প্রনালী:
১.প্রথমে পুরের চিকেন ও বাকি সব পুরের উপকরন মিশিয়ে কমকরে আধঘন্টা রেখে দিতে হবে।আমি ৫ ঘন্ট মত ম্যরিনেট করে রেখেছিলাম।

২.বেসের সব শুকনো উপকরণ ভাল করে মিশিয়ে ১টেবিল চামচ তেল দিয়ে একটু মেখে উষ্ণ পানি দিয়ে এটা সফ্ট ডো বানাতে হবে।এবার ওপরে ১চা চামচ তেল দিয়ে ঢাকা দিয়ে গরম জায়গায় আধঘন্টা রেস্টে রেখে দিতে হবে।

৩.স্যলাদের সব কিছু কেটে একটা বাটিতে রেখে দিতে হবে।এবার অন্য একটি পাত্রে সসের উপকরণ মিশিয়ে নিতে হবে।এই সসের সাথে স্যলাদের জিনিস মিশিয়ে নিতে হবে।

৪.পুরের চিকেন গুলো প্যনে তেল দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে।ঠান্ডা হয়ে গেলে লম্বা সরু করে কেটে নিতে হবে।

৫.এবার রেস্টে রাখা ময়দা একটু ঠেসে নিয়ে লেচি কেটে রুটির মত বেলে নিতে হবে।খুব পাতলা বা মোটা বেলা চলবে না।এবার গরম তাওয়াই একেকটা রুটি দিয়ে ২মিনিট ঢেকে রাখতে হবে।তারপর ঢাকা খুলে ওপর পিঠ ও একই ভাবে সেঁকে নিতে হবে।খেয়াল রাখতে হবে শর্মার বেস যেন লাল বা বেশী সেঁকা না হয়।

৬.এবার একেকটি বেসের উপর পুরের জন্য তৈরী করা চিকেন টুকরো,স্যলাদ সহ সস দিয়ে ভাল করে চেপে রোল তৈরী করে ফয়েল পেপারে মুড়ে দিতে হবে।

#প্রয়োজনীয়_কিছু_টিপস

01/02/2024

**কেক প্রিমিক্স

কেক তৈরি করতে সবথেকে সহজ উপায় হলো প্রিমিক্স এর ব্যবহার করা। সহজ উপায়ে তিন ধরনের প্রিমিক্স তৈরির নিয়ম শেয়ার করছি।
ভ্যানিলা প্রেমিক্স এর সাথে যে কোন ধরনের ফ্লেভার অ্যাড করে স্ট্রবেরি ,অরেঞ্জ, পাইনাপেল , এছাড়া আরো অনেক ফ্লেভার কেক তৈরি করা যাবে।

*ভ্যানিলা ফ্লেভার*

উপকরণ:

১। ময়দা- ১ কাপ।

২। বেকিং পাউডার- ১ চা চামচ

৩। কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ

৪। চিনি গুড়া- ৩/৪ কাপ

৫। লবন- ১/৪ চা চামচ

৬। গুড়া দুধ- ২ টেবিল চামচ

৭। ভ্যানিলা পাউডার- ১ চা চামচ

**চকলেট ফ্লেভার **

উপকরণ:

১। ময়দা- ১ কাপ থেকে ২ টেবিল চামচ কম

২। বেকিং সোডা- ১/২ চা চামচ

৩। বেকিং পাউডার- ১/২ চা চামচ

৪। কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ

৫। চিনি গুড়া- ৩/৪ কাপ

৬। লবন- ১/৪ চা চামচ

৭। গুড়া দুধ- ২ টেবিল চামচ

৮। কোকো পাউডার- ২ টেবিল চামচ

***রেড ভেলভেট ফ্লেভার ***

উপকরণ:

১। ময়দা- ১ কাপ থেকে ২ টেবিল চামচ কম

২। বেকিং সোডা- ১/২ চা চামচ

৩। বেকিং পাউডার- ১/২ চা চামচ

৪। কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ

৫। চিনি গুড়া- ৩/৪ কাপ

৬। লবন- ১/৪ চা চামচ

৭। গুড়া দুধ- ২ টেবিল চামচ

৮। রেড কালার পাউডার- ২ চা চামচ

৯। কোকো পাউডার- ১ টেবিল চামচ

** প্রত্যেক ফ্লেভারের প্রিমিক্স এর উপকরণ গুলো ভালো করে মিশিয়ে তারপরে ২/৩ বার চালনি দিয়ে চেলে একটি এয়ার টাইট বক্সে নরমাল ফ্রিজে তিন থেকে চার মাস সংরক্ষণ করা যাবে।
** হাফ কাপ প্রিমিক্স এর সাথে দুটি ডিম এবং দুই টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করে কেক তৈরি করতে হবে, চকলেট এবং রেড ভেলভেট কেক তৈরিতে বাকি উপকরণ গুলোর সাথে ২ টেবিল চামচ গরম পানি ব্যবহার করতে হবে।

28/12/2023

পাউন্ড কেক রেসিপি❤️
এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২টে.চা ময়দা সরিয়ে, ২টে.চা কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর কাঠি দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।
★কেক তৈরির সবকিছু রুম টেম্পারেচার এর হতে হবে।

২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ১চা.চা
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
এসেন্স ১/২চা.চা বা ভ্যানিলা পাউডার ১/২চা.চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে বাটার এবং চিনি একসাথে বিট করে নিতে হবে, বাটার সাদা হয়ে আসলে এক এক করে ডিম দিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে।
চিনি গলে এর মধ্যে ছানা ছানা ভাব চলে আসতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই। Hafsa
এসেন্স দিয়ে কয়েক সেকেন্ড বিট করতে হবে।
এরপর একটা চালনির সাহায্যে চেলে সবগুলো শুকনো উপকরণ এর মিশ্রণ এর মধ্যে দিয়ে দিবো।
স্পেচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বিটার দিয়ে বিট করে মিশিয়ে নিলেই হবে। এই কেকে ডিমের ফোম বসে যাওয়ার কোনো টেনশন নেই।
৬"/৭" সাইজের পাউন্ড মোল্ড এ ঢেলে ওভেন বা চুলাতে বেক করতে হবে।
১৮০°তে ১০ মিনিট প্রি-হিট করে এরপর ৪০ মিনিট কেকটা বেক করতে হবে🥰

৪০ মিনিট পর ওভেন থেকে বের করে গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করুন।

ঠান্ডা হওয়ার পর দারুণ সুস্বাদু পাউন্ড কেক একদম রেডি❤️❤️❤️

★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।

★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।

★আটা দিয়ে কেক ভালো হবেনা,কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।

★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না।Hafsa তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।

শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে।

10/08/2023

মুরাদাবাদী চিকেন বিরিয়ানি

উপকরণ: 🥓১৮ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি পাতলা কাপড়ে আস্ত ধনিয়া ২০ গ্রাম, 🥣মৌরি ২০ গ্রাম, 🧅পেঁয়াজ অর্ধেক করে কাটা ৬টি, 🥣বড় এলাচি ১টি, 🥣ছোট এলাচি ২টি, 🥣লবঙ্গ ৪টি, 🥣জিরা ২ চা–চামচ, 🍂তেজপাতা ২টি একসঙ্গে বেঁধে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন।

মাংসের জন্য—🍗মুরগির মাংস ২ কেজি, 🫗পানি ৮ কাপ, 🥣আদাবাটা ১ টেবিল চামচ, 🧄রসুনবাটা ২ চা–চামচ, 🧂লবণ ১ টেবিল চামচ, 🥣কাপড়ে বাঁধা মসলা, 🍶তেল ২ টেবিল চামচ।

বিরিয়ানির জন্য—🍚বাসমতী চাল ১ কেজি, 🧅পেঁয়াজকুচি ২ কাপ, 🍶তেল ২ কাপ, 🥫ঘি ৪ টেবিল চামচ, 🥣দারুচিনি ৪ টুকরা, 🥣ছোট এলাচি ৪টি, 🥣লবঙ্গ ৬টি, 🥣স্টার এনএইস ২টি, 🌶️কাঁচা মরিচ ফালি ১০টি, 🥣আদাবাটা ১ টেবিল চামচ, 🧄রসুনবাটা ২ চা–চামচ, 🧂লবণ স্বাদমতো, 🧉টক দই ১০০ গ্রাম, 🍅টমেটোকুচি আধা কাপ, 🌶️আস্ত কাঁচা মরিচ ১০টি, 🥗পুদিনাপাতাকুচি আধা কাপ, 🥣হলুদ ও খাবার রং আধা চা–চামচ, 🥣বিরিয়ানির মসলা ২ চা–চামচ, 🥣গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, 🥣বেরেস্তা ১ কাপ, 🥗ধনেপাতাকুচি আধা কাপ, 🥗পুদিনাপাতাকুচি আধা কাপ, 🥣কাজু ৪ টেবিল চামচ, 🥣কাঠবাদাম ২ টেবিল চামচ, 🥣কিশমিশ ২ টেবিল চামচ, 🍋লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালি: মুরগির মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে মাংস রান্নার সব উপকরণ ও কাপড়ে বেঁধে রাখা মসলার পুঁটলিটা ছেড়ে দিন। ফুটে উঠলে সেখানে পানি ঝরানো মুরগির মাংসগুলো দিয়ে ২০ মিনিট রান্না করে তুলে রাখুন।

চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন। পেঁয়াজকুচি ডুবোতেলে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন। বেরেস্তা করার তেল থেকে ১ কাপ পরিমাণ রেখে তাতে ঘি, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, স্টার এনএইস, কাঁচা মরিচ ফালি, আদা–রসুনবাটা, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এবার মুরগির মাংসের ফোটানো পানিটুকু দিন। এবার দিন টক দই, টমেটোকুচি। ফুটে উঠলে বাসমতী চাল দিয়ে পোলাও রান্না করুন। পোলাওর পানি কমে এলে আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এবার পুদিনাপাতাকুচি ও হলুদ খাবার রং মেখে দমে রাখুন।

এবার রান্না করা মাংসের সঙ্গে বিরিয়ানির মসলা, গরমমসলার গুঁড়া, বেরেস্তা, ধনেপাতা–পুদিনাপাতাকুচি, বাদাম, কিশমিশ ও লেবুর রস দিয়ে মেখে পোলাওর ওপর ঢেলে দিন। এভাবে ঢাকনা দিয়ে ১০–১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

10/08/2023

কই মাছের রেসিপি

উপকরণ :

কই মাছ ৪টি
সরিষা বাটা ১ চা চামচ
জিরা বাটা আধা চা চামচ
কাঁচামরিচ বাটা ২টি
মরিচ গুঁড়ো সামান্য
হলুদ গুঁড়ো আধা চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
আদা বাটা আধা চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
তেঁতুরের ঘন রস ১ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
সরিষার তেল প্রয়োজনমতো
লবণ স্বাদমতো
পানি পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি :

কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ ও রসুন বাটা মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে কই মাছগুলো লাল করে ভেজে তুলুন। ফ্রাই প্যানে ১ চা চামচ তেল দিয়ে তাতে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য হলুদ গুড়ো ও লবণ দিয়ে কষে নিন। অল্প পানি দিন। পানি ফুটে গেলে ভাজা কই মাছগুলো দিয়ে ঢেকে দিন। কোনো অবস্থায় মাছ উল্টে দেবেন না। এক পিঠ ভাজা ভাজা হলে প্লেটে নামিয়ে রাখুন। আবার ফ্রাই প্যানে ১ চামচ তেল দিন, তাতে পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও সামান্য পানি দিয়ে কষান। কষা হলে তেঁতুলের রস ও চিনি দিন। এবার মাছগুলোর উল্টো পিঠে তেঁতুলের রস দিয়ে ঢেকে দিন। মাছ মাখা মাখা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার কই মাছের এপিঠ-ওপিঠ।

06/08/2023

হাতে মাখানো চ্যাপা শুঁটকি ভর্তা /ভুনা রেসিপি।
উপকরণঃ
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন কুচি- ৫/৬ কোয়া
কাঁচামরিচ- ৮/১০ টি
চ্যাপা শুটকি- ৩/৪ টি
সরিষার তেল -২ টেবিল চামচ
ধনিয়া পাতা,লবণ-স্বাদমতো

প্রণালীঃ
শুঁটকি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন।

প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ খুব অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিন।পেঁয়াজ-রসুন একটু পোড়াপোড়া করে ভাজা হলে শুটকি ও লবণ দিয়ে আবার ভাজুন। শুঁটকি গলে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিন। শিল-পাটায়ও বেটে নিতে পারেন।

ভুনা করতে চাইলেঃ
প্যানে তেল গরম করে পেঁয়াজ,রসুন কুচি ভেজে নিয়ে অল্প পানি দিয়ে সামান্য হলুদ, স্বাদমতো মরিচ গুঁড়া, ধনিয়া গুড়া,কাঁচা মরিচ ফালি দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে শুটকি দিয়ে আবার কষান। তেল ছেড়ে আসলে নামিয়ে ফেলুন।
গরম ভাতের সাথে পরিবেশন করুন।

06/08/2023

মুগডালে মুরগি 🥘

উপকরণ
🫙মুগডাল ২ কাপ, 🍗মুরগির মাংস ৮ টুকরা, 🧅পেঁয়াজকুচি ২ কাপ, 🧄রসুনবাটা ৩ চা–চামচ, 🥣আদাবাটা ৩ চা–চামচ, 🥫জিরাগুঁড়া ৩ চা–চামচ, 🌶️কাঁচা মরিচ ৮–১০টি, 🥫লাল মরিচের গুঁড়া ২ চা–চামচ, 🥫হলুদগুঁড়া ২ চা–চামচ, 🥫ধনেগুঁড়া ২ চা–চামচ, 🍶শর্ষের তেল আধা কাপ, 🍂তেজপাতা ২টি, 🥙এলাচি ৪টি ও দারুচিনি ৪টি, 🧂পরিমাণ মত লবন।

প্রণালি
প্রথমে ডাল ভেজে নিতে হবে সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। এবার পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে পাত্রে তেল নিয়ে পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে নিতে হবে। এখন বাকি সব উপাদান ও অল্প পানি দিয়ে কষিয়ে নিন। মসলায় তেল ছাড়লে মুরগির মাংস দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিন, যেন মসলা ভেতরে যায়। এবার ভিজিয়ে রাখা মুগডাল মাংসের মধ্যে দিয়ে আরও পানি যোগ করতে হবে। এখন কিছু সময় ঢেকে রান্না করে নামিয়ে নিতে হবে।

04/08/2023

বিয়ে বাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা -

উপকরণ
খাসির মাংস- ২ কেজি( রেজালা কাট)
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা-আধা কাপ
আদা-রসুন বাটা- তিন টেবিল চামচ
কাঁচামরিচ- ১০টি
ঘি- তিন টেবিল চামচ
তেল- আধা কাপ
আলুবোখারা- ৭টি
জিড়া গুড়া -২ টেবিল চামচ
ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া-২ চা চামচ
লবণ- স্বাদ মতো
কেওড়া জল- ২ চা চামচ
মিষ্টি দই- আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
টক দই- আধা কাপ
কাজু বাদাম- ১৫টি
দারুচিনি- ২ টুকরা (বড়)
এলাচ- ৫টি
লবঙ্গ- ৪টি
তেজপাতা– ২টি

যেভাবে রান্না করবেন -
মাংস ধুয়ে বড় টুকরা করে কেটে নিন। চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তেল ও ঘি দিন। মিশ্রণটি গরম হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। ১ মিনিট নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। খুব বেশি ভাজার দরকার নেই। ৩/৪ মিনিট পর আদা-রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। প্যানে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ,জিড়া ও ধনে গুঁড়া দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মসলা। এবার মাংস দিয়ে কয়েক মিনিট কষিয়ে প্যান ঢেকে কম আঁচে রান্না করুন।মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন প্যানের নিচে লেগে না যায়। পেঁয়াজ বেরেস্তা, টক দই, মিষ্টি দই,কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ড করে পেষ্ট করে নিয়ে দিয়ে দিন মাংসে এবং নেড়েচেড়ে মাংসের সাথে ভালো ভাবে মিশিয়ে নিন।মাংসের উপর তেল ভেসে ঊঠলে দুই কাপ ফুটানো পানি দিয়ে মাঝারি তাপে রান্না করতে থাকুন।মাংস সিদ্ধ হয়ে পানি কমে এলে আলুবোখারা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে।মাখামাখা ঝোল হলে কেওড়া জল দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। বন্ধ চুলার উপর ৫ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন বিয়েবাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা।

03/08/2023

বাস্তবতা কি জিনিস!!! ২ দিনের ক্ষমতা নিয়ে কত কি!!

একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরের ৫ বছর পর তার শহরের একটি শাখায় এসেছিলেন টাকা তুলতে। কেউ তাঁকে নমস্কার করলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। ব্যাংকটিতে যারা কাজ করছেন সবাই নতুন।
তিনি নিজেকে ঐ ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাঁকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”
অবসরপ্রাপ্ত এমডি বলেন, "প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে।এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, ক্ষমতা-অহংকার সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী। বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়! এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে চাই না!
©️সংগৃহীত

 #ড্রাগন মিল্কশেক #রেসিপি  #ড্রাগন মিল্কশেকড্রাগন -১ টা(ছোট সাইজের)চিনি-২ চামচ( পরিমান মত)আইসক্রিম -৩-৪ টে চামচঠান্ডা তর...
03/08/2023

#ড্রাগন মিল্কশেক

#রেসিপি

#ড্রাগন মিল্কশেক

ড্রাগন -১ টা(ছোট সাইজের)
চিনি-২ চামচ( পরিমান মত)
আইসক্রিম -৩-৪ টে চামচ
ঠান্ডা তরল দুধ-১ কাপ
বরফ কুচি-পরিমান মত

-------------সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ড্রাগন মিল্কশেক রেডি।

#ড্রাগন #মিল্কশেক



#বাংলাদেশ

02/08/2023

সবজি ভর্তা-

উপকরণঃ
আলু- ২টি, মিষ্টি কুমড়া- আধা কাপ, ফুল কপি- ১ কাপ, ব্রকলি- ১ কাপ, বরবটি- ১ কাপ, গাজর- ১/২ কাপ, লবণ- পরিমাণমতো, সরিষার তেল- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ/শুকনা মরিচ ভাজা- ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- সিকি কাপ, ধনেপাতা কুচি- ৪ টেবিল চামচ।

প্রণালীঃ
*সব সবজি চারকোনা করে কেটে নিন। তারপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন।*এরপর সবজিগুলো একসঙ্গে চটকিয়ে এতে সরিষার তেল, ভাঁজা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মেখে সবজি ভর্তা তৈরি করু
টমেটো ভর্তা-

উপকরণঃ
টমেটো- আধা কেজি, কাঁচা মরিচ- ৫/৬টি, লবণ- পরিমাণ মতো, পিঁয়াজ কুচি- সিকি কাপ, ধনে পাতা কুচি- সিকি কাপ, সরিষার তেল- পরিমাণ মতো।

প্রণালীঃ
*টমেটো ধুয়ে পানি ঝড়িয়ে নিন। ফ্রাই প্যানে টমেটোগুলি দিয়ে ঢেকে দিন অল্প আঁচে। ১০/১৫ মিনিট পর উল্টিয়ে দিন। টমেটো সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে চটকিয়ে নিন।*এবার পাত্রে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি আর চটকানো টমেটো নিয়ে হাত দিয়ে মাখুন। আধা মাখা হলে তেল দিয়ে ভালভাবে মেখে ভর্তা করে নিন। তৈরি হয়ে গেল চমৎকার টমেটো ভর্তা।

ইলিশ-কচুশাক ভর্তা-

উপকরণঃ
কচু শাক- ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা- ১টি, লেবুর খোসার কুচি- ১ চা চামচ, কাসুন্দি- ১ টেবিল চামচ, কাঁচামরিচ- ৪/৫টি, রসুন কোয়া- ৪টি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, সরষের তেল- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, লেবুর রস- ১ টেবিল চামচ।

প্রণালীঃ
*কচুর পাতা গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে।*এবার মাছের মাথার সঙ্গে পেঁয়াজ বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন।*তারপর মাছের মাথাটা কচু পাতা দিয়ে গোল (রোল) করে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিতে হবে।*এবার বসানো ভাতের ওপর অথবা ভাপে সেদ্ধ করে নিতে হবে।*সেদ্ধ হয়ে গেলে নামিয়ে প্রথমে মাছের মাথাটা তারপর শাক পাটায় বেটে মিশিয়ে নিন।*এরপর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

লাউপাতা/কুমড়া পাতা ভর্তা

উপকরণঃ
কচি লাউপাতা/কুমড়া পাতা- ১৫/২০টি, ছোট চিংড়ি- ১/২ কাপ, পেঁয়াজ- ১/৪ কাপ, কাঁচামরিচ- পরিমানমতো, রসুন- ১ টেবিল চামচ, লবণ- স্বাদমত, সরিষার তেল- ১ টেবিল চামচ।

প্রণালীঃ
*লাউপাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার বাকি সব উপকরন দিয়ে প্যানে একটু নেড়ে পানি শুকিয়ে নিন।*পানি শুকিয়ে গেলে নামিয়ে হাতে চটকিয়ে পেস্ট করে নিন। সব শেষে সরিষার তেল মেখে পরিবেশন করুন।

চিংড়ি ভর্তা-

উপকরণঃ
ছোট চিংড়ি- ২৫০ গ্রাম, পেঁয়াজ- ২টি, আস্ত রসুন- ২টি, শুকনো লাল মরিচ- ৫/৬টি, কাঁচামরিচ- ৫/৬টি, তেল- পরিমাণ মতো, লবণ- স্বাদ অনুযায়ী।

প্রণালীঃ

*প্রথমে চিংড়ি বেছে ভালো করে ধুয়ে নিন। পেঁয়াজ এবং রসুন ছোট ছোট টুকরো করে নিন।*এখন একটি প্যানে তেল গরম করে তাতে প্রথমে চিংড়ি লবণসহ কিছুক্ষণ ভেজে তাতে টুকরো করা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে শিলপাটায় মিহি করে বেটে তৈরি করে নিন চিংড়িভর্তা।

কালোজিরা ভর্তা -

উপকরণঃ
কালোজিরা- সিকি কাপ, রসুনের কোয়া- ১ টেবিল চামচ, কাঁচামরিচ- ৩/৪টি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, লবণ- পরিমাণ মতো, সরিষার তেল- ১ টেবিল চামচ।
প্রণালীঃ*রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ প্যানে টেলে নিন।*এরপর তেল বাদে সব উপকরণ পাটায় বেটে নিন।*এবার বাটা মিশ্রণে তেল দিয়ে মাখিয়ে তৈরি করে নিন কালোজিরা ভর্তা।

আলু ভর্তা-

উপকরণঃ
আলু- ৫০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি- ১ চা চামচ, ধনেপাতা কুচি- ১ চা চমচ, সরিষার তেল- ১ টেবিল চামচ, লবণ- স্বাদ অনুযায়ী।

প্রণালীঃ
*প্রথমে আলু পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে গরম অবস্থায় খোসা ছাড়িয়ে হাত দিয়ে চটকিয়ে নিন।*এরপর ঠাণ্ডা হয়ে এলে তাতে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে একসঙ্গে চটকিয়ে তৈরি করুন আলুভর্তা।

পেঁপে ভর্তা-

উপকরণঃ
পেঁপে- আধা কেজি, কাঁচা মরিচ- ৩/৪টি,পেঁয়াজ- ২/৩টা, লবণ- পরিমাণমতো।

প্রণালীঃ
*পেঁপে ছিলে সেদ্ধ করে পানি চিপে ফেলে দিন।*এবার সেদ্ধ পেঁপে, পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, তেল এক সঙ্গে চটকে নিয়ে হাতে মেখে তৈরি করুন পেঁপে ভর্তা।

টাকি মাছ ভর্তা-

উপকরণঃ
টাকি মাছ- ২৫০ গ্রাম, হলুদ- সামান্য, পেঁয়াজ কুচি- আধা কাপ, রসুন কুচি- ১ টেবিল চামচ, কাঁচামরিচ- ৪-৫টি, ধনেপাতা- ১ মুঠো, লেবুর খোসা কোরানো- সামান্য, সরিষার তেল- ২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো।

প্রণালীঃ

*মাছ, হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে বা ভেঁজে কাঁটা বেছে নিতে হবে।*এবার কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভাজতে হবে। নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কুচি ও লেবুর খোসা দিয়েই নামিয়ে নিন।*এবার এতে সেদ্ধ বা ভাঁজা মাছ দিয়ে খুব ভালো করে মেখে ভর্তা তৈরি করুন।

বেগুন ভর্তা-
উপকরণঃ
বেগুন– ৪০০ গ্রাম, সরিষার তেল– ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি– ১/৪ কাপ, কাঁচামরিচ– ৪/৫ টা (কুচি করে দিতে পারেন অথবা হাল্কা করে টেলে নিয়ে ভর্তা করে দিতে পারেন), ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো।

প্রণালীঃ
*বেগুন নরম হওয়া পর্যন্ত পুড়িয়ে নিন। বেগুন পোড়া হয়ে গেলে বেগুনটা ঠান্ডা হতে দিন।*তারপর পোড়া বেগুনের চামড়া আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ভাল করে ভর্তা করে নিন।*এরপর পেঁয়াজকুচি, মরিচকুচি, লবণ ও ধনিয়াপাতা কুচি দিয়ে হাতে মেখে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল বেগুন ভর্তা।

শিম ভর্তা-

উপকরণঃ
শিম- আধা কেজি, সরিষার তেল- ৩ টেবিল চামচ, শুকনা মরিচ পোড়ানো বা ভাঁজা- ৫/৬টা, পিঁয়াজ কুচি- আধা কাপ, লবণ- পরিমাণমতো।

প্রণালীঃ
*শিম কেটে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে পানি শুকান।*এবার পাত্রে তেল দিয়ে পিঁয়াজ কুচি অল্প ভেঁজে এবং মরিচ ভেঁজে নামিয়ে রাখুন।*তারপর পাত্রে পিঁয়াজ ভাজা, শুকনা মরিচ, লবণ হাত দিয়ে মেখে তার সঙ্গে শিম দিয়ে আবার মাখুন ভালোভাবে। ব্যাস হয়ে গেল মজাদার শিম ভর্তা।

মুরগির মাংসের ভর্তা
# মুরগির মাংস ২৫০ গ্রাম (হাড় ছাড়া), # আদা বাটা আধা চা চামচ, # রসুন বাটা আধা চা চামচ, # লবণ পরিমাণমতো, # পেঁয়াজ কুচি সিকি কাপ, # সরিষার তেল ১ টেবিল চামচ, # কাঁচা মরিচ কুচি ৩ টেবিল চামচ, # ধনেপাতা কুচি পরিমাণমতো, # ঘি ১ চা চামচ।

তৈরী করার নিয়ম

১. মুরগির মাংস লবণ, রসুন বাটা, আদা বাটা দিয়ে সিদ্ধ করে ছুরি দিয়ে লম্বা লম্বা করে নিন।

২. কড়াইয়ে ঘি দিয়ে মুরগির মাংস হালকা করে ভেজে নিন যেন লাল না হয়।

৩. একটি পাত্রে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে মেখে নিন।

৪. এরপর পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন

কাচকি মাছ ভর্তা
উপকরণ: কাচকি মাছ এক কাপ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ চা চামচ, কাঁচামরিচ ৪টি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী: কাচকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। কাচকি মাছ, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কাঁচামরিচ অল্প তেলে কড়াইতে হালকাভাবে ভাজুন। ভাজা হলে লবণ ও ধনেপাতা দিয়ে পাটায় বেটে ভর্তা তৈরি করুন।

করল্লার ভর্তা

করল্লা ধুয়ে খুব মিহি করে কুঁচি করে নিন। এবার করল্লা কুচি চটকে নিয়ে পেঁয়াজ, কাচা মরিচ, লবন এবং তেল দিয়ে ভর্তা তৈরি করুন।

সরিষা ভর্তা:
উপরকণ: লাল সরিষা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, লবণ পরিমাণমতো।

প্রণালী: সরিষা ভালো করে বেছে ধুয়ে কাঁচামরিচ এবং লবণ দিয়ে শিলপাটায় বেটে নিন।

ছুরি শুঁটকি ভর্তার রেসিপি :
উপকরণ:
ছুরি শুঁটকি ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, শুকনা মরিচের গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, তেল আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ১টি, কাঁচামরিচ চার টুকরা করে কাটা ৬টি।

প্রণালী:
শুঁটকি ভালো করে ধুয়ে সিদ্ধ করে বেটে নিতে হবে। তেল গরম করে আদা-রসুন দিয়ে ভালো করে ভুনে শুঁটকি দিয়ে ভুনতে হবে। হলুদ, ধনে, মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভুনে পেঁয়াজ দিয়ে ভুনতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে চিনি, লেবুর রস, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

ওরিও বিস্কুট দিয়ে মজাদার কেক তৈরির রেসিপি।উপাদানঃ৪ টা(১০ টাকা)- ওরিও বিস্কুট১কাপ- দুধ১ চা চামচ -বেকিং পাউডার৩ চা চামচ- চ...
01/08/2023

ওরিও বিস্কুট দিয়ে মজাদার কেক তৈরির রেসিপি।
উপাদানঃ
৪ টা(১০ টাকা)- ওরিও বিস্কুট
১কাপ- দুধ
১ চা চামচ -বেকিং পাউডার
৩ চা চামচ- চিনি
৪ টেবিল চামচ- পাউডার দুধ।

চকলেট সিরাপ তৈরির উপাদান,
ওরিও বিস্কুটের ক্রিম
কোকো পাউডার- ২ টেবিল চামচ
দুধ- ১ টেবিল চামচ
বাটার-১ টেবিল চামচ

প্রণালীঃ
প্রথমে বিস্কুটের ভেতরের ক্রিম বের করে নিন। তারপর বিস্কুট, চিনি, পাউডার দুধ,বেকিং পাউডার একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে বিস্কুটের গুড়া ঢেলে অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটার তৈরির করে নিন।

এবার গ্যাসের চুলার কড়াই বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিন ১০ মিনিট। কেকের বাটিতে তেল মাখিয়ে বাটার পেপার দিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে কড়াই এর মধ্যেই বসিয়ে ঢেকে দিন।
প্রথম দশ মিনিট হাই হিটে তারপর হিট কমিয়ে কেক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সিরাপ তৈরির করার জন্য বিস্কুটের ক্রিমের মধ্যে ১টেবিল চামচ বাটার, ২টেবিল চামচ কোকো পাউডার, অল্প পরিমাণ দুধ দিয়ে হালকা জ্বাল করে নিন।
ঘন হয়ে গেলে নামিয়ে কেকের ওপর দিয়ে পছন্দমতো সাজিয়ে নিন।

পরিবেশন করুন মজাদার ওরিও বিস্কুট কেক।

31/07/2023

নোনা ইলিশের ভর্তা......রেসিপি......
যা যা লাগবে:--
★নোনা ইলিশ-৪পিস।
★পেঁয়াজ কুচি-২কাপ।
★রসুন কুচি-বড় ২টা।
★ধনেপাতা কুচি -১কাপ/পরিমাণ মতো।
★কাঁচা জিরা-১চা চামুচ।
★শুকনো লাল মরিচ -৭/৮টা।
★লবন-স্বাদ মতো/যদি প্রয়োজন হয়। মাছে তো লবন দেয়া থাকবেই।
★সরিষার তেল-সামান্য/পরিমাণ মতো।
যেভাবে করতে হবে ঃ--
মাছের পিসগুলো ছোট টুকরো করে কেটে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
অল্প তেলে পেঁয়াজ রসুন হালকা ভেজে ব্রাউন কালার হয়ে গেলে সাথে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মাছের পিসগুলো। আবারও নেড়ে নেড়ে পেঁয়াজ রসুনের সাথে মাছ ভেজে নিতে হবে। লালচে কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
মরিচ আলাদা করে অল্প তেলে ভেজে নিতে হবে।
শুকনো মরিচের সাথে জিরা দিয়ে মিহি করে বেটে সাথে ভেজে রাখা পেঁয়াজ রসুন মাছ দিয়ে আবারও মিহি করে বেটে সাথে ধনেপাতা কুচি দিয়ে বেটে নিতে হবে।
বাটা হয়ে গেলে সাথে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে--নোনা ইলিশের ভর্তা।
★(মাছ পেঁয়াজ রসুনের সাথে ভালো ভাবে ভেজে বেটে নিলেই মাছের কাটা ভেঙে গুড়ো হয়ে যায়।
বাটার আগে যদি বড় কাটা থাকে সেটা বেছে ফেলে দিতে হবে)।

30/07/2023

মচমচে মাছ ভাজা তৈরির কিছু টিপস।

🐠 প্রথমে মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ, মরিচ, লবন দিয়ে মাখিয়ে রাখুন।

🐠 মচমচে করতে চাইলে মাছের সাথে লেবুর রস অল্প কর্নফ্লাওয়ার/ চালের গুঁড়া মিশিয়ে নিন।

🐠 ফ্রাইপ্যানে তেল দিয়ে এক চিমটি লবন তেলে দিয়ে দিন তাহলে তেল ছিটে গায়ে আসবেনা।

🐠 তেল যখন গরম হবে তখন মাছ গুলো আস্তে করে দিয়ে দিন (তেল গরম না হলে ফ্রাইপ্যানে মাছ লেগে যাবে তাই তেল আগে ভালোভাবে গরম করুন)

🐠 কৈ মাছ, তেলাপিয়া মাছ বা অন্য মাঝারী সাইজের মাছ হলে মাছের গায়ে কেটে নিতে হবে যাতে মসলা মাছের ভেতরে ঢুকে।

🐠 চুলার আঁচ মাঝারি রেখে মাছ ভাজতে হবে বেশি হিট দিলে এক পাশ পুড়ে যেতে পারে তাই এক পাশ ভাজা হলে আরেক পাশ ভাজতে হবে।

🐠 যারা মাছের গন্ধ বেশি নিতে পারেন না তারা মাছ ভাজার সময় একটু সরিষা তেল ব্যবহার করবেন ভালো সুঘ্রাণ আসবে।

🐠 খুব বেশি ডুবো তেলও না আবার কম তেলও না। পরিমান মতো তেল দিয়ে মাছ ভাজতে হবে,অল্প তেলে ভাজলে মাছ প্যানে লেগে যাবে।

🐠 ভাজা মাছ ফ্রীজে রাখবেন না, স্বাদ ও পুষ্টি গুন বদলে যাবে। তাই মাছ মেরিনেট করে বক্সে ভরে ঢাকনা দিয়ে নরমালে রাখতে পারেন, পরে শুধু ভেজে নিবেন।

ভাত,খিচুড়ি কিংবা পোলাও এর সাথে পরিবেশন করুন গরম গরম।

29/07/2023

ঝালমুড়ি মসলা রেসিপি

🌸উপকরণঃ
তেল....২ কাপ
হলুদ গুড়ো ....১ চা চামচ
মরিচ গুঁড়ো.... ২ চা চামচ
সরিষা বাটা.... ২ চা চামচ
পিঁয়াজ বাটা..... ৩ চা চামচ
আদা বাটা.... ১ চা চামচ
রসুন বাটা.... ২ চা চামচ
জায়ফল...১ টা (চার ভাগের এক ভাগ)
জয়এী....২ টা পাপড়ি
এলাচ....৭/৮ টা
দারচিনি.... ৩ টুকরো
জিরা....২ চা চামচ
ধনিয়া....১ চা চামচ
লবঙ্গ.... ৬/৭ টা
কালো এলাচ... ১ টা
রাধুনী.... ১ চা চামচ
গোলমরিচ.... ২ চা চামচ
ভিনেগার.... ২ চা চামচ
তেজপাতা... ২ টা


প্রথম স্টেপ.....
জায়ফল, জয়ত্রী, এলাচ,দারচিনি, জিরা, ধনিয়া,লবঙ্গ, কালো এলাচ, রাধুনী, তেজপাতা , গোলমরিচ এগুলো হালকা ভেজে ব্লেন্ড বা পাটায় বেটে ফাঁকি করে নিবেন।

🌸প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি প্যান বা করাইতে সরিষার তেল গরম করে পিঁয়াজ বাটা দিয়ে কিছু খন ভেজে হলুদ, মরিচ গুড়ো আদা, রসুন বাটা দিয়ে কিছু খন কসানো হলে সরিষা বাটা দিয়ে দিবেন,আবার এক মিল কসানো হলে ব্লেন্ড করা মসলা দিয়ে এক মিনিট জাল করে নিয়ে, ভিনেগার দিয়ে দিবেন। কসাতে কসাতে তেল যখন উপরে উঠে আসবে তখন নামিয়ে ফেলবেন।

🌸নোটসঃ
এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ৬/৭ মাস পর্যন্ত। ভালো রাখার জন্য মাঝে মাঝে রোদে দিবেন।

🌼কাচের বৈয়ম এ রাখতে হবে মসলার উপরে যেন তেল থাকে।

🌼প্রতিবার মসলা নেওয়ার সময় চামচ ব্যবহার করতে হবে, হাতের স্পর্শ লাগলে নষ্ট হয়ে যাবে।

ধন্যবাদ 🖤🌸

Motherhood is your days belonging to someone else. Everything is planned around where your children are at that moment: ...
29/07/2023

Motherhood is your days belonging to someone else.

Everything is planned around where your children are at that moment: even a shower.

You must answer every cry,

referee every fight,

change every diaper.

Because these little humans are a part of you,

and because of that, you spend most of your time multitasking.

You’re cleaning up the toy-filled floor with a child in one arm, the other bending to pick up crayons.

You’re writing an email while waiting for your three-year-old to use the potty.

You're putting snacks in everyone's backpacks while your children finish dinner.

Because you no longer can

go to the bathroom whenever you want,

go out to eat with your partner on a whim,

and sleep in.

And it’s okay to miss being your own person—a woman.

But you learn to wear many hats
and have dreams that involve your children and individual goals for only yourself and spend time in the day working on them.

And you get used to the chaos and can’t imagine your life without it
because your entire heart is those children.

So, motherhood is your day no longer belonging to you,
It belongs to your children.

And you wouldn’t want it any other way.

25/07/2023

শশার রায়তাঃ

যা প্রয়োজনঃ

শশা মিহি কুচি -- ১টি
পেঁয়াজ মিহি কুচি -- ১টি
টকদই-- ১/২ কাপ ( পানি ঝরানো)
বিট লবণ-- স্বাদমতো
গোলমরিচ গুঁড়া -- স্বাদমতো
জিরা গুঁড়া-- ১/৪ চা চামচ
চাট মাসালা-- ১ চা চামচ
পুদিনাপাতা মিহি কুচি-- ১ টে চামচ
(অথবা ধনেপাতা)
চিনি -- স্বাদমতো
কাশ্মিরি লালমরিচ গুঁড়া-- ১/২ চা চামচ
( নরমাল মরিচের গুঁড়া হলেও হবে)
টমাটো-- ইচ্ছা

যেভাবে করতে হবেঃ

টক দইয়ের সাথে শশা, টমাটো ছাড়া সব উপকরণ ফেটিয়ে নরমাল ফ্রিজে রেখে দিন। এতে টক দই থেকে পানি ছেড়ে দেয়ার সম্ভাবনা থাকেনা। পরিবেশনের আগে শশা-টমাটো মিশিয়ে উপরে লালমরিচ গুড়া, চাট মাসালা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নোটসঃ

**আপনার স্বাদ অনুযায়ী জিরা, লবণ, চিনি, চাট মাসালা, পুদিনাপাতা ইত্যাদির পরিমান বাড়িয়ে-কমিয়ে নিতে পারেন।

**শশা-টমাটোর বিচি ফেলে কাটলে রায়তা বেশী পানি পানি হবেনা।

#শসার #রায়তা

25/07/2023

১। মুগডাল নামানোর সময় ঘি তে চিনি পুড়িয়ে লাল করে দেয়া।

২। সবজি তে শুকনা মরিচ ও রসুন আলাদা তেলে বাগার দেওয়া।

৩। বিরিয়ানি তে জয়ত্রী এবং শাহী জিরা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে।

৪। ডিমের কিছু তৈরি করলে লেবুর রস দিতে পারেন।
গরুর মাংসে হাল্কা রাঁধুনির ব্যবহার।

৫। মাংসে আস্ত কাচা মরিচ দিলে আলাদা একটা ফ্লেভার আসে।

৬। সবুজ শাক সবজি হাই হিটে রান্না করলে রং সুন্দর থাকে। সামান্য চিনি শেষে দিতে পারেন।

৭। সুজির হালুয়া করার সময় কাজু ঘি তে ভেজে দেয়া যেতে পারে। সাথে এলাচ গুড়া সাথে। চিনির বদলে গুড় ভালো লাগে।

৮। তরকারি রান্নার শুরুতে পেঁয়াজ তেলে দিয়ে তারপর হলুদ দেয়া, তারপর লবন; রং টা অনেক ভালো আসবে।

৯। ডাল সিদ্ধের সময় হলুদের গুড়া, রসুন পেয়াজ একটু তেল দিবেন।

১০। বেশি ভাত রান্না করতে হলে একটু তেল দেয়া।

১১। পাউরুটি একটু ঘি তে হাল্কা চিনি লবন দিয়ে ভেজে পাউডার দুধ দিয়ে পরিবেশন করবেন মাঝে মাঝে।

১২। পুদিনা পাতা এবং মরিচ ভর্তা মাখাবেন অনেক মজা।

১৩। চানার ডাল রান্না করলে নারকেল কোরা দিবেন। মৌরি ফোরন দিবেন ঘি তে। সিদ্ধ হয়ে আসলে শুকনা মরিচ, হিং, পেয়াজ, রসুন দিবেন। একটু ঘি দিতে পারেন। ডালে লেবু পাতা দিলে অনেক মজা হয়।

১৪। পোলাও পাতা দিয়ে আলু ভাজি অনেক মজা।

১৫। মুরগী তে লেমন গ্রাস, এলাচের গুড়া, বেরেসতা , ঘি, জৈত্রী দেওয়া।

১৬। ক্যপসিকাম ব্যবহার করা চিংড়িতে বা নুডুলস এ।

১৬। এলাচ গুঁড়া চা তে।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Kitchen Wizard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kitchen Wizard:

Share

Category