Bangladesh News

Bangladesh News যে নিঃস্বার্থে সর্বদা মানুষের কল্যাণের কথা চিন্তা করে
স্রষ্টাও তার জীবন কল্যাণময় করে ❤️
(1)

09/08/2025
নিয়ে নিন...
17/07/2025

নিয়ে নিন...

আপনার কি মতামত
02/07/2025

আপনার কি মতামত

বয়স একি কিন্তু তফাৎ। একদিকে এক মেয়ে, যার বয়স খুব বেশি না, কিন্তু মনটা যেন অনেক বড়। তার মা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে গি...
30/06/2025

বয়স একি কিন্তু তফাৎ। একদিকে এক মেয়ে, যার বয়স খুব বেশি না, কিন্তু মনটা যেন অনেক বড়। তার মা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে গিয়েছে। কিন্তু পরীক্ষার সময় তাকে ঢুকতে না দেওয়ায় সে কান্না থামাতে পারেনি। চোখের জলে বুক ভিজে গেছে—কারণ তার পৃথিবী তার মা। ভালোবাসা মানে শুধু কাউকে ভালোবাসা নয়, নিজের দায়িত্ব, আত্মত্যাগ আর পরিবারের প্রতি শ্রদ্ধা।

অন্যদিকে আরেক মেয়ে, একই বয়স, কিন্তু পথটা ভিন্ন। সে পালিয়েছে পরিবারের কথা না ভেবে, এক ছেলের হাত ধরে, যে হয়তো ভালোবাসে, হয়তো নয়। কিন্তু সে জানে না—পিছনে তার মা-বাবার কেমন অস্থিরতা, কেমন কান্না আর কত রাতের নির্ঘুম ঘুম।

© Bangladesh News

29/06/2025

🔥ব্রেকিং🔥
৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল; ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত।

29/06/2025

অধীকাংশ মানুষের মৃ*ত্যুর আগে একটা কমন বিষয় খেয়াল করেছি। এভাবে উপরের দিকে ডাগর ডাগর চোখে তাকানো। যেনো ভ*য়ংকর কিছু একটা আসমান থেকে তার দিকে তেড়ে আসছে। এরপরেই ঘটে চিরন্তন বাস্তবতা "মৃ*ত্যু"।
আচ্ছা,বিজ্ঞানবাদীদের কাছে এর ব্যাখ্যা কী? যারা কথায় কথায় বিজ্ঞানের ধার ধারে,তাদের কাছে কী এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? সর্বোচ্চ হ্যালোসিনেইশান ব্লা ব্লা বকবক করা যাবে। এর বাইরে কিছু?

দিনশেষে আসলে মানুষের চিন্তার উর্ধে যে বিশাল এক রাজ*ত্ব আছে তা কেবল নির্বোধরা ছাড়া কেউ'ই অস্বী*কার করতে পারে না।

"আর জড়িয়ে যাবে এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে। সেদিন (সব কিছুর) যাত্রা হবে তোমার প্রতিপালকের পানে।"
(সূরা ক্বিয়ামাহ:২৯-৩০)

24/06/2025

প্রশ্ন : দৃষ্টিভঙ্গি মানে কী? দৃষ্টিভঙ্গি কেন এত গুরুত্বপূর্ণ? দৃষ্টিভঙ্গি জীবনকে কীভাবে বদলে দেয়? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

উত্তর দিচ্ছেন গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক :

জীবনদৃষ্টি বা দৃষ্টিভঙ্গি কথাটার মানে হচ্ছে জীবনকে আমি কীভাবে দেখছি। জীবন সম্পর্কে আমার সিদ্ধান্ত কেমন হওয়া উচিত—এ বিষয়ে একটা সুস্পষ্ট অভিমত। আর জীবনকে সুন্দর করার জন্যে যে একটি জিনিসের প্রয়োজন, তা হলো সঠিক জীবনদৃষ্টি। বাকি সবকিছু তখন এমনিই চলে আসে। কারণ চাবিটা যদি ঠিক থাকে আপনি তালাটা খুলতে পারবেন। তা না হলে আপনার কাছে, যত চাবি থাকুক আপনার কাছে, এটা যদি ঐ তালার চাবি না হয়, তাহলে সেই তালা খোলা যাবে না।

জীবনের তালা, জীবনের বন্ধ দরজা খোলার জন্যে যে সঠিক চাবিটির দরকার সেই চাবিটি অর্জন করার জন্যে প্রয়োজন সঠিক জীবনদৃষ্টি।

আসলে সকল বাস্তবতার নির্মাতা মস্তিষ্ককে যথাযথভাবে ব্যবহার করার জন্যে প্রয়োজন সুসংহত মানসিক প্রস্ত্ততি। আর মানসিক প্রস্ত্ততির ভিত্তি হচ্ছে দৃষ্টিভঙ্গি, নিয়ত বা অভিপ্রায়। কারণ মন পরিচালিত হয় দৃষ্টিভঙ্গি বা নিয়ত দ্বারা। আর মস্তিষ্ককে চালায় মন।
বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করেছেন মন ও মস্তিষ্কের সম্পর্ক নিয়ে। ড. এলেন গোল্ডস্টেইন, ড. জন মটিল, ড. ওয়াইল্ডার পেনফিল্ড ও ড. ই রয় জন দীর্ঘ গবেষণার পর বলেছেন, একজন প্রোগ্রামার যেভাবে কম্পিউটারকে পরিচালিত করে, তেমনি মন মস্তিষ্ককে পরিচালিত করে। মস্তিষ্ক হচ্ছে হার্ডওয়ার আর মন হচ্ছে সফটওয়ার।

নতুন তথ্য ও নতুন বিশ্বাস মস্তিষ্কের নিউরোনে নতুন ডেনড্রাইট সৃষ্টি করে। নতুন সিন্যাপসের মাধ্যমে তৈরি হয় সংযোগের নতুন রাস্তা। বদলে যায় মস্তিষ্কের কর্মকাঠামো। মস্তিষ্ক তখন নতুন দৃষ্টিভঙ্গির আলোকে নতুন বাস্তবতা উপহার দেয়।

নতুন বাস্তবতা ভালো হবে না খারাপ হবে, কল্যাণকর হবে না ক্ষতিকর হবে তা নির্ভর করে মস্তিষ্কে দেয়া তথ্য বা প্রোগ্রামের ভালো-মন্দের ওপর। কল্যাণকর তথ্য ও বিশ্বাস কল্যাণকর বাস্তবতা সৃষ্টি করে আর ক্ষতিকর তথ্য বা বিশ্বাস ক্ষতিকর বাস্তবতা উপহার দেয়। তাই নিঃসন্দেহে বলা যায়, জীবনের নতুন বাস্তবতার চাবিকাঠি হচ্ছে দৃষ্টিভঙ্গি বা নিয়ত।
বিজ্ঞানীরা বলেন-দৃষ্টিভঙ্গি দুধরনের।
এক, প্রো-একটিভ। দুই, রি-একটিভ।

প্রো-একটিভ অর্থ হচ্ছে যে-কোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ।

প্রো-একটিভ অর্থ হচ্ছে অন্যের কাজের প্রতিক্রিয়া হিসেবে কোনো কাজ বা আচরণ না করা। সর্বাবস্থায় নিজের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি অনুসারে আচরণ ও কর্মপন্থা অবলম্বন করা। প্রো-একটিভ অর্থ হচ্ছে কী কী নেই তা নিয়ে হা-হুতাশ না করে যা আছে তা নিয়েই সুপরিকল্পিতভাবে কাজ শুরু করা। প্রো-একটিভ দৃষ্টিভঙ্গি সবসময় সাফল্য ও বিজয় ছিনিয়ে আনে।

অপরদিকে রি-একটিভ দৃষ্টিভঙ্গি সবসময় ব্যর্থতা, হতাশা ও অশান্তি সৃষ্টি করে। রি-একটিভ হলে নিয়ন্ত্রণ নিজের হাতে থাকে না। নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। আপনি যখন অন্যের কথায় কষ্ট পান, অন্যের কথায় রেগে যান, অন্যের আচরণে ক্রোধে ফেটে পড়েন, অন্যের তোষামোদিতে উৎফুল্ল হয়ে ওঠেন, চাটুকারিতায় গলে যান, অন্যের কথায় নাচেন, তখন নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না। নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে। রি-একটিভ দৃষ্টিভঙ্গি জীবনে নেতিবাচকতা সৃষ্টি করে।

24/06/2025

এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ..
ই'স'রা'ই'লে ৬দফা ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা করে অনেক বিল্ডিং বিধ্বংস্ত করে যু'দ্ধ বিরতির আনুষ্ঠানিক ঘোষণা করল ইরান। ই'স'রা'ইল এখন গা'জা'র প্রতিচ্ছবি - (রয়টার্স)

24/06/2025

দেশে প্রথমবারের মতো ”গুগল পে” চালু হচ্ছে আজ (২৪ জুন)।

যেসব সুবিধা পাওয়া যাবে দেখে নিন কমেন্টে...

Address

Dhaka

Telephone

+8801777982297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share