Tanni Khan

Tanni Khan Hi, this is Tanni. An expert Web Developer & Digital Marketer. I've worked with more than 1000 Brands Since 2018. Welcome to my Digital Journey!
(1)

18/08/2025

Remember, people don’t buy what they don’t trust!

11/08/2025

আজকের Webinar কেমন ছিল? 🙂

11/08/2025

আজকের Exclusive Webinar এর জন্য সবাই রেডি তো❗ লিংক কমেন্টে👇

07/08/2025

UGC – এই ৩ অক্ষর এখন মার্কেটিং এর নতুন গেমচেঞ্জার! 🔥

আগে আমরা ভাবতাম ব্র্যান্ড মানেই জমকালো-চকচকে ভিডিও, প্রফেশনাল ক্যামেরা, মডেল…
কিন্তু এখন মানুষ চায় "রিয়েল" কনটেন্ট।

👉 যে ভিডিওতে একজন মোবাইল ধরে বলছে,
"আমি এই প্রোডাক্টটা ইউজ করেছি – এটা আমার জন্য কাজ করছে!"

এইটাই হচ্ছে UGC – User-Generated Content
মানে ইউজার নিজের অভিজ্ঞতা শেয়ার করছে, খুব সাধারণভাবে। কিন্তু বিশ্বাসযোগ্যতা ১০০%।

📌 আমি ক্যাম্পেইনে যখন UGC অ্যাড চালিয়েছি, দেখেছি –
✔️ CPC কমেছে
✔️ CTR বেড়েছে
✔️ মানুষ ইনবক্স করছে, অর্ডার দিচ্ছে
কারণ, মানুষ ‘রিয়েল মানুষ’ এর কথা শুনতে চায়, শুধু ব্র্যান্ডিং না।

🎯 এখন অনেক বড় বড় ব্র্যান্ডও প্রফেশনাল ভিডিও ছেড়ে UGC তে শিফট করছে।

আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন,
👉 আজকেই চিন্তা করুন — “আমি কীভাবে কাস্টমারের অভিজ্ঞতা ভিডিও আকারে ব্যবহার করতে পারি?”

বাড়তি ক্যামেরা বা স্টুডিও লাগবে না,
স্মার্টফোনে একটা রিয়েল রিভিউ হলেই অনেক সময় সব বদলে দেয়!

📌 আমি নিজেই আমার কিছু ক্লায়েন্ট এর জন্য সফল UGC অ্যাড ক্যাম্পেইন করেছি —
যদি কেসস্টাডি সহ গাইড চান, কমেন্টে করুন "UGC"।
আমি আপনাকে ডিটেইল গাইড DM করে দিব! 😊

30/07/2025

একই মানুষকে বারবার অ্যাড দেখিয়ে নিজের কম্পিটিটর নিজে হচ্ছেন না তো!

অনেকেই ভাবেন — "আরো অ্যাডসেট দেই, অনেকগুলো audience টার্গেট করি, রেজাল্ট বেশি আসবে!"

কিন্তু আসলে আপনার ৩টা অ্যাডসেটই যদি প্রায় একই টাইপের মানুষকে টার্গেট করে, তাহলে ফেসবুক কী করে?

👉 ফেসবুক ভাবে — "এই তিনটা অ্যাডসেট তো একে অপরের সাথে প্রতিযোগিতা করছে!"
⚠️ মানে — নিজের বাজেট নিজেই খেয়ে ফেলছেন আপনি।

এই জিনিসটা কে বলে Audience Overlap।

🎯 তাহলে এর সমাধান কী?

একই রকম অডিয়েন্স নিয়ে যদি একাধিক অ্যাডসেট থাকে, ওগুলো এক করে দিন — একটা consolidated অ্যাডসেট বানান।
বাজেটটা একটু বাড়ান, তাতে বরং বেশি ভালো কাজ হবে।

⏬ এখন জেনে নিন এতে কী লাভ হবে?

✔️ অ্যাডস গুলো একে অপরের সঙ্গে মারামারি করবে না 😅
✔️ ফেসবুকের অ্যালগরিদম ঠিকভাবে কাজ করতে পারবে
✔️ কস্ট কমবে, রেজাল্ট বাড়বে 💰

আসল সত্যি হচ্ছে — বেশি অ্যাডসেট মানেই বেশি সেল না।
বুদ্ধিমানের মতো audience ঠিক করেন, সেল ভালো আসবে।

📌 Audience Overlap কিভাবে চেক করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। কমেন্টে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন।👇

27/07/2025

অনেকে ভাবে শুধু ক্লিক হলেই কাজ শেষ।

কিন্তু সত্যি কথা কি জানেন?
লোকজন ক্লিক করেও যদি ৫ সেকেন্ডের বেশি আপনার ওয়েবসাইটে না থাকে — তাহলে সেই ক্লিকের কোন মানে নেই।

এটাই বোঝায় Scroll Depth বা Page Engagement।

মানে:
লোকজন আপনার ওয়েবপেজে এসে নিচ পর্যন্ত স্ক্রল করছে কিনা, কনটেন্ট পড়ছে কিনা, বাটন খুঁজে পাচ্ছে কিনা — এসবই ম্যাটার করে।

🎯 কেউ যদি শুধু উপরের হেডলাইন দেখে বেরিয়ে যায় —
👉 তাহলে বুঝে নিন, কনভার্সনের আগে আপনার ওয়েবসাইটেই সমস্যা।

এই একটা কারণেই অনেকের ‍Ad থেকে হাজার হাজার ক্লিক আসে, কিন্তু
✅ লিড আসে না
✅ সেল হয় না
✅ রেজাল্ট হয় শূন্য

Scroll Depth কম হওয়ার কারণ হতে পারে:

✔️ লোডিং টাইম বেশি

✔️শুরুতেই boring হেডলাইন

✔️ CTA নেই বা ক্লিয়ার না

✔️ ওয়েবসাইট ডিজাইন cluttered বা outdated

✅ তাই শুধু অ্যাড চালালেই হবে না —
এনালাইটিক্স খুলে দেখুন, মানুষ আপনার পেজে এসে থাকছে কিনা, স্ক্রল করছে কিনা, ইন্টারঅ্যাক্ট করছে কিনা।

কারণ আজকের মার্কেটিং মানেই:
"Attention ধরে রাখার যুদ্ধ"

যদি ল্যান্ডিং পেজ ১০ জন ঢুকে ৮ জনই ৫ সেকেন্ডে বের হয়ে যায় —
তাহলে সমস্যা অ্যাডে না, সমস্যা ওয়েবসাইটে।

👉 আমি এই বিষয়গুলো নিয়ে একটা চেকলিস্ট গাইড বানিয়েছি —
যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সাইটে সমস্যা কোথায় হচ্ছে।❓

কমেন্টে “Checklist” লিখলেই পাঠিয়ে দেবো। 🤝

27/07/2025

আপনার অ্যাড ভিডিওর ভিউ তো আসছে, কিন্তু কনভার্সন নেই?
বা হয়তো অনেক মানুষ দেখছে, কিন্তু কেউ ক্লিকই করছে না?

👉 তাহলে একটা জায়গা আপনি স্কিপ করে গেছেন — Hook Rate

Hook Rate মানে আপনার ভিডিওর প্রথম ৩–৫ সেকেন্ডে কতজন থেমে ভিডিওটা দেখতে শুরু করলো।

ফেসবুক বা ইনস্টাগ্রামে মানুষ যখন স্ক্রল করে, তখন তাদের হাতে সময় থাকে কয়েক সেকেন্ড—
আপনার ভিডিও কি সেই সময়ের মধ্যেই “attention grab” করতে পারছে?

না পারলে তারা স্ক্রল করে চলে যাবে…
অর্থাৎ — ভিডিও তে বাজেট যাবে, কিন্তু কেউ দেখবেই না।
🎯 এই কারণেই অনেক সময় আপনার ক্যাম্পেইন একদম ঠিক থাকার পরেও রেজাল্ট আসে না।

Hook Rate খারাপ হলে:
✔️ CPC বেড়ে যায়
✔️ CTR কমে যায়
✔️ ROAS একদম নিচে নেমে আসে

Hook Rate ভালো হলে:
✔️ Ad cost কমে
✔️ মানুষ থামে, দেখে, ক্লিক করে
✔️ Sales বাড়ে, ROI বেড়ে যায়

তাই ভিডিও বানানোর সময় শুধু “creative সুন্দর হোক” এটা ভাবলেই হবে না।

প্রথম ৩ সেকেন্ডে আপনি কী বলছেন, কী দেখাচ্ছেন – সেটা বুঝেই বানাতে হবে।

কারণ আজকের দিনটা attention এর যুদ্ধ —
যে প্রথমেই থামাতে পারবে, সেই জিতবে।

আপনি যদি এডস রান করেন, পরের বার ভিডিও বানানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন –
"এই ভিডিওর শুরুতে মানুষ থামবে কেন?"

এই একটুখানি প্রশ্ন আপনার ক্যাম্পেইনের পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে। 💥

📌 Hook Rate কিভাবে চেক করতে হয় এটা নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে। কমেন্টে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন।👇

21/07/2025

এই দৃশ্য আর দেখা যাচ্ছে না!😢

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।
আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক।🤲

07/07/2025

🎥 আপনার Facebook বা Meta Ads ঠিকভাবে রান করতেছেন, অথচ রেজাল্ট আসছে না?

🔍 এই ভিডিওতে আপনি জানবেন:
1. কেন "সবাইকে অ্যাড দেখানো" মানেই রেজাল্ট কমে যাওয়া
2. সুন্দর Creative মানেই Conversion বেশি?
3. Audience Overlap – নিজের সাথেই কম্পিট করছেন!

📉 যদি আপনার CPM বাড়ে, CTR কমে —
সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে।
👇 দেখুন এখনই!

কমেন্টে লিখুন “overlap” – আমি এক্সক্লুসিভ ভিডিও গাইড পাঠাবো।

🎉 30K Strong! Alhamdulillah! 💙This is not just a number —It’s every single person, every comment, every reaction…যেগুলো ...
01/07/2025

🎉 30K Strong! Alhamdulillah! 💙

This is not just a number —
It’s every single person, every comment, every reaction…
যেগুলো আমাকে প্রতিদিন inspire করে to do better, to give more. ✨

🤝 যারা এই journey-তে শুরু থেকে পাশে ছিলেন,
যারা এখনো আছেন, এবং যারা আগামীতে থাকবেন —
Thank you from the bottom of my heart. 💌

Let’s grow together. Let’s keep making impact. 🌱

🚨 Google Password Leak Alert!Recently, many users' passwords were found in data breaches linked to Google accounts. This...
01/07/2025

🚨 Google Password Leak Alert!
Recently, many users' passwords were found in data breaches linked to Google accounts. This puts your personal data at serious risk.

👉 Have you checked if your password is safe?
🔐 It might be time to change it before someone else logs in!

14/06/2025

📌 "Facebook AI vs Targeting – নতুন যুগে ঢুকে পড়েছি আমরা!"
আগে যেটা হতো...

আমরা ঘণ্টার পর ঘণ্টা বসে ভাবতাম,
👉 কোন age group?
👉 কোন interest targeting?
👉 audience narrow করব, না broad?
👉 placement auto রাখব, না manual?

আজকে সময় পাল্টেছে।

🔍 AI এখন এতটাই স্মার্ট, আপনি চাইলেও তার থেকে এগিয়ে যেতে পারবেন না।
Facebook-এর Advantage+ Audience এখন নিজের মতো করে কাস্টমার খুঁজে নিতে পারে।

আপনি শুধু creative আর copyটা দিন ঠিকভাবে।

আর বাকি কাজটা AI নিজেই করে নিচ্ছে।

🎯 তাহলে এখন আমাদের ফোকাস কিসে হওয়া উচিত?
✅ First: Ad Copy
আপনার এক লাইন CTA হয়তো কাউকে “Buy Now” এ ক্লিক করিয়ে দিচ্ছে।
আর এক লাইন ভুল কপি… স্কিপ করিয়ে দিচ্ছে।

✅ Second: Ad Creative
একটা ভালো ইমেজ/ভিডিও থামাতে পারে মানুষকে।
এটাই AI-কে শেখায় — কে আপনার জন্য পারফেক্ট কাস্টমার।

⚠️ কিন্তু শুধু Creative দিয়ে হবে না... যদি Tracking ঠিক না থাকে!
আপনি জানেনই না কে কিনছে, কে লিড দিচ্ছে —
তাহলে Facebook AI-ই বা শেখার Data পাবে কোথা থেকে?

🎯 তাই Pixel ঠিকভাবে বসানো,
🎯 Event সেটআপ ঠিক করা,
🎯 Server-side tracking চালু রাখা —
এগুলো এখন Ad Copy-এর মতোই গুরুত্বপূর্ণ।

🚀 আমার অভিজ্ঞতায় এখন যেটা সবচেয়ে বেশি কাজ করে:
✔️ Broad Targeting +
✔️ Strong Creative +
✔️ Personal Tone Copywriting +
✔️ Clean Tracking Setup

এই চারটা একসাথে কাজ করলেই —
কম বাজেটেও ভালো কনভার্সন পাওয়া যায়।

🔄 সবশেষে বলবো—AI এখন Algorithm নয়, একটা পার্টনার।
ওকে Data দিন, ও আপনাকে Result দেবে।

এবং হ্যাঁ,
ভুলে যাবেন না—Creative, Copy আর Tracking = নতুন সময়ের তিন দানব!

📣 আপনি যদি চান, আমি এসব নিয়ে রেগুলার ভিডিও আর টিপস শেয়ার করি, তাহলে আপনি কি কি নিয়ে ভিডিও চান? কমেন্টে জানিয়ে দিন! 😊

Address

Bashundhara R/A
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Tanni Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanni Khan:

Share