Funbox

Funbox Entertainment

স্বপ্নে ভরা ব্যাগগুলো,,,  আহ্লাদে মাখা ব্যাগগুলো,,,, মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা,, ওদের লালা মাখা দাঁত দিয়ে...
22/07/2025

স্বপ্নে ভরা ব্যাগগুলো,,,
আহ্লাদে মাখা ব্যাগগুলো,,,,
মায়ের বকুনী খাবে জেনেও অর্ধেক টিফিনে ভরা,, ওদের লালা মাখা দাঁত দিয়ে কামড়ানো পানির ফ্লাক্সগুলো!
কত আবদারে বাবা মায়ের জমানো টাকার গোলাপি নীল ব্যাগগুলো। 💙🙏

এদের বন্ডিংটা দেখেন-এরা নিজেদের বন্ধুত্ব ভুলে যায়নি। এদের মাঝে একজন সরাসরি রাষ্ট্র পরিচালনায় ছিল। তারপরও শিশুতোষ মন নিয়ে...
11/07/2025

এদের বন্ডিংটা দেখেন-
এরা নিজেদের বন্ধুত্ব ভুলে যায়নি। এদের মাঝে একজন সরাসরি রাষ্ট্র পরিচালনায় ছিল। তারপরও শিশুতোষ মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

প্রানবন্ত বন্ধুত্বের একটি সুন্দর ছবি-
এরা যদি একজোট হয়ে দেশ পরিচালনা করতো, দেশের ভাল চাইতো. সত্যিকারের দেশপ্রেমিক হইতো দেশ এবং দশের ভাল হইতো।

Amazing Art
27/06/2025

Amazing Art

VEO 3 তে Prompt  লেখার গাইডলাইন (Structure + Example)Prompt  তৈরির ধাপসমূহ :১. দৃশ্যের বিবরণ (Scene description): গল্পের...
26/06/2025

VEO 3 তে Prompt লেখার গাইডলাইন (Structure + Example)

Prompt তৈরির ধাপসমূহ :

১. দৃশ্যের বিবরণ (Scene description):
গল্পের মধ্যে- কি ঘটছে, কে আছে, কেমন আবহ_ এই অংশে আপনি মোট দৃশ্যটি এক বা দুই বাক্যে সংক্ষেপে তুলে দিবেন।

২. ভিজ্যুয়াল স্টাইল (Visual style):
ভিডিওটা দেখতে কেমন হবে? উদাহরণ: সিনেমাটিক, রিয়ালিস্টিক, অ্যানিমেটেড, সুররিয়াল ইত্যাদি।

৩. ক্যামেরা মুভমেন্ট (Camera movement):
ক্যামেরা কিভাবে চলবে? যেমন: স্লো জুম, স্টেটিক শট, ট্র্যাকিং শট, এয়ারিয়াল প্যান।

৪. মূল বিষয়বস্তু (Main subject):
গল্পের বা দৃশ্যের কেন্দ্রীয় চরিত্র বা বস্তুটি কে বা কি? সে কী করছে?

৫. পেছনের সেটিং/লোকেশন (Background setting):
এই ঘটনা কোথায় ঘটছে? উদাহরণ: একটি জংগলে ভিতর, গ্রামের মসজিদের পাশে, ভবিষ্যতের কোনো ল্যাবে।

৬. আলো এবং আবহ (Lighting / Mood):
আলো কেমন হবে? আবহটা কি রোমান্টিক, গাঢ়, থ্রিলিং, নাকি উজ্জ্বল?

৭. শব্দ / সাউন্ড (Audio cue):
যদি নির্দিষ্ট কোনো শব্দ/গান চান, যেমন পাখির ডাক, বৃষ্টির শব্দ, কোনো নির্দিষ্ট মিউজিক।

৮. রঙের প্যালেট (Color palette):
প্রধান রঙগুলো কি হবে? যেমন উষ্ণ সোনালী, ঠান্ডা নীল, মিউটেড আর্থ টোন।

৯. ডায়ালগ বা শব্দ (Dialog / Background Noise):
কোনো সংলাপ বা Background শব্দ থাকলে লিখে দিন।

১০. সাবটাইটেল ও ভাষা (Subtitles and Language):
ভিডিওতে সাবটাইটেল থাকবে কি না, এবং ভাষাগত নির্দেশনা (যেমন — ইংরেজি সাবটাইটেল সহ বাংলা সংলাপ)।

✅ একটি সম্পূর্ণ বাংলা প্রম্পট উদাহরণ
🔶 প্রম্পট পরিকল্পনা (Prompt Plan):
দৃশ্যের বিবরণ: রাতের অন্ধকারে, এক স্মোকি সিলভার চুলওয়ালা স্টাইলিশ পুরুষ যিনি কালো সাটিন কিমোনো ও স্ফটিকের কানের দুল পরেছেন, তিনি একটি প্রাচীন ঝর্ণার পাশে ধোঁয়া-মাখা সাউনা পুলে বসে আছেন।
তার পাশে এক শান্ত ও ধোঁয়াবিলাসী প্যাথন ধীরে ধীরে জলের ওপর ভেসে আছে।
চারপাশে গ্রীক-পুনর্জাগরণ ভাস্কর্য ও সাদা মার্বেলের বড় হাতে খোদাই করা লাল টেরাকোটা ফুলদানি।
ভিজ্যুয়াল স্টাইল:
আর্ট হাউজ ফ্যান্টাসি ফিল্মের মতো, স্যাচুরেটেড শ্যাডো, ধোঁয়া ও প্রতিফলন।
ক্যামেরা মুভমেন্ট:
সৌর বিকিরণের মতো ধীর সুইপে জলের সমতল থেকে উঠে মুখের ক্লোজআপ, চোখের দিকে ধীরে জুম-ইন।
মূল বিষয়বস্তু:
পুরুষ ক্যামেরার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন, মুখে হালকা রহস্যের ছায়া, পাশে ধীরে ভেসে থাকা প্যাথন।
পেছনের সেটিং:
পাথরের প্রাচীন সাউনা পুল, চারদিকে পুনর্জাগরণ ভাস্কর্য, এবং পেছনে মৃদু বাষ্পে ঢাকা পরিবেশ।
আলো ও আবহ:
ধোঁয়ার মধ্যে দিয়ে আসা মাটির তেলের বাতির আলো, মুখে নরম সাইড লাইট, সার্বিকভাবে একটি গাঢ় অথচ মোহময় পরিবেশ।
সাউন্ড:
মৃদু থার্মাল হিউমিং ও ধীরে চলা ইথেরিয়াল জ্যাজ ট্র্যাক, মাঝে মাঝে জলের ফোঁটার আওয়াজ।
রঙ:
ছাই রূপালি, জ্বলন্ত মাটি লাল, হালকা ধোঁয়াটে সোনালী ঝিকিমিকি।
সংলাপ (ভয়েসওভার):
“আমি কিছুতেই থামি না... শুধু অর্থহীন নীরবতা ছাড়া।”
সাবটাইটেল:
নাই (মুখের অভিব্যক্তিই গল্প বলে দেয়)

🎬 চূড়ান্ত বাংলা প্রম্পট (Complete Prompt):
রাতের রহস্যময় নিস্তব্ধতায়, এক স্মোকি সিলভার চুলের স্টাইলিশ পুরুষ কালো সাটিন কিমোনো ও স্ফটিক কানের দুল পরে একটি ধোঁয়াচ্ছন্ন প্রাচীন সাউনা পুলে বসে আছেন। তার পাশে একটি শান্ত প্যাথন ধীরে ধীরে জলের ওপর ভেসে আছে। চারপাশে গ্রীক-পুনর্জাগরণ শৈলীর ভাস্কর্য এবং সাদা মার্বেলের লাল টেরাকোটা ফুলদানি। ক্যামেরা ধীরে জলের সমতল থেকে উঠতে উঠতে তার মুখে জুম-ইন করে—যেখানে সে ক্যামেরার চোখে চোখ রেখে স্থির তাকিয়ে আছে। আলো জ্বলে উঠছে মাটির তেলের বাতিতে, মুখে পড়ছে হালকা সাইড লাইট। ব্যাকগ্রাউন্ডে বাজছে ধীরে চলা ইথেরিয়াল জ্যাজ ট্র্যাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে জলের ফোঁটার শব্দ। চারপাশের রঙ—ছাই রূপালি, টেরাকোটা লাল, ও ধোঁয়াটে সোনালী ঝিকিমিকি। পুরুষটি বলে ওঠে, গভীর স্বরে—
“আমি কিছুতেই থামি না... শুধু অর্থহীন নীরবতা ছাড়া।”

25/06/2025

ইরান কী পারমানবিক বোমার পরীক্ষা করেছে ? Pinaki Bhattacharya || The Untoldজানতে চান ইরান কী পারমানবিক বোমার পরীক্ষা করেছে? ভিডিওতে Pinaki Bhatt...

20/06/2025

ইরানের এক অদ্ভুত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলছে, গতকাল ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা মাল্টি ওয়্যারহেডেড। এটি আঘাত করার আগে এর ওয়্যারহেড থেকে আরো কয়েকটি ক্ষেপণাস্ত্র বের হয়ে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র হয়ে একাধিক টার্গেটে আঘাত করে।

কিন্তু আয়রন ডোম যখন এটি শনাক্ত করে তখন একটি হিসেবে শনাক্ত হয়। আয়রন ডোম সেই একটি ইন্টারসেপ্ট করতে একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদি সেটি সফল হয়ও তার আগেই ওয়্যারহেড থেকে অন্যগুলো বের হয়ে যায় এবং নিজ নিজ টার্গেটে আঘাত করে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য এক জটিল হুমকি বলে মন্তব্য করেছেন তারা।

এখন বুঝেন ইরান কেন ট্রাম্পকেও পাত্তা দিচ্ছে না। গতকালের এই খেলা দেখানোর পরে আবার বলেছে, তারা এখনো তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি। ইসরায়েলের লোকজনের না পালিয়ে উপায় কই। খামেনি সাহেব বলেছেন, ইসরায়েলিদের হয় পালাতে হবে, না হয় মরতে হবে। প্রথমে মনে হচ্ছিল ইরান এতদিন চাপাবাজী করেছে। এখন আস্তে আস্তে বের করতেছে। আজ আবার তাদের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হয়েছে। এখন যা অবস্থা তাতে হয় যুদ্ধ বন্ধ করতে হবে, না হয় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হবে। এছাড়া ইসরায়েলের বাচার উপায় নেই।

24/05/2025

১৯৭১ এ ভারতের অধিনে জামায়াত কেন অংশ নিতে পারে নাই তার পরিস্কার বর্ননা দিলেন মরহুম মাওলানা গোলাম আজম স্যার।।

29/04/2025

কিছুক্ষণ আগে অভিনেতা সিদ্দিক নেতা কট। 🙊😁
হাবিবউল্লাহ বাহার কলেজের ছাত্ররা গণধোলাই দিয়ে তাকে রমনা থানায় সোপর্দ করেছে। ✊

28/04/2025
এই লোকটা ড. ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ...
09/04/2025

এই লোকটা ড. ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতোটা শক্ত খেলোয়াড় তা টের পাবা মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দাও প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে..

ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা..

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।

See Prof. Dr. Yunus in his young age. How smart that guy wearing shorts and classic Tshirt long hair standing tall perfe...
31/03/2025

See Prof. Dr. Yunus in his young age. How smart that guy wearing shorts and classic Tshirt long hair standing tall perfect fitness zero fat.

গ্রামীণ চেক গ্রামীণ চেক বলে ২ দিনের বৈরাগী যারা নতুন নতুন ডেনিম প্যান্ট পড়া শিখছেন তারা দেখে শিখেন ওস্তাদকে। যে খেলতে পারে সে সব জায়গায় খেলে, হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলোয়াড়।।।

Address

Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Funbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share