Fox Pro Ltd

Fox Pro Ltd The first ever one stop Digital Agency of Bangladesh with the largest portfolio of brands.

28/08/2025

Fox Pro is hiring Brand Promoter through atB Jobs

Facilities:
- Exciting, fast-paced work environment
- Grow your career & personal brand
- Full-Time | 6 Days a Week (Friday Off)
- Salary: Negotiable (Based on Experience)

Check the comment box for full job application details.

"কম খরচে বড় স্বপ্ন🌱—"যেখানে আপনার স্বপ্ন ছুঁয়ে যায় আকাশ 🙅‍♀️!এটা আপনার ব্র্যান্ডের প্রথম ইমপ্রেশন, আপনার বিশ্বাসযোগ্যতার...
24/08/2025

"কম খরচে বড় স্বপ্ন🌱—"যেখানে আপনার স্বপ্ন ছুঁয়ে যায় আকাশ 🙅‍♀️!
এটা আপনার ব্র্যান্ডের প্রথম ইমপ্রেশন, আপনার বিশ্বাসযোগ্যতার প্রমাণ, আর ভবিষ্যতের সেলস মেশিন। 🚀
ভাবুন তো,
কোনো ক্লায়েন্ট আপনার নাম শুনে যখন গুগলে সার্চ করে,
— তখন যদি খুঁজে পায় একটা দারুণ প্রেজেন্টেবল ওয়েবসাইট,
— যেখানে আপনার পণ্য, সার্ভিস আর সাফল্যের গল্প ফুটে ওঠে,
— তখন কি বিশ্বাস আর সেল দুইটাই একসাথে বাড়বে না?
💥 FoxPro Ltd. আপনার স্বপ্নের গুরুত্ব । তাই আমরা বানাই —
আপনার ব্যবসা, স্বপ্ন আর সংগ্রামের গল্পটা তুলে ধরার মতো একটা প্রাণবন্ত ওয়েবসাইট।
আমাদের সার্ভিস সমূহ:
✅ ই-কমার্স ওয়েবসাইট
✅ এডুকেশনাল পোর্টাল
✅ বিজনেস ও কর্পোরেট ওয়েবসাইট
✅ ব্লগ ও নিউজ ওয়েবসাইট
✅ পার্সোনাল পোর্টফোলিও সাইট
✅ বুকিং ও সার্ভিস ওয়েবসাইট
✅অর্গানাইজেশন ওয়েবসাইট
✅ কাস্টম ডেভেলপমেন্ট (আপনার চাহিদামতো) (বি:দ্র: পেমেন্ট আলোচনা সাপেক্ষ)
🌟 কেন FoxPro Ltd.?
Full Responsive (মোবাইল + ডেস্কটপ)
সুপার ফাস্ট লোডিং স্পিড
প্রফেশনাল ইউআই/ইউএক্স ডিজাইন
SEO বেসিক সেটআপ
লাইফটাইম টেকনিক্যাল সাপোর্ট
📩 আপনার স্বপ্নকে ডিজিটাল রূপ দিতে এখনই ইনবক্স করুন!
⏳ সময় গেলে হয়তো আর শুরু করা যাবে, কিন্তু এগিয়ে থাকা যাবে না।
📍 FoxPro Ltd.
📌 ঠিকানা: ১২০/২, জিগাতলা, ধানমন্ডি-১২০৯
📞 যোগাযোগ: ‪+8809678369932‬
📧 ইমেইল: [email protected]

আসসালামু আলাইকুম সবাইকে। জানেন? বিজনেস আর ম্যাথমেটিক্স এর এক গভীর সম্পর্ক আছে - যে সম্পর্ক না বুঝলে বিশাল বিপদ!* ফক্স প্...
14/08/2025

আসসালামু আলাইকুম সবাইকে। জানেন? বিজনেস আর ম্যাথমেটিক্স এর এক গভীর সম্পর্ক আছে - যে সম্পর্ক না বুঝলে বিশাল বিপদ!

* ফক্স প্রো মান্থলি কনসাল্টেন্সি সার্ভিসের নিতে ইচ্ছুক এমন অনেকের সাথে কথা বলার সময়ই জিজ্ঞেস করিঃ ROAS কত? ROI কত? CAC কত? LTV কত? ইত্যাদি (আরও সহজ ভাষায় জিজ্ঞেস করি)
* তো, অনেকের কাছেই এই তথ্য থাকে না - কারণ, ট্র‍্যাক করা হয় না।

আপনাদের আজ এই ছোট কিন্তু Powerful mathematics গুলা সহজে বলি, আশা করি হেল্প হবে।

১) ROAS - Return on Ad Spend
- মোট কথা ফেসবুকে কত উড়ালেন, আর ফেসবুক কাস্টোমারের পকেট থেকে কত উড়ালো তার অনুপাত।
- ২০০ টাকার অ্যাড চালালেন, ১০০০ টাকার সেল আসলো। ROAS কত? ১০০০/২০০ = ৫!

২) ROI - Return on Investment
* ফেসবুকের খরচা, প্রোডাক্ট খরচা, কর্মীদের বেতন, অফিস ভাড়া - দুনিয়ার সব খরচ আর রেভেনিউ এর অনুপাত।
* সর্বসাকুল্যে খরচা হলো ৫০০ টাকা, কাস্টমার দিলো ১০০০। ROI কত? 1000/500 = 2!

৩) CAC - Customer Acquisition Cost
* সোজা বাংলায় একজন কাস্টমার'কে আপনার কাস্টমার বানানোর জন্য যত কাঠখড় পোড়ানো লাগছে, সব কিছুর বাংলা টাকার কস্টিং ই হলো Customer Accusation Cost.
* ধরেন, ১০০০ টাকার অ্যাড চালালেন, ১০ জন কাস্টমার আসলো। তাহলে CAC কত? ১০০০/১০ = ১০০ টাকা!

৪) LTV - Lifetime Value
* একজন কাস্টমার'কে আনলেন। একবছর ধরে বিভিন্ন জিনিস বিক্রি করলেন। টোটাল যত টাকার জিনিস বিক্রি করলেন, ওটা ই লাইফ টাইম ভেল্যু।

আপাতত শুধু থিওরিটিক্যাল আইডিয়াই দিলাম। ইন শা আল্লাহ সামনে এই ডাটা নিয়ে খেলাধুলাও শিখাবো যদি সুযোগ হয়।

শেয়ারযোগ্য হলে Forward করুন❤️

❤️ প্রোমোশনাল নোট
* বিজনেস মাসিক ১০/১৫ লাখ এ ঘুরপাক খাচ্ছে? স্কেল করতে চাচ্ছেন? যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ্ 09678369932

14/08/2025
😳কাস্টোমার চোখ সরাতে পাড়বে না 😳।মানুষ চোখ দিয়ে সারাদিন লাখ লাখ বস্তু দেখে কিন্তু সে কী সবগুলো বস্তুর কথা মনে রাখতে পারে?...
13/08/2025

😳কাস্টোমার চোখ সরাতে পাড়বে না 😳।
মানুষ চোখ দিয়ে সারাদিন লাখ লাখ বস্তু দেখে কিন্তু সে কী সবগুলো বস্তুর কথা মনে রাখতে পারে?
= না। সে হাতে গোনা কয়েকটি বস্তুর কথাই মনে রাখে।
👉 আর মানুষ Unexpected সকল বিষয়কে বেশি মনে রাখে 👈
আর এই Unexpected বিষয়টিকে কাজে লাগিয়ে বড় বড় ব্র‍্যান্ডগুলো দিনের পর দিন মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু কীভাবে?
আজকের পোস্টে আপনারা জানতে পাড়বেন কীভাবে Unexpected মার্কেটিংগুলো করা হয়ে থাকে।
তো চলুন মেইন টপিকে ফিরে যাই।
Unexpected Marketing : Unexpected মার্কেটিং হচ্ছে এমন এক ধরণের মার্কেটিং যেটা মানুষ কখনো দেখবে এমমটা আশাও করেনি। এখানে প্রোডাক্টকে এমনভাবে উপস্থাপন করা হয় যা মানুষ কখনো ভাবতেও পারেনি।
কিছু উদাহরণ দিলে আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে :
🌟 বাঙালিদের সন্ধ্যার নাস্তার অন্যতম একটা খাবার হচ্ছে পুরি আর সাথে যদি ডাল ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আপনি বাসা থেকে বেড় হলেন পুরি কিনতে সামনে হোটেল আছে ৪ টা সব হটেলেই পুরি বিক্রি করা হয় কিন্তু এর ভিতর এমন একটা হোটেল ছিলো যেখানে ৪ ফুট সাইজ এর একটা পুরি দোকানের বাহিতে ঝুলয়ে রাখা ছিলো। এখন আপনি না চাইতেও আপনার চোখ সেখানে চলে যাবে কারণ এটা Unexpected। আর আপনি অজান্তেই চলে যাবেন সেই দোকানে পুরি কিনতে।
🌟 KITKAT কম্পানির একটি ক্যাম্পেইন এর কথা বলি। তারা একবার পার্ক এর ব্রেঞ্চগুলোকে কাস্টোমাইজ করে এমন এক ডিজাইন করলো যেখানে ব্রেঞ্চ এর কিছু অংশে তারা KITKAT এর প্যাকেট আর্ট করলো এবং বাকি অংশে প্যাকেট থেকে বের হওয়া চকলেট এখন পার্কে যতজন মানুষ আসবে তারা সকলেই এটার দিক তাকাবে কারণ এটা Unexpected।
🌟 আপনি কী কখনো ৪-৫ কেজি ওজনের একটা রসগোল্লা খেয়েছেন বা দেখেছেন? আমরা সকলে জানি রসগোল্লা দেখতে হয় ছোট ছোট, রসে চুবানো থাকে আর খেতে অনেক মজা লাগে। কিন্তু বাংলাদেশের এক ময়রা বানিয়ে ফেলল অন্যরকম রসগোল্লা নাম দিলো বালিশ মিষ্টি। যার এক একটার ওজন ৪-৫ কেজি। এর ফল স্বরুপ যা ঘটলো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে লাগলো তার বালিশ মিষ্টি কিনতে এবং দেখতে। এটি সহজেই সবার মাঝে ভাইরাল হয়ে গেলো কারণ এটি Unexpected। আমরা সব সময় ভেবেছিলাম রসগোল্লা ছোট সাইজ এর হয় কিন্তু হঠাৎ যখন দেখলাম এতো বড় রসগোল্লা তখন আমরা সবাই চমকে উঠতে বাধ্য হয়েছি।
🌟 আচ্ছা আমরা তো বলতে গেলে দৈনিক চা বা কফি খেয়ে থাকি। এখন আপনার সামনে ৩ টা কফিশপ তবে একটা দোকানের সেপ কফি কাপের মতো আপনি কোন দোকানে যাবেন? ( কমেন্টে বলে যাবেন)
Unexpected মার্কেটিং করার মূল কারণ হচ্ছে মানুষকে চমকে দেওয়া এটা হতে পারে প্রোডাক্ট এর মাধ্যমে আবার হতে পারে কোনো ছবি বা ডিজাইন এর মাধ্যমে আবার হতে পারে দোকানের ডেকোরেশন এর মাধ্যমে। তবে এই মার্কেটিং করার সময় খেয়াল রাখতে হবে যেনো এটি মানুষের মাঝে নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে।
✴️যদি এই ফর্মুলাটি আপনি বুঝে থাকেন তাহলে আমি রিকুয়েষ্ট করবো আপনার ব্যবসায় কীভাবে এটি কাজে লাগানো যায় তা খুজে বের করুন এবং কাজে লাগান।✴️
ধন্যবাদ 🥰।

👉 আপনি যদি আপনার ব্যবসার জন্য পারফেক্ট টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন আজই!
www.foxproltd.com
হেল্পলাইন নম্বার : 👉 0967-8369932

আমাদের ঠিকানাঃ
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝟏𝟐𝟎/𝟐, 𝐙𝐢𝐠𝐚𝐭𝐨𝐥𝐚, 𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢-𝟏𝟐𝟎𝟗.
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐨𝐱𝐩𝐫𝐨𝐥𝐭𝐝.𝐜𝐨𝐦

13/08/2025
📢 Post Engagement – আপনার ব্র্যান্ডের শক্তিশালী সংযোগের চাবিকাঠি!আজকের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় শুধু পোস্ট করলেই হবে না—আপ...
13/08/2025

📢 Post Engagement – আপনার ব্র্যান্ডের শক্তিশালী সংযোগের চাবিকাঠি!

আজকের সোশ্যাল মিডিয়া দুনিয়ায় শুধু পোস্ট করলেই হবে না—
আপনার কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার, সেভ, ক্লিক—সব মিলিয়ে বেশি বেশি মানুষের ইন্টার‌্যাকশন দরকার। এটাকেই বলে Post Engagement।

💡 কেন Post Engagement গুরুত্বপূর্ণ?
✅ আপনার পোস্ট অ্যালগরিদমে বেশি রিচ পায়
✅ অডিয়েন্সের সাথে রিলেশনশিপ তৈরি হয়
✅ ট্রাস্ট ও ব্র্যান্ড ভ্যালু বাড়ে
✅ বিক্রি বা লিড পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়

🚀 Engagement বাড়ানোর ৫টি স্মার্ট টিপস
1️⃣ আকর্ষণীয় হুক লাইন ব্যবহার করুন
2️⃣ চোখে পড়ার মতো ইমেজ বা ভিডিও দিন
3️⃣ পোস্টে প্রশ্ন করুন বা পোল চালু করুন
4️⃣ কল-টু-অ্যাকশন (CTA) দিন – যেমন “আপনার মতামত জানান”
5️⃣ সঠিক সময়ে পোস্ট করুন, যখন আপনার অডিয়েন্স অনলাইনে থাকে

📊 মনে রাখুন — Engagement মানে শুধু সংখ্যা না, এটা আপনার ব্র্যান্ডের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা।

🔥 আজই শুরু করুন — কারণ ব্র্যান্ড তৈরি হয় না একদিনে, এটা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তে।

আপনার পেজকে প্রফেশনাল ব্র্যান্ডে রূপ দিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

www.foxproltd.com
হেল্পলাইন নম্বার : 👉 0967-8369932

আমাদের ঠিকানাঃ
𝐅𝐨𝐱 𝐏𝐫𝐨 𝐋𝐭𝐝.
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝟏𝟐𝟎/𝟐, 𝐙𝐢𝐠𝐚𝐭𝐨𝐥𝐚, 𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢-𝟏𝟐𝟎𝟗.
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐨𝐱𝐩𝐫𝐨𝐥𝐭𝐝.𝐜𝐨𝐦

🚀 লাইক না, চাই রিয়েল কাস্টমার!আপনার ব্যবসা শুধু দেখা নয় — বিক্রি হোক আকাশ ছোঁয়া।স্ক্রল থামাও, সেলস বাড়াওআমরা দিচ্ছি:...
13/08/2025

🚀 লাইক না, চাই রিয়েল কাস্টমার!
আপনার ব্যবসা শুধু দেখা নয় — বিক্রি হোক আকাশ ছোঁয়া।
স্ক্রল থামাও, সেলস বাড়াও
আমরা দিচ্ছি:
✅ অ্যাডভান্স টার্গেটিং – সঠিক সময়ে সঠিক ক্রেতা
✅ ক্রিয়েটিভ ক্যাম্পেইন – স্ক্রল থামিয়ে দেবে এমন বিজ্ঞাপন
✅ স্মার্ট অ্যানালিটিক্স – ডেটা দিয়ে বিক্রি বাড়ানোর গ্যারান্টি

📈 এখনই আমাদের সাথে কাজ শুরু করুন, ব্যবসার গ্রোথ হবে চোখে পড়ার মতো!
💬 ইনবক্স করুন আজই
সেলস বাড়ানো শুরু হোক এখনই — 𝐅𝐨𝐱 𝐏𝐫𝐨 𝐋𝐭𝐝.

www.foxproltd.com
হেল্পলাইন নম্বার : 👉 0967-8369932

আমাদের ঠিকানাঃ
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝟏𝟐𝟎/𝟐, 𝐙𝐢𝐠𝐚𝐭𝐨𝐥𝐚, 𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢-𝟏𝟐𝟎𝟗.
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐨𝐱𝐩𝐫𝐨𝐥𝐭𝐝.𝐜𝐨𝐦

13/08/2025
💡 শুধু Boost নয় — Build করো Brand!অনলাইন দুনিয়ায় শুধু বিজ্ঞাপন নয়, দরকার এমন স্ট্রাটেজি যা👉 খুঁজে পায় সঠিক মানুষকে👉...
11/08/2025

💡 শুধু Boost নয় — Build করো Brand!
অনলাইন দুনিয়ায় শুধু বিজ্ঞাপন নয়, দরকার এমন স্ট্রাটেজি যা
👉 খুঁজে পায় সঠিক মানুষকে
👉 ধরে রাখে তাদের মনোযোগ
👉 বদলে দেয় ক্লিককে কাস্টমারে

📊 ডেটা, ক্রিয়েটিভিটি আর সঠিক টার্গেটিং — এই ৩ ম্যাজিক দিয়ে আমরা তোমার ব্র্যান্ডকে নিয়ে যাবো এক ধাপ উপরে!

📩 আজই ইনবক্স করো — গ্রোথ শুরু হোক এখনই!

আপনার বিজনেসকে প্রফেশনাল ব্র্যান্ডে রূপ দিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

www.foxproltd.com
হেল্পলাইন নম্বার : 👉 0967-8369932

আমাদের ঠিকানাঃ
𝐅𝐨𝐱 𝐏𝐫𝐨 𝐋𝐭𝐝.
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝟏𝟐𝟎/𝟐, 𝐙𝐢𝐠𝐚𝐭𝐨𝐥𝐚, 𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢-𝟏𝟐𝟎𝟗.
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐨𝐱𝐩𝐫𝐨𝐥𝐭𝐝.𝐜𝐨𝐦

🚀 ব্যবসা নয়, ব্র্যান্ড গড়ুন – আপনার সফলতার ডিজিটাল সঙ্গী!পণ্য হোক কীংবা সার্ভিস বিক্রি না হলে হলে আর কত দিন? সকল ব্যবসায...
11/08/2025

🚀 ব্যবসা নয়, ব্র্যান্ড গড়ুন – আপনার সফলতার ডিজিটাল সঙ্গী!
পণ্য হোক কীংবা সার্ভিস বিক্রি না হলে হলে আর কত দিন? সকল ব্যবসায়ীদেরই কিন্তু দিন শেষে সেলসই দরকার আর নির্ভেজাল আধুনিক সিস্টেম।
আপনার দরকার একটা Breakthrough!
এই ব্রেকথ্রু দিতেই আমরা নিয়ে এসেছি— আপনার বিজিনেসের জন্য সম্পুর্ণ অটোমেশন সিস্টেম সাথে ব্রান্ডিং ও কাষ্টমার ফানেল সহ সেলস এর নিশ্চয়তা।
কেন আমাদের কাছে সার্ভিস নিবেন?
✍ আমরা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত কম্পানি।
✍আমাদের সফটওয়ার , ওয়েবসাইট ও ডিজিটাল মার্কেটিং সার্ভিস ISO সার্টিফাইড।
✍আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল প্লাটফর্ম যেখানে আপনি একই ছাদের নিচে সকল ডিজিটাল সেবা পাবেন।
✍আমাদের রয়েছে দেশ ও দেশের বাহিরের সুনামধন্য ব্রান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা ও সাফল্যের গল্প।

আপনার বিজনেসকে প্রফেশনাল ব্র্যান্ডে রূপ দিতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

www.foxproltd.com
হেল্পলাইন নম্বার : 👉 0967-8369932

আমাদের ঠিকানাঃ
𝐅𝐨𝐱 𝐏𝐫𝐨 𝐋𝐭𝐝.
𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝟏𝟐𝟎/𝟐, 𝐙𝐢𝐠𝐚𝐭𝐨𝐥𝐚, 𝐃𝐡𝐚𝐧𝐦𝐨𝐧𝐝𝐢-𝟏𝟐𝟎𝟗.
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐨𝐱𝐩𝐫𝐨𝐥𝐭𝐝.𝐜𝐨𝐦

Address

120/2, Moneshore Road, Zigatola
Dhaka
1209

Telephone

+8809678369932

Website

https://www.foxpro.agency/

Alerts

Be the first to know and let us send you an email when Fox Pro Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fox Pro Ltd:

Share