05/08/2022
রাতের ১.১২ বাজে যখন এই পোস্ট টি লিখছি , আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান খুব কাঠ খড় পুড়িয়ে একটি সখের বাইক চালাই খুব বেশি দামী না হলেও আমার কাছে কোনো অংশে কম নয় । একজন স্টুডেন্ট হিসেবে আমার হাত খরচ ই বা কত বলুন , যা পাই তা দিয়েই চালাই এভাবেই চলছে । ৮৯ টাকায় অকটেন ভরে ৪০ কিলো সখ পূরণ করতাম অর্থাৎ তেল প্রত্যেক লিটার ছিল ৮৯ টাকা সেই তেল আজকে থেকে কোনো কথা নেই বার্তা নেই হটাৎ ঘোষণা অনুসারে ১৩৫ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে অকটেন । তো আমার মত যারা সামর্থ কম লোকেরা আছে তারা কি করে চলবেন এটা একটু জানতে চাই । এই যে দেশের টাকা বিদেশে পাচার করে ফরেন রিজার্ভ শেষ করলেন এটার ফলে আমরা সাধারণ মানুষ কেনো ভুগবো? আমি না হয় আমার সখ পূরণ না করে বাইক রাইড কম করলাম কিন্তু যারা এই বাইক রাইডিং দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের কি হবে তারা কিভাবে পোষাবেন ?
এতো টাকার পদ্মা সেতু বানান এতো টাক্স নেন এক্সপোর্ট করেন এই টাকা গুলো যায় কোথায়? ফরেন রিজার্ভ কিনে সেগুলো দিয়ে আবার দলীয় কর্মীদের বাড়ি বিলেতে হচ্ছে না তো? এই লুটতরাজের রাজনীতির শেষ কোথায়?
একজন নবীন হিসেবে রক্ত গরম দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা সবার মধ্যেই থাকে কিন্তু যেই দেশ আমাকে এভাবে শেষ করে দিচ্ছে যে দেশে গণতন্ত্রের নামে একনায়ক তন্ত্র চলে সেই দেশের জন্য কিছু করার ইচ্ছা আর কার থাকবে? এই কি ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলা? যেই বাংলার জন্য আমার দাদা লড়েছেন লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন !?
এখন তো নিজের বক্তব্য রাখতেও ভাবা লাগে কাল আমার বাসায় হেলমেট বাহিনী না আসে
নাকি আমি দ্বিতীয় আবরার ফাহাদ হই