
13/10/2025
"ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মত" সম্প্রতি বাংলা এডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি,সাবেক কৃষি ও মৎস মন্ত্রী অলি আহমেদ।
তিনি বলেন, ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মত কারন কোন জিনিস তাঁর নিয়ন্ত্রণে নাই।সিভিল প্রশাসন তাঁর নিয়ন্ত্রণে নাই,সশস্ত্র বাহিনী তাঁর নিয়ন্ত্রণে নাই,পুলিশ বাহিনী তাঁর নিয়ন্ত্রণে নাই। যত্রতত্র খু'ন হচ্ছে।
যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। এখানে বক্তব্য দিয়ে, হাসি দিয়ে দেশ চালালে হবে না।